ETV Bharat / state

Panchayat Election 2023: জ্যোতি বসুর আদর্শকে তুলে ধরে পঞ্চায়েতের প্রচারে সিপিআইএম

author img

By

Published : Jun 13, 2023, 9:12 PM IST

জ্যোতি বসুর আদর্শকে সামনে রেখে এবার পঞ্চায়েত নির্বাচনে ময়দানে নামছে সিপিআইএম ৷ তাঁর তৈরি করা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার আসল উদ্দেশ্যকে মানুষের সামনে তুলে ধরতে চাইছে সিপিআইএম ৷

Panchayat Election 2023 ETV BHARAT
Panchayat Election 2023

কলকাতা, 13 জুন: জ্যোতি বসুর আদর্শকে সামনে রেখে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছে সিপিআইএম ৷ 1978 সালে রাজ্যে ক্ষমতার বিকেন্দ্রিকরণ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু করেছিলেন রাজ্যের প্রথম বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৷ তাঁর বার্তা ছিল, ‘‘আমাদের সরকার রাইটার্স থেকে চলবে না, চলবে গ্রাম থেকে ৷’’ কিন্তু, তাঁর তৈরি করা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে তৃণমূল শাসিত সরকার শেষ করে দিয়েছে বলে অভিযোগ বামেদের ৷ জ্যোতি বসুর উদ্দেশ্যকে ফের একবার মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে সিপিআইএম তথা বামেরা ৷ আজ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, জ্যোতি বসু যে উদ্দেশ্য নিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করেছিলেন ৷ তা পুনর্বহাল করবেন তাঁরা ৷

সিপিআইএম এর অভিনব এই প্রচার কৌশল নিয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আগামী 8 জুলাই জ্যোতি বসুর 110তম জন্মবার্ষিকী ৷ রাজ্য নির্বাচন কমিশন ওইদিন অর্থাৎ, 8 জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে ৷ জ্যোতি বসুর নেতৃত্বে এই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল সাধরণ খেটে খাওয়া গরিব মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ৷ সেই উদ্দেশ্যকে আরও একবার মানুষের কাছে তুলে ধরবে বাম নেতৃত্ব ৷ উল্লেখ্য, 1978 সালে জ্যোতি বসু বলেছিলেন, ‘‘আমাদের সরকার রাইটার্স থেকে চলবে না, চলবে গ্রাম থেকে ৷’’

একইভাবে চুরি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে শাসকদলের বিরুদ্ধে সরব হন সেলিম ৷ তাঁর বক্তব্য, গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে বা কখনও বিজেপি ছেড়ে সাধারণ মানুষ বাম দলগুলিতে যোগ দিচ্ছে ৷ আর তাই সিপিআইএম বেশ কিছু প্রচার স্লোগান তৈরি করেছে ৷ সেলিম দাবি করেছেন, সাধারণ মানুষ তৃণমূলের চুরি ও দুর্নীতি এবং বিজেপির সম্প্রদায়িকতাকে রুখতে জোটবদ্ধ হচ্ছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কারা প্রার্থী হতে পারবেন ? কারা পারবেন না ? জানিয়ে দিল কমিশন

কিন্তু, মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ উঠেছে ৷ এ দিনও ভাঙড়-2 ও ক্যানিংয়ে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘর্ষ চরমে ওঠে ৷ ভাঙড়-2 ব্লকে আইএসএফ-এর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এমনকি দফায় দফায় বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে ভাঙরে ৷ ক্যানিংয়ের বিরোধী প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

তবে, সিপিআইএম হুঁশিয়ারি দিয়েছে, তাদের প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দিলে বা মারধর করলে, পালটা মারের দাওয়াই দেওয়া হবে ৷ আর আইনি বিষয়টি তাঁরা সামলে নেবেন বলে জানিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘যেখানে মনোনয়নে বাধা দেওয়া হবে সেখানে পালটা ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ সেই ব্যবস্থাই ইতিমধ্যে বিভিন্ন জেলার শুরু হয়ে গেছে ৷ আমাদের কর্মী সমর্থকদের স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে যে, মারের পালটা মার হবে। আইন আমি বুঝে নেব ৷’’ সব মিলিয়ে 8 জুলাইয়ের পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে জোরকদমে প্রচারে নামছে সিপিআইএম ৷

কলকাতা, 13 জুন: জ্যোতি বসুর আদর্শকে সামনে রেখে এবার পঞ্চায়েত নির্বাচনের প্রচারে নামছে সিপিআইএম ৷ 1978 সালে রাজ্যে ক্ষমতার বিকেন্দ্রিকরণ করে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা শুরু করেছিলেন রাজ্যের প্রথম বাম মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ৷ তাঁর বার্তা ছিল, ‘‘আমাদের সরকার রাইটার্স থেকে চলবে না, চলবে গ্রাম থেকে ৷’’ কিন্তু, তাঁর তৈরি করা ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাকে তৃণমূল শাসিত সরকার শেষ করে দিয়েছে বলে অভিযোগ বামেদের ৷ জ্যোতি বসুর উদ্দেশ্যকে ফের একবার মানুষের কাছে পৌঁছে দিতে চাইছে সিপিআইএম তথা বামেরা ৷ আজ সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানান, জ্যোতি বসু যে উদ্দেশ্য নিয়ে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা তৈরি করেছিলেন ৷ তা পুনর্বহাল করবেন তাঁরা ৷

সিপিআইএম এর অভিনব এই প্রচার কৌশল নিয়ে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, আগামী 8 জুলাই জ্যোতি বসুর 110তম জন্মবার্ষিকী ৷ রাজ্য নির্বাচন কমিশন ওইদিন অর্থাৎ, 8 জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণা করেছে ৷ জ্যোতি বসুর নেতৃত্বে এই পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়েছিল সাধরণ খেটে খাওয়া গরিব মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে ৷ সেই উদ্দেশ্যকে আরও একবার মানুষের কাছে তুলে ধরবে বাম নেতৃত্ব ৷ উল্লেখ্য, 1978 সালে জ্যোতি বসু বলেছিলেন, ‘‘আমাদের সরকার রাইটার্স থেকে চলবে না, চলবে গ্রাম থেকে ৷’’

একইভাবে চুরি, দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগে শাসকদলের বিরুদ্ধে সরব হন সেলিম ৷ তাঁর বক্তব্য, গত কয়েক মাস ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল ছেড়ে বা কখনও বিজেপি ছেড়ে সাধারণ মানুষ বাম দলগুলিতে যোগ দিচ্ছে ৷ আর তাই সিপিআইএম বেশ কিছু প্রচার স্লোগান তৈরি করেছে ৷ সেলিম দাবি করেছেন, সাধারণ মানুষ তৃণমূলের চুরি ও দুর্নীতি এবং বিজেপির সম্প্রদায়িকতাকে রুখতে জোটবদ্ধ হচ্ছে ৷

আরও পড়ুন: পঞ্চায়েতে কারা প্রার্থী হতে পারবেন ? কারা পারবেন না ? জানিয়ে দিল কমিশন

কিন্তু, মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির অভিযোগ উঠেছে ৷ এ দিনও ভাঙড়-2 ও ক্যানিংয়ে মনোনয়ন পেশ করাকে কেন্দ্র করে শাসক-বিরোধী সংঘর্ষ চরমে ওঠে ৷ ভাঙড়-2 ব্লকে আইএসএফ-এর মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ৷ এমনকি দফায় দফায় বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠেছে ভাঙরে ৷ ক্যানিংয়ের বিরোধী প্রার্থীদের মারধর করার অভিযোগ উঠেছে ৷

আরও পড়ুন: মনোনয়ন জমার সময়সীমা বৃদ্ধির ব্যাপারে কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত, রায় হাইকোর্টের

তবে, সিপিআইএম হুঁশিয়ারি দিয়েছে, তাদের প্রার্থীদের মনোনয়ন পেশে বাধা দিলে বা মারধর করলে, পালটা মারের দাওয়াই দেওয়া হবে ৷ আর আইনি বিষয়টি তাঁরা সামলে নেবেন বলে জানিয়েছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য ৷ তিনি বলেন, ‘‘যেখানে মনোনয়নে বাধা দেওয়া হবে সেখানে পালটা ব্যবস্থা গ্রহণ করা হবে ৷ সেই ব্যবস্থাই ইতিমধ্যে বিভিন্ন জেলার শুরু হয়ে গেছে ৷ আমাদের কর্মী সমর্থকদের স্পষ্ট বার্তা দেয়া হচ্ছে যে, মারের পালটা মার হবে। আইন আমি বুঝে নেব ৷’’ সব মিলিয়ে 8 জুলাইয়ের পঞ্চায়েত নির্বাচনকে নিয়ে জোরকদমে প্রচারে নামছে সিপিআইএম ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.