কলকাতা, 1 সেপ্টেম্বর : শ্রমজীবী ক্যান্টিনের মতো এবারে চালু হল স্বল্পমূল্যে জনসাধারণের জন্য চিকিৎসা ব্যবস্থা ৷ টালিগঞ্জে এই পরিষেবা চালু করেছে CPI(M) ৷ 'সরকারে নেই দরকারে আছি ' স্লোগানকে সামনে রেখেই এই উদ্যোগ নিয়েছেন তাঁরা ৷ শ্রমজীবী ক্যান্টিনের মতোই শহরের বিভিন্ন জায়গায় তৈরি হবে জনস্বাস্থ্য কেন্দ্র, এমনই বলছেন ছাত্রনেতা কলতান দাশগুপ্ত ৷ মাত্র 50 টাকার বিনিময়ে বিশেষজ্ঞ চিকিৎসকেরা জনসাধারণের স্বাস্থ্য পরীক্ষা করবেন ৷ চলতি মাস থেকেই শুরু হবে এই পরিষেবা ৷ চিকিৎসকদের দলে রয়েছেন ফুয়াদ হালিম সহ আরও অনেকে ৷
প্রসঙ্গত, বিগত প্রায় 152 দিন ধরে যাদবপুর সহ বিস্তীর্ণ এলাকায় চলছে শ্রমজীবী ক্যান্টিন ৷ মাত্র কুড়ি টাকার বিনিময়ে এলাকার মানুষ পেট ভরে দুপুরের খাবার খেতে পান ৷ এবারও মাত্র 50 টাকার বিনিময় দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার মানুষ জনস্বাস্থ্য কেন্দ্রের সুফল পাবেন বলে আশাবাদী উদ্যোক্তারা । আগামী দিনে এই জনস্বাস্থ্য কেন্দ্র সমগ্র দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের । বিভিন্ন রোগের সমস্যায় জর্জরিত মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নিয়ে চিকিৎসা করাতে পারবেন।
CPI(0M) নেতা কলতান দাশগুপ্ত বলেন, "বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থায় পরিষেবা দেবার নাম করে একাংশ দেদার লুট চালাচ্ছেন । তাহলে বেঁচে থাকার বিকল্প কী? এই বেঁচে থাকার বিকল্প হাজির করতেই, স্বাস্থ্য ব্যবস্থার সংকট কাটাতে বিকল্পের নাম জনস্বাস্থ্য কেন্দ্র । স্বল্পমূল্যে জনসাধারণের জন্য চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে । ভবিষ্যতের জন্য রয়েছে আরও বেশ কিছু নতুন পরিকল্পনা ।"