ETV Bharat / state

শিক্ষক নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি সুজনের

author img

By

Published : Dec 30, 2020, 9:32 PM IST

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি তিনি লিখেছেন, নিয়োগপত্র হাতে না পেয়ে অসহায় অবস্থায় রয়েছেন মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীরা । এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত রয়েছেন ।

cpim leader sujan chakrabarty letter to mamata banerjee for teacher recruitment
cpim leader sujan chakrabarty letter to mamata banerjee for teacher recruitment

কলকাতা, 30 ডিসেম্বর : শিক্ষক নিয়োগের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সুজন চক্রবর্তী । স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত এসএলএসটি 2016-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষার মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের এখনও পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়নি ৷ এতে ক্ষোভপ্রকাশ করেন তিনি । চিঠিতে অবিলম্বে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে ।

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি তিনি লিখেছেন, নিয়োগপত্র হাতে না পেয়ে অসহায় অবস্থায় রয়েছেন মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীরা । এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত রয়েছেন । উক্ত প্রার্থীরা প্রত্যেকেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ এবং মেধা তালিকাভুক্ত । তবে কেন নিয়োগ করতে এত গড়িমসি, মুখ্যমন্ত্রীর কাছে তা নিয়ে জবাব চেয়েছেন সুজন চক্রবর্তী । তাঁর প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত অপেশাদারিত্ব এবং অযোগ্যতার শিকার কেন হবেন এই প্রার্থীরা ?

কলকাতার মেয়ো রোডের পাশে এই প্রার্থীরা নিয়োগের দাবিতে অনশন করেছিলেন ৷ সেই সময় মুখ্যমন্ত্রী গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেধাতালিকাভুক্তদের বঞ্চিত করা হবে না । তাহলে কেন এই অস্বচ্ছতা ? নিয়োগ করতে অসুবিধা কোথায় ? চিঠির মাধ্যমে এই সব প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দ্রুত পালনের দাবিও জানিয়েছেন ।

কলকাতা, 30 ডিসেম্বর : শিক্ষক নিয়োগের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন সুজন চক্রবর্তী । স্কুল সার্ভিস কমিশনের আয়োজিত এসএলএসটি 2016-র নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরের শিক্ষক নিয়োগের পরীক্ষার মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীদের এখনও পর্যন্ত নিয়োগপত্র দেওয়া হয়নি ৷ এতে ক্ষোভপ্রকাশ করেন তিনি । চিঠিতে অবিলম্বে মেধা তালিকাভুক্ত প্রার্থীদের নিয়োগপত্র দেওয়ার আবেদন জানানো হয়েছে ।

মুখ্যমন্ত্রীকে পাঠানো চিঠি তিনি লিখেছেন, নিয়োগপত্র হাতে না পেয়ে অসহায় অবস্থায় রয়েছেন মেধাতালিকায় অন্তর্ভুক্ত প্রার্থীরা । এই বিষয়ে মুখ্যমন্ত্রী নিশ্চয় অবগত রয়েছেন । উক্ত প্রার্থীরা প্রত্যেকেই স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় উত্তীর্ণ এবং মেধা তালিকাভুক্ত । তবে কেন নিয়োগ করতে এত গড়িমসি, মুখ্যমন্ত্রীর কাছে তা নিয়ে জবাব চেয়েছেন সুজন চক্রবর্তী । তাঁর প্রশ্ন, স্কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত অপেশাদারিত্ব এবং অযোগ্যতার শিকার কেন হবেন এই প্রার্থীরা ?

কলকাতার মেয়ো রোডের পাশে এই প্রার্থীরা নিয়োগের দাবিতে অনশন করেছিলেন ৷ সেই সময় মুখ্যমন্ত্রী গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মেধাতালিকাভুক্তদের বঞ্চিত করা হবে না । তাহলে কেন এই অস্বচ্ছতা ? নিয়োগ করতে অসুবিধা কোথায় ? চিঠির মাধ্যমে এই সব প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে রেখেছেন তিনি ৷ মুখ্যমন্ত্রীকে প্রতিশ্রুতি দ্রুত পালনের দাবিও জানিয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.