ETV Bharat / state

Shatarup Slams Kunal: কুণাল ঘোষ গাড়ি বলতে প্রিজন ভ‍্যান বোঝেন, কটাক্ষ শতরূপের - সিপিএম নেতা শতরূপ ঘোষ

শতরূপ ঘোষের গাড়ি কেনা নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূলের কুণাল ঘোষ (TMC Leader Kunal Ghosh) ৷ সেই পালটা জবাব দিলেন সিপিএমের শতরূপ ৷

Shatarup Slams Kunal
Shatarup Slams Kunal
author img

By

Published : Mar 28, 2023, 8:09 PM IST

কলকাতা, 28 মার্চ: সিপিএম নেতা শতরূপ ঘোষের (CPIM Leader Shatarup Ghosh) 22 লাখের গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । যার পালটা জবাব দিয়েছেন শতরূপ ঘোষও । পুরো চাঁচাছোলা ভাষায় কুণাল ঘোষকে আক্রমণ করেছেন তিনি (Shatarup Ghosh Slams TMCs Kunal Ghosh) । কখনও তিনি বলেন, "ভেবে দেখলাম, কুণাল ঘোষের অভিমান সঙ্গত । আমার বাবা যদি আমাকে গাড়ি না কিনে দিয়ে সেই টাকায় একটা রাজ্য-সরকারি চাকরি কিনে দিতেন, তাহলে এই সুযোগে কুণালদেরও কিছু ইনকাম হতো ।"

আবার কখনও বলেছেন, "কুণাল ঘোষ গাড়ি বলতে প্রিজন ভ‍্যান বোঝে ! তাই অন্য কেউ গাড়ি কিনলেই ক্ষেপে ওঠে !" গাড়ি কেনার সামনে এনে শতরূপ জানান, তাঁর বাবার দেওয়া টাকাতেই গাড়ি কিনেছেন । যার মধ্যে 18 লক্ষ টাকা তাঁর বাবা দিয়েছেন । আর বাকি আড়াই লক্ষ তিনি নিজে দিয়েছেন ।

কুণাল ঘোষ ফেসবুক পোস্টে 22 লাখের গাড়ি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন । কুণাল ঘোষ বলেন, "এই কি আমাদের পরিচিত শতরূপ ? 2021 সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ 2 লক্ষ টাকা । এখন, 2023 সালে সালেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছে ৷ দাম-সহ আনুষঙ্গিক খরচ প্রায় 22 লক্ষ টাকা দিয়ে ।’’ শতরূপের গাড়ির নম্বর দিয়ে কুণাল দাবি করেন, এককালীন পেমেন্ট করেছেন শতরূপ ৷ তাঁর প্রশ্ন, ‘‘সর্বহারার দলের হোলটাইমার কমরেডের 22 লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন ?"

পালটা শতরূপ ঘোষ বলেন, "হ্যাঁ আমি সেই শতরূপ ঘোষ । আমি আমার বাবার দেওয়া টাকা দিয়ে গাড়ি কিনেছি । আমার শখের বিষয় না জেনে উনি একটু পার্থবাবুর শখ-শান্তির বিষয়ে খোঁজ নিতে পারেন । পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্রের শখ আহ্লাদের সঙ্গে আমার শখ আহ্লাদ নিয়ে তুলনা করবেন না । দেখবেন তাঁদের তুলনায় আমার শখ আহ্লাদ অনেকটাই কম ।"

একই সঙ্গে শতরূপ বলেন, "উনি হয়তো জানেন না আমার বাবা মা দুজনেই সেই কোম্পানিতে কাজ করতেন । ফলে আমার বাবা আমাকে গাড়ি কিনে দিয়েছেন, তাতে কুণালের বাবার কী ?" বিলাসবহুল আবাসনে শতরূপ ঘোষের বিয়ে নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ । এই বিষয়ে শতরূপের জবাব, ‘‘কুণালদাকে বিয়েতে নেমন্তন্ন করিনি বলে হয়তো আক্ষেপ প্রকাশ করছেন ।"

আরও পড়ুন: শতরূপের 22 লাখি গাড়ি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল, পালটা জবাব যুবনেতার

কলকাতা, 28 মার্চ: সিপিএম নেতা শতরূপ ঘোষের (CPIM Leader Shatarup Ghosh) 22 লাখের গাড়ি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ । যার পালটা জবাব দিয়েছেন শতরূপ ঘোষও । পুরো চাঁচাছোলা ভাষায় কুণাল ঘোষকে আক্রমণ করেছেন তিনি (Shatarup Ghosh Slams TMCs Kunal Ghosh) । কখনও তিনি বলেন, "ভেবে দেখলাম, কুণাল ঘোষের অভিমান সঙ্গত । আমার বাবা যদি আমাকে গাড়ি না কিনে দিয়ে সেই টাকায় একটা রাজ্য-সরকারি চাকরি কিনে দিতেন, তাহলে এই সুযোগে কুণালদেরও কিছু ইনকাম হতো ।"

আবার কখনও বলেছেন, "কুণাল ঘোষ গাড়ি বলতে প্রিজন ভ‍্যান বোঝে ! তাই অন্য কেউ গাড়ি কিনলেই ক্ষেপে ওঠে !" গাড়ি কেনার সামনে এনে শতরূপ জানান, তাঁর বাবার দেওয়া টাকাতেই গাড়ি কিনেছেন । যার মধ্যে 18 লক্ষ টাকা তাঁর বাবা দিয়েছেন । আর বাকি আড়াই লক্ষ তিনি নিজে দিয়েছেন ।

কুণাল ঘোষ ফেসবুক পোস্টে 22 লাখের গাড়ি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন । কুণাল ঘোষ বলেন, "এই কি আমাদের পরিচিত শতরূপ ? 2021 সালে নির্বাচনী হলফনামায় মোট সম্পদ 2 লক্ষ টাকা । এখন, 2023 সালে সালেই মোটর শোরুম থেকে মারুতি সুজুকির নতুন বিলাসবহুল মডেল গ্র্যান্ড ভিটারা কিনেছে ৷ দাম-সহ আনুষঙ্গিক খরচ প্রায় 22 লক্ষ টাকা দিয়ে ।’’ শতরূপের গাড়ির নম্বর দিয়ে কুণাল দাবি করেন, এককালীন পেমেন্ট করেছেন শতরূপ ৷ তাঁর প্রশ্ন, ‘‘সর্বহারার দলের হোলটাইমার কমরেডের 22 লাখি বিলাসবহুল গাড়ি চড়ার শখ হবে কেন ?"

পালটা শতরূপ ঘোষ বলেন, "হ্যাঁ আমি সেই শতরূপ ঘোষ । আমি আমার বাবার দেওয়া টাকা দিয়ে গাড়ি কিনেছি । আমার শখের বিষয় না জেনে উনি একটু পার্থবাবুর শখ-শান্তির বিষয়ে খোঁজ নিতে পারেন । পার্থ চট্টোপাধ্যায়, মদন মিত্রের শখ আহ্লাদের সঙ্গে আমার শখ আহ্লাদ নিয়ে তুলনা করবেন না । দেখবেন তাঁদের তুলনায় আমার শখ আহ্লাদ অনেকটাই কম ।"

একই সঙ্গে শতরূপ বলেন, "উনি হয়তো জানেন না আমার বাবা মা দুজনেই সেই কোম্পানিতে কাজ করতেন । ফলে আমার বাবা আমাকে গাড়ি কিনে দিয়েছেন, তাতে কুণালের বাবার কী ?" বিলাসবহুল আবাসনে শতরূপ ঘোষের বিয়ে নিয়েও প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ । এই বিষয়ে শতরূপের জবাব, ‘‘কুণালদাকে বিয়েতে নেমন্তন্ন করিনি বলে হয়তো আক্ষেপ প্রকাশ করছেন ।"

আরও পড়ুন: শতরূপের 22 লাখি গাড়ি নিয়ে প্রশ্ন তুললেন কুণাল, পালটা জবাব যুবনেতার

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.