কলকাতা, 26 জুলাই: কেন্দ্রীয় সরকার থেকে বিজেপিকে সরাতে তৃণমূলের সঙ্গেই বিরোধীদের ইন্ডিয়া জোটে সামিল হয়েছে সিপিএম ৷ তার পরও তৃণমূল বিরোধিতার লাইনেই অনড় আলিমুদ্দিন ৷ বরং তারা ফের আরএসএস ও বিজেপির সঙ্গে তৃণমূলের সখ্যতার অভিযোগ তুলল ৷ বুধবার দু’দিনের রাজ্য কমিটির বৈঠকের পর সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘1998 সালে জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত আরএসএস-বিজেপির সঙ্গে তৃণমূলের 'প্রেমে'র সম্পর্ক আজও ভাঙেনি । বরং, নানা সময়ে তাঁরা একসঙ্গে জুটেছে । আবার সঙ্গ ছেড়ে চলে এসেছে ।’’
আগামী বছর লোকসভা নির্বাচন ৷ তার আগে গত জুন মাস থেকে বিরোধীদের একজোট হতে দেখা যাচ্ছে ৷ প্রথমে বিহারের পটনায় বিরোধীরা বৈঠক করে ৷ সেই বৈঠকে সিপিএমের সীতারাম ইয়েচুরির সঙ্গে এক মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ৷ চলতি মাসে বেঙ্গালুরুতে বিরোধীদের বৈঠক হয় ৷ সেই বৈঠকে বিরোধী জোটের নাম নির্ধারণ হয় - ইন্ডিয়া ৷ ওই বৈঠকেও মমতা ও ইয়েচুরি দু’জনেই ছিলেন ৷ তার পর ‘ইন্ডিয়া’ জোটের নামেই সংসদেও একজোট হয়েছে বিরোধীরা ৷ সেখানে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএমও রয়েছে ৷
ফলে বাংলায় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে সিপিএমের তৃণমূল বিরোধিতা ৷ যদিও সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ কেন্দ্রীয় কমিটি, পলিটব্যুরো সদস্যদের স্পষ্ট বক্তব্য কেরলে কংগ্রেসের বিরুদ্ধে এবং পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে লড়াই চলবে । একবিন্দু জমিও ছাড়া হবে না । তার পরও 21 জুলাইয়ের মঞ্চ থেকে মমতা সিপিএম নিয়ে কার্যত নীরব থাকায় সমালোচনায় বিদ্ধ হতে হচ্ছে সিপিএমকেই ৷
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট সংক্রান্ত একাধিক অভিযোগ নিয়ে জেলাশাসককে ডেপুটেশন বামেদের
যদিও মহম্মদ সেলিম বলছেন, "তুমি আমাকে গাল দেবে না, আমি তোমাকে গাল দেব না । এসব চলবে না । প্রতিদিন মানুষ লড়ছে ।’’ এর পরই তিনি ফের তৃণমূল-বিজেপি ‘সেটিং’ তত্ত্ব নিয়ে সরব হয়েছেন ৷ বলেছেন, ‘‘গোটা নির্বাচনে স্পষ্ট কীভাবে তৃণমূল জিতেছে আর বিজেপিকে দ্বিতীয় করা হয়েছে । বিজেপি বাংলায় শুয়ে পড়েছে । সবে একসপ্তাহ হয়েছে । 21 জুলাই বিজেপির বিরুদ্ধে কথা বলেছে । এখনও এক সপ্তাহ হয়নি । আগে দেখো কী হয় ! এর আগে সিএএ, এনআরসি, রাষ্ট্রপতি, উপ-রাষ্ট্রপতি ভোটে তৃণমূল সরে দাঁড়িয়েছে ।"
নাম না করে লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের উদাহরণ টানেন । সমালোচনা করেন কড়া ভাষায়৷ সেলিম বলেন, "রাজ্যে তৃণমূলের আমলেও আমি লোকসভায় ছিলাম । বিজেপির বিরুদ্ধে তৃণমূলের ভূমিকা তো দেখেছি । বিরোধীরা এককাট্টা হলে ভুবনেশ্বর থেকে জামিনে ফেরা তৃণমূলের নেতা মাঝখানে এসে ভেস্তে দেন । কলকাতার এতসব লম্প ঝম্প সংসদে কী করে দেখা যাবে ।’’
অন্যদিকে ইন্ডিয়া জোট নিয়ে বিজেপির প্রচারের প্রসঙ্গে সেলিম বলেন, "কেন বিভ্রান্তির দরকার হচ্ছে ? কারণ, বিজেপি ভয় পেয়েছে । আগে বিরোধীদের পাত্তাই দেওয়া হত না । এখন মোদি-সহ বিজেপি, আরএসএস, আইটি সেল নানারকম ভুল বার্তা ছড়াচ্ছে । এতবছর পর প্রধানমন্ত্রী মোদিকে মুখ খুলতে হচ্ছে ।"
আরও পড়ুন: ফলাফলে আত্মবিশ্বাসী সিপিএম, নতুন উদ্যমে মাঠে নেমে লড়াইয়ের বার্তা সেলিমের
পঞ্চায়েত নির্বাচনে বামেদের ভোট বৃদ্ধি নিয়ে সেলিমের বক্তব্য, "তৃণমূলের বিজেপি বিরোধী সাজার চেষ্টা সাধারণ মানুষ বুঝতে পেরেছে । তাই তাঁরা আবার সাচ্চা বিরোধী শিবিরে ফিরে এসেছেন । যাঁরা বিজেপি-তৃণমূল বিরোধী, তাঁরা আবার ফিরে আসতে শুরু করেছে । আগেই বলেছিলাম, যাঁরা ঘুম কেড়েছেন, তাঁদের ঘুমাতে দেব না । রাতের ঘুম আগেই কেড়ে নিয়েছি । এবার দিনের ঘুম কেড়ে নেওয়ার সময় ।"