ETV Bharat / state

Salim Slams Mamata: এনপিআর এর কাজ শেষ করায় স্বরাষ্ট্র মন্ত্রকের ধন্যবাদের চিঠি পেয়েছে নবান্ন, অভিযোগ সেলিমের - সিএএ

সোমবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ তাঁর দাবি, এনপিআর এর কাজ শেষ করায় স্বরাষ্ট্র মন্ত্রকের ধন্যবাদের চিঠি পেয়েছে নবান্ন ৷

Salim Slams Mamata
Salim Slams Mamata
author img

By

Published : Apr 24, 2023, 8:34 PM IST

সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কলকাতা, 24 এপ্রিল: রেড রোডে ঈদের নমাজের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ, এনআরসি না করতে দেওয়ার বার্তা নিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে । এই পরিস্থিতিতে এনপিআর নিয়ে আরও বিতর্ক উসকে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর দাবি, এনপিআর এর কাজ সুষ্ঠুভাবে রাজ্য সরকার সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে রাজ্য স্বরাষ্ট্র দফতরকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে । যদিও মহম্মদ সেলিমের এই দাবিকে আষাঢ়ে গল্প বলে পালটা আক্রমণ করল তৃণমূল কংগ্রেস ।

সোমবার সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম বলেন, "গোটা দেশের মধ্যে সবার আগে এনপিআর এর কাজ সম্পন্ন করেছে পশ্চিমবঙ্গ সরকার । অমিত শাহের অঘোষিত এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । সাংবাদিক বৈঠকেই জোর গলায় বলছি । রেকর্ড হচ্ছে । এনআরসি নিয়েও চিঠি এসেছে । সাহস থাকলে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বলুক তাঁরা চিঠি পাননি । ছায়া । পর্দার আড়ালে কাজ করা হচ্ছে । প্রথমে সততার প্রতীক রূপে প্রতিপন্ন করা হচ্ছে । আর এখন বিজ্ঞাপনের মাধ্যমে খবর আড়াল করে প্রথম পাতার খবর ভিতরে পাতায় দেওয়া হচ্ছে ।"

এই ইস্যুতে আগামীতে সিপিএমের নেতৃত্বে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন । সেলিম বলেন, "এটা নিয়ে আমরা অবশ্যই রাস্তায় নামবো । নির্দিষ্টভাবে, ব্যানার ছাড়াও ব্যক্তি উদ্যোগ তরুণ প্রজন্ম সকলেই রাস্তায় নামবেন । এর আগে নরেন্দ্র মোদি যখন রাজ্যে এসেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপি চুপি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম । প্রধানমন্ত্রীরও সাহস হয়নি রাস্তা দিয়ে আসার । এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার করে এসেছিলেন । এমনকি রাজভবনেও থাকেননি । আশ্রয় নিয়েছিলেন বেলুড় মঠে ।’’

সেলিমের আরও দাবি, ‘‘তারপরে দিল্লির হিংসা, লকডাউন এসবের কারণে বিষয়টা চেপে যায় । কিন্তু ক্রোনোলজি বুঝিয়েছিলেন অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ক্রোনোলজি অনুযায়ী কাজ করছে ।’’ যদিও মহম্মদ সেলিমের এই দাবিকে উড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় । তিনি বলেন, "সিপিএমের রাজ্য সম্পাদকের আষাঢ়ে গল্পর কী প্রতিক্রিয়া দেব ? মমতা বন্দ্যোপাধ্যায় তো রেড রোডে আবার বলেছেন তিনি থাকতে সিএএ ও এনআরসি রাজ্যে হতে দেবেন না ।"

আরও পড়ুন: নজরে বিরোধী জোট, মমতা-নীতীশ বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল

সাংবাদিক বৈঠকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম

কলকাতা, 24 এপ্রিল: রেড রোডে ঈদের নমাজের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সিএএ, এনআরসি না করতে দেওয়ার বার্তা নিয়ে রাজনৈতিক উত্তাপ চরমে । এই পরিস্থিতিতে এনপিআর নিয়ে আরও বিতর্ক উসকে দিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম । তাঁর দাবি, এনপিআর এর কাজ সুষ্ঠুভাবে রাজ্য সরকার সম্পন্ন করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে রাজ্য স্বরাষ্ট্র দফতরকে ধন্যবাদ জানিয়ে চিঠি দিয়েছে । যদিও মহম্মদ সেলিমের এই দাবিকে আষাঢ়ে গল্প বলে পালটা আক্রমণ করল তৃণমূল কংগ্রেস ।

সোমবার সাংবাদিক বৈঠকে মহম্মদ সেলিম বলেন, "গোটা দেশের মধ্যে সবার আগে এনপিআর এর কাজ সম্পন্ন করেছে পশ্চিমবঙ্গ সরকার । অমিত শাহের অঘোষিত এই কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার । সাংবাদিক বৈঠকেই জোর গলায় বলছি । রেকর্ড হচ্ছে । এনআরসি নিয়েও চিঠি এসেছে । সাহস থাকলে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি বলুক তাঁরা চিঠি পাননি । ছায়া । পর্দার আড়ালে কাজ করা হচ্ছে । প্রথমে সততার প্রতীক রূপে প্রতিপন্ন করা হচ্ছে । আর এখন বিজ্ঞাপনের মাধ্যমে খবর আড়াল করে প্রথম পাতার খবর ভিতরে পাতায় দেওয়া হচ্ছে ।"

এই ইস্যুতে আগামীতে সিপিএমের নেতৃত্বে রাজ্যজুড়ে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন । সেলিম বলেন, "এটা নিয়ে আমরা অবশ্যই রাস্তায় নামবো । নির্দিষ্টভাবে, ব্যানার ছাড়াও ব্যক্তি উদ্যোগ তরুণ প্রজন্ম সকলেই রাস্তায় নামবেন । এর আগে নরেন্দ্র মোদি যখন রাজ্যে এসেছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের চুপি চুপি তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন । এয়ারপোর্ট থেকে রিসিভ করতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম । প্রধানমন্ত্রীরও সাহস হয়নি রাস্তা দিয়ে আসার । এয়ারপোর্ট থেকে হেলিকপ্টার করে এসেছিলেন । এমনকি রাজভবনেও থাকেননি । আশ্রয় নিয়েছিলেন বেলুড় মঠে ।’’

সেলিমের আরও দাবি, ‘‘তারপরে দিল্লির হিংসা, লকডাউন এসবের কারণে বিষয়টা চেপে যায় । কিন্তু ক্রোনোলজি বুঝিয়েছিলেন অমিত শাহ আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সেই ক্রোনোলজি অনুযায়ী কাজ করছে ।’’ যদিও মহম্মদ সেলিমের এই দাবিকে উড়িয়ে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায় । তিনি বলেন, "সিপিএমের রাজ্য সম্পাদকের আষাঢ়ে গল্পর কী প্রতিক্রিয়া দেব ? মমতা বন্দ্যোপাধ্যায় তো রেড রোডে আবার বলেছেন তিনি থাকতে সিএএ ও এনআরসি রাজ্যে হতে দেবেন না ।"

আরও পড়ুন: নজরে বিরোধী জোট, মমতা-নীতীশ বৈঠকের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.