ETV Bharat / state

Sitaram Yechury : রাজ্যে কংগ্রেসের সঙ্গে জোটের ইতি, স্পষ্ট ইঙ্গিত ইয়েচুরির

বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার ভরাডুবির পরই বাম-কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ দু'দলের নেতারা সরাসরি জোট ভাঙার কথা না বললেও ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছিলেন এই জোটের ভবিষ্যত অন্ধকার ৷

Sitaram Yechury
Sitaram Yechury
author img

By

Published : Sep 17, 2021, 8:18 PM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনের আগে তৈরি হওয়া সংযুক্ত মোর্চা এখন অতীত ৷ শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে বিষয়টি স্পষ্ট করলেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ এদিন দলীয় নেতা সুজন চক্রবর্তীর বই প্রকাশের অনুষ্ঠানে এসে ইয়েচুরি বলেন, "বিধানসভা নির্বাচনের সঙ্গেই সংযুক্ত মোর্চার ভবিষ্যত শেষ হয়ে গিয়েছে ৷"

বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার ভরাডুবির পরই বাম-কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ দু'দলের নেতারা সরাসরি জোট ভাঙার কথা না বললেও ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছিলেন এই জোটের ভবিষ্যত অন্ধকার ৷ এরই মধ্যে বিজেপি বিরোধিতায় দিল্লিতে কংগ্রেস ও তৃণমূল অনেকটাই কাছাকাছি আছে ৷ দিল্লিতে সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে ভবানীপুর উপনির্বাচনের দিন ঘোষণা হয় ৷

শেষ বিধানসভা ভোটের জোটের ফর্মুলা অনুযায়ী ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা ছিল ৷ মাসকয়েক আগের নির্বাচনে এখানে প্রার্থী দিয়েও ছিল কংগ্রেস ৷ কিন্তু এবার মমতাকে তুষ্ট করতে ভবানীপুরে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস ৷ ফলে জোটের ফাটল আরও প্রশস্ত হয় ৷ ভবানীপুরে প্রার্থী দেয় সিপিআইএম ৷ ভবানীপুরে কংগ্রেসের প্রার্থী না দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে এদিন ইয়েচুরি বলেন, "প্রত্যেক পার্টির নিজস্ব কিছু পদক্ষেপ থাকে ৷ কংগ্রেস কী করবে তার জবাব সেই দলের নেতৃত্বই দিতে পারবে ৷ আমরা আমাদের প্রার্থী দিয়েছি ৷"

এর আগে বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসুও নাম না করে ভবানীপুরে প্রার্থী না দেওয়া নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন ৷ এদিন ইয়েচুরির গলাতেও প্রায় একই সুর শোনা গেল ৷ জল যেদিকে গড়াচ্ছে তাতে এই রাজ্য কংগ্রেস সিপিআইএমের জোট ভাঙা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Biman Bose: তৃণমূলের সঙ্গে জোট থাকলে বামেদের গায়ে ফোসকা পড়বে না : বিমান বসু

কলকাতা, 17 সেপ্টেম্বর : বিধানসভা নির্বাচনের আগে তৈরি হওয়া সংযুক্ত মোর্চা এখন অতীত ৷ শুক্রবার কলকাতায় এক অনুষ্ঠানে বিষয়টি স্পষ্ট করলেন সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি ৷ এদিন দলীয় নেতা সুজন চক্রবর্তীর বই প্রকাশের অনুষ্ঠানে এসে ইয়েচুরি বলেন, "বিধানসভা নির্বাচনের সঙ্গেই সংযুক্ত মোর্চার ভবিষ্যত শেষ হয়ে গিয়েছে ৷"

বিধানসভা নির্বাচনে সংযুক্ত মোর্চার ভরাডুবির পরই বাম-কংগ্রেসের জোট নিয়ে প্রশ্ন উঠেছিল ৷ দু'দলের নেতারা সরাসরি জোট ভাঙার কথা না বললেও ঠারেঠোরে বুঝিয়ে দিচ্ছিলেন এই জোটের ভবিষ্যত অন্ধকার ৷ এরই মধ্যে বিজেপি বিরোধিতায় দিল্লিতে কংগ্রেস ও তৃণমূল অনেকটাই কাছাকাছি আছে ৷ দিল্লিতে সোনিয়া গান্ধির সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই পরিস্থিতিতে ভবানীপুর উপনির্বাচনের দিন ঘোষণা হয় ৷

শেষ বিধানসভা ভোটের জোটের ফর্মুলা অনুযায়ী ওই কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী দেওয়ার কথা ছিল ৷ মাসকয়েক আগের নির্বাচনে এখানে প্রার্থী দিয়েও ছিল কংগ্রেস ৷ কিন্তু এবার মমতাকে তুষ্ট করতে ভবানীপুরে প্রার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় কংগ্রেস ৷ ফলে জোটের ফাটল আরও প্রশস্ত হয় ৷ ভবানীপুরে প্রার্থী দেয় সিপিআইএম ৷ ভবানীপুরে কংগ্রেসের প্রার্থী না দেওয়া নিয়ে এক প্রশ্নের জবাবে এদিন ইয়েচুরি বলেন, "প্রত্যেক পার্টির নিজস্ব কিছু পদক্ষেপ থাকে ৷ কংগ্রেস কী করবে তার জবাব সেই দলের নেতৃত্বই দিতে পারবে ৷ আমরা আমাদের প্রার্থী দিয়েছি ৷"

এর আগে বর্ষীয়ান সিপিআইএম নেতা বিমান বসুও নাম না করে ভবানীপুরে প্রার্থী না দেওয়া নিয়ে কংগ্রেসকে কটাক্ষ করেছিলেন ৷ এদিন ইয়েচুরির গলাতেও প্রায় একই সুর শোনা গেল ৷ জল যেদিকে গড়াচ্ছে তাতে এই রাজ্য কংগ্রেস সিপিআইএমের জোট ভাঙা শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : Biman Bose: তৃণমূলের সঙ্গে জোট থাকলে বামেদের গায়ে ফোসকা পড়বে না : বিমান বসু

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.