ETV Bharat / state

CPIM Calls for Protest: ফেব্রুয়ারিতে দেশব্যাপী প্রতিবাদ আন্দোলনের ডাক সিপিএমের

দেশব্যাপী প্রতিবাদী আন্দোলন করবে সিপিএম (CPIM) ৷ আগামী 22 থেকে 28 ফেব্রুয়ারি ওই আন্দোলন করা হবে সিপিএমের তরফে ।

CPIM Calls for Protest
CPIM Calls for Protest
author img

By

Published : Jan 31, 2023, 7:55 PM IST

কলকাতা, 31 জানুয়ারি: বেকারত্ব, দারিদ্র্য এবং বৈষম্যের মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর অব্যাহত হামলার বিরুদ্ধে আগামী 22 থেকে 28 ফেব্রুয়ারির দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের ডাক দিল সিপিএম (CPIM calls for Nationwide Protest Movement) । কলকাতায় তিন দিনের কেন্দ্রীয় কমিটির (CPIM Central Committee) বৈঠকে এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম । তার আগে দেশের একাধিক জায়গায় গণ সংগঠনগুলিও নানা কর্মসূচি আয়োজন করবে বলে সিপিএম সূত্রে খবর ।

যার মধ্যে 5 এপ্রিল মজদুর কিষাণদের সংসদ অভিযানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে । এই অভিযান নিয়ে আলোচনাও হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে । শুধু তাই নয়, 1 ফেব্রুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশনেও (Budget Session 2023) একাধিক দাবিতে সরব হবেন বামপন্থীরা । সার্বিক ভাবে এখনকার অবস্থা ও বাজেট অধিবেশন পরবর্তী ইস্যুগুলিকে নিয়ে তীব্র লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম ।

এছাড়াও সিপিএমের তরফে যে দাবিগুলো রাখা হবে, সেগুলি হল চাকরি তৈরির পরিকাঠামো প্রকল্পে সরকারি বিনিয়োগ বাড়ানো । 5 কেজি বিনামূল্যে খাদ্যশস্যের সঙ্গে 5 কেজি ভর্তুকিযুক্ত খাদ্যশস্য আবার দিতে হবে । একশো দিনের কাজে মজুরি বাড়াতে হবে ৷ পাশাপাশি এই প্রকল্পে বরাদ্দ ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে । সম্পদ ও উত্তরাধিকার কর আরোপ করতে হবে ৷ ধনীদের কর ছাড় প্রত্যাহার করতে হবে এবং অতি-ধনীদের উপর কর আরোপ করতে হবে ৷ ওষুধ-সহ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর জিএসটি প্রত্যাহার করতে হবে ।

এছাড়া সিপিএমের তরফে আগামী মার্চে সারা দেশে একাধিক কর্মসূচি নেওয়া হবে ৷ তার মধ্যে রয়েছে বিভিন্ন রাজ্যে সরকারগুলির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করা হবে ৷ সেই আন্দোলনের তালিকা থেকে বাদ যাবে না অ-বিজেপি শাসিত রাজ্যগুলিও ৷ আন্দোলন হবে বিজেপির (BJP) নীতির বিরুদ্ধেও ৷ তাছাড়া বিচারবিভাগে মোদি সরকারের (Modi Government) হস্তক্ষেপের বিরুদ্ধেও প্রতিবাদ করবে বলে ঠিক করেছে সিপিএম ৷ এছাড়া একাধিক দাবিতে দেশজুড়ে কর্মসূচি নিতে চলেছে সিপিএম ৷

আরও পড়ুন: রাজ্যে আরএসএসের বাড়বাড়ন্তের দায় মমতারই, দলীয় সভায় দাবি বৃন্দার

কলকাতা, 31 জানুয়ারি: বেকারত্ব, দারিদ্র্য এবং বৈষম্যের মধ্য দিয়ে সাধারণ মানুষের জীবন জীবিকার উপর অব্যাহত হামলার বিরুদ্ধে আগামী 22 থেকে 28 ফেব্রুয়ারির দেশব্যাপী প্রতিবাদী আন্দোলনের ডাক দিল সিপিএম (CPIM calls for Nationwide Protest Movement) । কলকাতায় তিন দিনের কেন্দ্রীয় কমিটির (CPIM Central Committee) বৈঠকে এই আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে সিপিএম । তার আগে দেশের একাধিক জায়গায় গণ সংগঠনগুলিও নানা কর্মসূচি আয়োজন করবে বলে সিপিএম সূত্রে খবর ।

যার মধ্যে 5 এপ্রিল মজদুর কিষাণদের সংসদ অভিযানকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে । এই অভিযান নিয়ে আলোচনাও হয়েছে সিপিএমের কেন্দ্রীয় কমিটিতে । শুধু তাই নয়, 1 ফেব্রুয়ারি থেকে সংসদের বাজেট অধিবেশনেও (Budget Session 2023) একাধিক দাবিতে সরব হবেন বামপন্থীরা । সার্বিক ভাবে এখনকার অবস্থা ও বাজেট অধিবেশন পরবর্তী ইস্যুগুলিকে নিয়ে তীব্র লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিপিএম ।

এছাড়াও সিপিএমের তরফে যে দাবিগুলো রাখা হবে, সেগুলি হল চাকরি তৈরির পরিকাঠামো প্রকল্পে সরকারি বিনিয়োগ বাড়ানো । 5 কেজি বিনামূল্যে খাদ্যশস্যের সঙ্গে 5 কেজি ভর্তুকিযুক্ত খাদ্যশস্য আবার দিতে হবে । একশো দিনের কাজে মজুরি বাড়াতে হবে ৷ পাশাপাশি এই প্রকল্পে বরাদ্দ ব্যাপকভাবে বৃদ্ধি করতে হবে । সম্পদ ও উত্তরাধিকার কর আরোপ করতে হবে ৷ ধনীদের কর ছাড় প্রত্যাহার করতে হবে এবং অতি-ধনীদের উপর কর আরোপ করতে হবে ৷ ওষুধ-সহ খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের উপর জিএসটি প্রত্যাহার করতে হবে ।

এছাড়া সিপিএমের তরফে আগামী মার্চে সারা দেশে একাধিক কর্মসূচি নেওয়া হবে ৷ তার মধ্যে রয়েছে বিভিন্ন রাজ্যে সরকারগুলির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন করা হবে ৷ সেই আন্দোলনের তালিকা থেকে বাদ যাবে না অ-বিজেপি শাসিত রাজ্যগুলিও ৷ আন্দোলন হবে বিজেপির (BJP) নীতির বিরুদ্ধেও ৷ তাছাড়া বিচারবিভাগে মোদি সরকারের (Modi Government) হস্তক্ষেপের বিরুদ্ধেও প্রতিবাদ করবে বলে ঠিক করেছে সিপিএম ৷ এছাড়া একাধিক দাবিতে দেশজুড়ে কর্মসূচি নিতে চলেছে সিপিএম ৷

আরও পড়ুন: রাজ্যে আরএসএসের বাড়বাড়ন্তের দায় মমতারই, দলীয় সভায় দাবি বৃন্দার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.