কলকাতা, 16 অক্টোবর : দুর্গাপুজো নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রের । তিনি বলেন, "রাজ্য সরকার যেভাবে দুর্গাপুজো করার জন্য সাধারণ মানুষকে উৎসাহ দিচ্ছে, তাতে মনে হচ্ছে এ রাজ্য থেকে কোরোনা বিদায় নিয়েছে । চিকিৎসকদের পক্ষ থেকে এই সময়োপযোগী সতর্কবার্তাকে সমর্থন করা উচিৎ । শারোদৎসব যেন শোকের কারণ না হয়ে ওঠে । রাজ্য সরকার মানুষকে সতর্ক করার পরিবর্তে বিপদের দিকে ঠেলে দেওয়া দিচ্ছে ।"
এছাড়াও তাঁর অভিযোগ, সাধারণ মানুষের রুটিরুজি যোগানের কোনও বন্দোবস্ত করেনি রাজ্য সরকার । কর্মক্ষেত্রে যাওয়ার জন্য অন্যতম পরিবহণ রেল পরিষেবা এখনও চালু করার জন্য কোনও উদ্যোগ নেয়নি রাজ্য সরকার । অথচ সিনেমা হল, মেট্রোরেল, শপিং মল, বাজার দোকান সব খুলে দেওয়া হয়েছে বলেও কটাক্ষ করেন তিনি ।
এদিন তিনি বলেন, "রাজ্যের মানুষের মধ্যে সতর্কতা বৃদ্ধি করার পরিবর্তে শাসকদল বার্তা দিচ্ছে পুজোর সময় পথে বেরোনোর জন্য । চলতি বছর মহাসমারোহে দুর্গাপুজো না করলেও পারত রাজ্য সরকার । চিকিৎসক ও বিশেষজ্ঞরা যখন আশঙ্কা প্রকাশ করছেন, রাজ্য সরকারের তখন উচিত ছিল তাঁদের পরামর্শ শুনে দুর্গাপুজার মণ্ডপে কঠোর বিধি নিষেধ লাগু করা ।"
সূর্যকান্ত মিশ্র মনে করেন পুজোর পর কোরোনা সংক্রমনের বৃদ্ধি ঊর্ধ্বমুখী হবে । সংক্রমণ এবং মানুষের মৃত্যুর হার দ্বিগুণ হবে বলেও বলেন তিনি । রাজ্য সরকার পুজো কমিটি গুলোকে আর্থিক সাহায্য না করে কোরোনা আক্রান্তদের চিকিৎসার খাতে ওই টাকা ব্যয় করলে আরও উন্নত পরিষেবা পেতেন রাজ্যের মানুষ, এমনই বলেন সূর্যকান্ত মিশ্র ।