কলকাতা, 26 অক্টোবর : রাজ্যে তিনটি বিধানসভা উপনির্বাচনে আলোচনার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করবে বাম ও কংগ্রেস । আজ সকালে বৈঠক করে CPI(M), RSP, ফরওয়ার্ড ব্লক ও CPI । সেই বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয় ।
প্রদেশ কংগ্রেস নেতৃত্বের তরফে জানানো হয়েছে, আসন সমঝোতায় কংগ্রেসের পক্ষ থেকে সোমেন মিত্র, বামেদের তরফে বিমান বসু ও CPI(M)-এর রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন । যদিও তার আগেই খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে CPI(M) প্রার্থী দেবে বলে জানান আবদুল মান্নান । কীভাবে বৈঠকের আগেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলাপ-আলোচনা না করেই এমন মন্তব্য করলেন তা নিয়ে উঠছে প্রশ্ন ।
গতকাল সন্ধেবেলা প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুকে চিঠি লিখে দ্রুত বৈঠকে বসার জন্য আবেদন জানান । আজ বামফ্রন্টের বৈঠকে রাজ্যের সাম্প্রতিক পরিস্থিতি, পৃথক পৃথকভাবে বাম দলগুলির সংগঠন কতটা মজবুত তা নিয়ে আলোচনা হয় । কংগ্রেসের সঙ্গে চূড়ান্ত বৈঠকের আগে শরিক দলের মনোভাব বুঝে নেন বিমান বসু ও সূর্যকান্ত মিশ্র ।
জানা গেছে, ইতিমধ্যেই করিমপুর, কালিয়াগঞ্জ ও খড়গপুর সদর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস এবং বামফ্রন্ট একে অপরকে কীভাবে সহায়তা করবে তা নিয়ে একটি খসড়া তৈরি হয়েছে আলিমুদ্দিনে । এখন শুধু চূড়ান্ত বৈঠকের অপেক্ষা । খুব দ্রুত আলাপ-আলোচনার ভিত্তিতে ঘোষিত হবে তিনটি বিধানসভা উপনির্বাচনে বাম এবং কংগ্রেসের মনোনীত প্রার্থীদের নাম ।