কলকাতা, 15 নভেম্বর : সীমান্ত থেকে BSF-এর উদ্ধার করা গোরু ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল । দু'টি ট্রাকে করে গোরু নিয়ে যাওয়ার সময় ট্রাকচালক ও খালাসির উপর হামলা চালাল পাচারকারীরা । ছুরি এবং ব্লেড নিয়ে আক্রমণ করা হয় তাঁদের উপর । চেষ্টা করা হয় গোরুগুলি ছিনিয়ে নিয়ে যাওয়ার । কিন্তু চালকের প্রতিরোধে পাচারকারীদের হাত থেকে গোরুগুলিকে বাঁচানো সম্ভব হয়।
সীমান্তে উদ্ধার হওয়া গোরু পাঠানো হয় ঝাড়খণ্ডের ধ্যান ফাউন্ডেশনে । আজ সকালে ওই সংস্থার দু'টি ট্রাক গোরুগুলিকে BSF-এর কাছ থেকে নিয়ে যাচ্ছিল ফাউন্ডেশনে । পথে বালি এলাকায় বিশ্রাম নেওয়ার জন্য ট্রাক থামান চালক । আর তখনই এই ঘটনা ঘটে । গোরু পাচারকারীরা ছুরি এবং ব্লেড নিয়ে ট্রাকে উপস্থিত BSF জওয়ানদের উপর আক্রমণ করে । পালটা প্রতিরোধ করে তারা । তাদের প্রতিরোধে পিছু হঠে পাচারকারীরা । ঘটনায় জখম হন ট্রাকচালক । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । খবর পৌঁছায় বালি থানায় । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
পাচারকারীদের আক্রমণের ঘটনা প্রথম নয় । এর আগেও BSF-এর উপর আক্রমণ এবছরই হয়েছে বেশ কয়েকবার । বাংলাদেশ সীমান্তে মরিয়া গোরু পাচারকারীরা বাধা পেলেই সীমান্তরক্ষীদের উপর হামলা চালায় । এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বনগাঁ লাগোয়া আংরাইল সীমান্তে । কর্তব্যরত BSF জওয়ানদের উপর ভয়ঙ্কর আক্রমণ করে পাচারকারীরা ।
BSF সূত্রে খবর, গত ১০ জুলাই অন্ধকার, ঝিরঝিরে বৃষ্টিকে কাজে লাগিয়ে এদেশে ঢুকে পড়ে 25 জন বাংলাদেশি গোরু পাচারকারী । তারা ভারতীয় গোরু পাচারকারীদের থেকে 10 থেকে 15 টি গোরু নিয়ে সীমান্ত পারের চেষ্টায় ছিল । ভোর সাড়ে তিনটে নাগাদ পাচারকারীদের গতিবিধি নজরে পড়ে সীমান্তরক্ষীদের । সঙ্গে সঙ্গেই BSF জওয়ানরা পথ আটকান । ঘটনাস্থান থেকে সীমান্ত মাত্র 200 মিটার । সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে বুঝতে পারেননি, বাংলাদেশি দুষ্কৃতীদের কাছে দা, হাঁসুয়া, বোমা, বন্দুক সবই ছিল । বাধা পেয়েই বোমা ছুড়তে শুরু করে পাচারকারীরা ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাগুলি বেশ শক্তিশালী । সম্ভবত সেটিও সকেট । তাঁরা BSF জওয়ানদের প্রাণে মারার চেষ্টা করেন । পাচারকারীরা কর্মরত সীমান্তরক্ষী আনিসুর রহমানকে লক্ষ্য করে বোমা ছোড়ে । দায়িত্বে অচল ছিলেন আনিসুর । সেই অবস্থাতেই তিনি এক রাউন্ড গুলি চালান । পথ আটকানোর চেষ্টা করেন পাচারকারীদের । কিন্তু কব্জির নিচ থেকে উড়ে যায় ডান হাতটাই । শরীর জুড়ে বোমার স্প্লিন্টার । ক্ষতিগ্রস্ত হয় ফুসফুসও ৷