ETV Bharat / state

BSF-এর উদ্ধার করা গোরু ছিনতাইয়ের চেষ্টা, জখম ট্রাক চালক - বালি

BSF- এর ট্রাক থেকে গোরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল পাচারকারীরা । জখম ট্রাক চালক ।

গোরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা
author img

By

Published : Nov 15, 2019, 10:48 PM IST

Updated : Nov 15, 2019, 10:54 PM IST

কলকাতা, 15 নভেম্বর : সীমান্ত থেকে BSF-এর উদ্ধার করা গোরু ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল । দু'টি ট্রাকে করে গোরু নিয়ে যাওয়ার সময় ট্রাকচালক ও খালাসির উপর হামলা চালাল পাচারকারীরা । ছুরি এবং ব্লেড নিয়ে আক্রমণ করা হয় তাঁদের উপর । চেষ্টা করা হয় গোরুগুলি ছিনিয়ে নিয়ে যাওয়ার । কিন্তু চালকের প্রতিরোধে পাচারকারীদের হাত থেকে গোরুগুলিকে বাঁচানো সম্ভব হয়।

সীমান্তে উদ্ধার হওয়া গোরু পাঠানো হয় ঝাড়খণ্ডের ধ্যান ফাউন্ডেশনে । আজ সকালে ওই সংস্থার দু'টি ট্রাক গোরুগুলিকে BSF-এর কাছ থেকে নিয়ে যাচ্ছিল ফাউন্ডেশনে । পথে বালি এলাকায় বিশ্রাম নেওয়ার জন্য ট্রাক থামান চালক । আর তখনই এই ঘটনা ঘটে । গোরু পাচারকারীরা ছুরি এবং ব্লেড নিয়ে ট্রাকে উপস্থিত BSF জওয়ানদের উপর আক্রমণ করে । পালটা প্রতিরোধ করে তারা । তাদের প্রতিরোধে পিছু হঠে পাচারকারীরা । ঘটনায় জখম হন ট্রাকচালক । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । খবর পৌঁছায় বালি থানায় । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

পাচারকারীদের আক্রমণের ঘটনা প্রথম নয় । এর আগেও BSF-এর উপর আক্রমণ এবছরই হয়েছে বেশ কয়েকবার । বাংলাদেশ সীমান্তে মরিয়া গোরু পাচারকারীরা বাধা পেলেই সীমান্তরক্ষীদের উপর হামলা চালায় । এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বনগাঁ লাগোয়া আংরাইল সীমান্তে । কর্তব্যরত BSF জওয়ানদের উপর ভয়ঙ্কর আক্রমণ করে পাচারকারীরা ।

BSF সূত্রে খবর, গত ১০ জুলাই অন্ধকার, ঝিরঝিরে বৃষ্টিকে কাজে লাগিয়ে এদেশে ঢুকে পড়ে 25 জন বাংলাদেশি গোরু পাচারকারী । তারা ভারতীয় গোরু পাচারকারীদের থেকে 10 থেকে 15 টি গোরু নিয়ে সীমান্ত পারের চেষ্টায় ছিল । ভোর সাড়ে তিনটে নাগাদ পাচারকারীদের গতিবিধি নজরে পড়ে সীমান্তরক্ষীদের । সঙ্গে সঙ্গেই BSF জওয়ানরা পথ আটকান । ঘটনাস্থান থেকে সীমান্ত মাত্র 200 মিটার । সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে বুঝতে পারেননি, বাংলাদেশি দুষ্কৃতীদের কাছে দা, হাঁসুয়া, বোমা, বন্দুক সবই ছিল । বাধা পেয়েই বোমা ছুড়তে শুরু করে পাচারকারীরা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাগুলি বেশ শক্তিশালী । সম্ভবত সেটিও সকেট । তাঁরা BSF জওয়ানদের প্রাণে মারার চেষ্টা করেন । পাচারকারীরা কর্মরত সীমান্তরক্ষী আনিসুর রহমানকে লক্ষ্য করে বোমা ছোড়ে । দায়িত্বে অচল ছিলেন আনিসুর । সেই অবস্থাতেই তিনি এক রাউন্ড গুলি চালান । পথ আটকানোর চেষ্টা করেন পাচারকারীদের । কিন্তু কব্জির নিচ থেকে উড়ে যায় ডান হাতটাই । শরীর জুড়ে বোমার স্প্লিন্টার । ক্ষতিগ্রস্ত হয় ফুসফুসও ৷

কলকাতা, 15 নভেম্বর : সীমান্ত থেকে BSF-এর উদ্ধার করা গোরু ঝাড়খণ্ডে নিয়ে যাওয়া হচ্ছিল । দু'টি ট্রাকে করে গোরু নিয়ে যাওয়ার সময় ট্রাকচালক ও খালাসির উপর হামলা চালাল পাচারকারীরা । ছুরি এবং ব্লেড নিয়ে আক্রমণ করা হয় তাঁদের উপর । চেষ্টা করা হয় গোরুগুলি ছিনিয়ে নিয়ে যাওয়ার । কিন্তু চালকের প্রতিরোধে পাচারকারীদের হাত থেকে গোরুগুলিকে বাঁচানো সম্ভব হয়।

সীমান্তে উদ্ধার হওয়া গোরু পাঠানো হয় ঝাড়খণ্ডের ধ্যান ফাউন্ডেশনে । আজ সকালে ওই সংস্থার দু'টি ট্রাক গোরুগুলিকে BSF-এর কাছ থেকে নিয়ে যাচ্ছিল ফাউন্ডেশনে । পথে বালি এলাকায় বিশ্রাম নেওয়ার জন্য ট্রাক থামান চালক । আর তখনই এই ঘটনা ঘটে । গোরু পাচারকারীরা ছুরি এবং ব্লেড নিয়ে ট্রাকে উপস্থিত BSF জওয়ানদের উপর আক্রমণ করে । পালটা প্রতিরোধ করে তারা । তাদের প্রতিরোধে পিছু হঠে পাচারকারীরা । ঘটনায় জখম হন ট্রাকচালক । তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় । খবর পৌঁছায় বালি থানায় । ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

পাচারকারীদের আক্রমণের ঘটনা প্রথম নয় । এর আগেও BSF-এর উপর আক্রমণ এবছরই হয়েছে বেশ কয়েকবার । বাংলাদেশ সীমান্তে মরিয়া গোরু পাচারকারীরা বাধা পেলেই সীমান্তরক্ষীদের উপর হামলা চালায় । এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বনগাঁ লাগোয়া আংরাইল সীমান্তে । কর্তব্যরত BSF জওয়ানদের উপর ভয়ঙ্কর আক্রমণ করে পাচারকারীরা ।

BSF সূত্রে খবর, গত ১০ জুলাই অন্ধকার, ঝিরঝিরে বৃষ্টিকে কাজে লাগিয়ে এদেশে ঢুকে পড়ে 25 জন বাংলাদেশি গোরু পাচারকারী । তারা ভারতীয় গোরু পাচারকারীদের থেকে 10 থেকে 15 টি গোরু নিয়ে সীমান্ত পারের চেষ্টায় ছিল । ভোর সাড়ে তিনটে নাগাদ পাচারকারীদের গতিবিধি নজরে পড়ে সীমান্তরক্ষীদের । সঙ্গে সঙ্গেই BSF জওয়ানরা পথ আটকান । ঘটনাস্থান থেকে সীমান্ত মাত্র 200 মিটার । সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে বুঝতে পারেননি, বাংলাদেশি দুষ্কৃতীদের কাছে দা, হাঁসুয়া, বোমা, বন্দুক সবই ছিল । বাধা পেয়েই বোমা ছুড়তে শুরু করে পাচারকারীরা ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বোমাগুলি বেশ শক্তিশালী । সম্ভবত সেটিও সকেট । তাঁরা BSF জওয়ানদের প্রাণে মারার চেষ্টা করেন । পাচারকারীরা কর্মরত সীমান্তরক্ষী আনিসুর রহমানকে লক্ষ্য করে বোমা ছোড়ে । দায়িত্বে অচল ছিলেন আনিসুর । সেই অবস্থাতেই তিনি এক রাউন্ড গুলি চালান । পথ আটকানোর চেষ্টা করেন পাচারকারীদের । কিন্তু কব্জির নিচ থেকে উড়ে যায় ডান হাতটাই । শরীর জুড়ে বোমার স্প্লিন্টার । ক্ষতিগ্রস্ত হয় ফুসফুসও ৷

Intro:কলকাতা, ১৫ নভেম্বর: প্রায় নজিরবিহীন ঘটনা। সীমান্তে উদ্ধার করা গরু ঝাড়খন্ডে নিয়ে যাচ্ছিল বিএসএফ। দুটি ট্রাকে করে নিয়ে যাচ্ছিল গরু। এবার সেই ট্রাকে আক্রমণ করলো পাচারকারীরা। রীতিমতো ছুরি এবং ব্লেড নিয়ে আক্রমণ। চেষ্টা করলো গরু ছিনিয়ে নিয়ে যাওয়ার। ঘটনায় জখম হয়েছেন ট্রাক চালক।Body:সাধারণভাবে সীমান্তে উদ্ধার পাওয়া গরু পাঠানো হয় ঝাড়খণ্ডের ধ্যান ফাউন্ডেশনের শেল্টারে। আজ সকালে দুটি ট্রাক বোঝাই গরু নিয়ে যাওয়া হচ্ছিল সেখানে। পথে বালি এলাকায় বিশ্রাম নেওয়ার জন্য ট্রাক থামান চালক। আর তখনই নেমে আসে আক্রমণ। গরু পাচারকারীরা ছুরি এবং ব্লেড নিয়ে ট্রাক সাহেবদের আক্রমণ করে গরু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পাল্টা প্রতিরোধ গড়ে তোলে ট্রাকচালক এবং খালাসিরা। তাদের প্রতিরোধে পিছু হটে গরু পাচারকারীরা। তবে স্মাগলার দের আক্রমণে যখম এক ট্রাকচালক। তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করা হয়। ঘটনার কথা জানানো হয়েছে বালি থানায়। শুরু হয়েছে মামলা। তদন্তে নেমেছে পুলিশ।

স্মাগলারদের আক্রমনাত্মক হয়ে ওঠা এটাই প্রথম নয় অবশ্য। পাচারকারীদের বিএসএফের ওপর আক্রমন এ বছরই হয়েছে বেশ কয়েকবার। বাংলাদেশ সীমান্তে মরিয়া গরু পাচারকারীরা বাধা পেলেই সীমান্তরক্ষীদের উপর চালাচ্ছে আক্রমণ। এর মধ্যে সবচেয়ে বড় ঘটনাটি ঘটে উত্তর 24 পরগনার বনগাঁ লাগোয়া আংরাইল সীমান্তে। ডিউটি রত বিএসএফ জওয়ানদের ওপর ভয়ঙ্কর আক্রমণ শানায় স্মাগলাররা। Conclusion:BSF সূত্রে খবর, গত ১০ জুলাই অন্ধকার আর ঝির ঝিরে বৃষ্টিকে কাজে লাগিয়ে এদেশে ঢুকে পড়ে 25 জন বাংলাদেশি গরু পাচারকারী। তারা ভারতীয় গরু পাচারকারীদের থেকে 10 থেকে 15 টি গরু নিয়ে সীমান্ত পার করার চেষ্টায় ছিল। ভোর সাড়ে তিনটে নাগাদ পাচারকারীদের নড়াচড়া নজরে আসে সীমান্তরক্ষীদের। সঙ্গে সঙ্গেই BSF জওয়ানরা পথ আটকায়। ঘটনাস্থল থেকে সীমান্ত মাত্র 200 মিটার। সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে বুঝতে পারেননি, বাংলাদেশি দুষ্কৃতীরা দা, হাঁসুয়া, বোমা বন্দুকে সজ্জিত ছিল। বাধা পেয়েই বোমা ছুঁড়তে শুরু করে ওই পাচারকারীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই বোমা ছিল খুবই শক্তিশালী। সম্ভবত সেটিও সকেট ছিল। তারা বি এস এফ জওয়ানদের প্রাণে মারার চেষ্টা চালায়। পাচারকারীরা ডিউটি রত সীমান্তরক্ষী আনিসুর রহমানকে লক্ষ্য করে বোমা ছোঁড়ে। দায়িত্বে অচল ছিলেন আনিসুর। সেই অবস্থাতেই তিনি এক রাউন্ড গুলি চালান। মরিয়া হয়ে পথ আটকানোর চেষ্টা করেন পাচারকারীদের। কিন্তু রক্তে ভেসে যায় তার শরীর। কব্জির নিচে থেকে উড়ে যায় ডান হাতটাই। শরীর জুড়ে বোমার স্প্লিন্টার। ক্ষতিগ্রস্ত হয় লাঙস। ততক্ষণে অন্যান্য সীমান্তরক্ষীরাও এসে পড়ে। তারা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আনিসুরকে।


Last Updated : Nov 15, 2019, 10:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.