কলকাতা, 10 অগস্ট : আগামীকাল কলকাতার পৌরনিগমের সবকটি মেগা সেন্টারে স্বাভাবিক নিয়মেই দেওয়া হবে করোনার কোভিশিল্ডের টিকা । আজ একথা জানিয়ে দিলেন কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি জানিয়েছেন, এই মুহূর্তে কলকাতা পৌরনিগমের কাছে 13 হাজার কোভিশিল্ডের টিকা রয়েছে । এছাড়াও গতকাল রাতে 3 লাখ 70 হাজার 840 ডোজ কোভিশিল্ড এসে পৌঁছেছে । রাজ্য স্বাস্থ্য দফতর কলকাতা পৌরনিগমকে আরও ভ্যাকসিন পাঠাবে । সেক্ষেত্রে আগামীকাল কলকাতা পৌরনিগমের সবকটি মেগা সেন্টার থেকে কোভিশিল্ডের টিকা দেওয়া হবে ।
আগামীকাল বুধবার ইউপিএসসি অর্থাৎ কলকাতা পৌরনিগমের স্বাস্থ্যকেন্দ্রগুলিতে শিশুদের বিভিন্ন ধরনের অসুখের টিকাকরণ করা হয় । তাই স্বাস্থ্যকেন্দ্রগুলি থেকে করোনার টিকা আগামীকাল দেওয়া হবে না । বৃহস্পতিবার থেকে স্বাভাবিক নিয়মেই দেওয়া হবে কোভিশিল্ড ও কোভ্যাকসিনের টিকা । গতকাল রাতে কেন্দ্রের তরফ থেকে কোভিশিল্ড ও কোভ্যাকসিন মিলিয়ে মোট 7 লাখ 2 হাজার 170 ডোজ় পাঠানো হয়েছে । কলকাতায় 102টি পৌরস্বাস্থ্যকেন্দ্র ও 50টি মেগাসেন্টারে কোভিশিল্ড টিকা দেওয়া হচ্ছে । পাশাপাশি, 39টি স্বাস্থ্যকেন্দ্র ও মেগা সেন্টারে কোভ্যাকসিন দেওয়া হচ্ছে ।
কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম জানিয়েছেন, আজ সকালে ভ্যাকসিন দেওয়া হয়েছে । আগামীকালও ভ্যাকসিন দেওয়া হবে । যে পরিমাণ ভ্যাকসিন চাওয়া হচ্ছে কেন্দ্র থেকে সেই পরিমাণ ভ্যাকসিন পাঠাচ্ছে না । আমাদের কাছে এখন 13 হাজার কোভিশিল্ড রয়েছে এবং 32 হাজার কোভ্যাকসিন রয়েছে । তিনি জানিয়েছেন, আজ রাতে আরও ভ্যাকসিন আসবে ৷ তখন শহরে নিয়মিতভাবে করোনার টিকাকরণ চলবে ।
আরও পড়ুন, Covid Vaccine : টিকার আকাল, কলকাতায় বন্ধ কোভিশিল্ড
এদিন তিনি বলেন, ‘‘বারবার স্বাস্থ্য দফতরকে বলেছি, যদি এক লক্ষের বেশি টিকা পাই তাহলে বাফার স্টক করতে পারি । ভ্যাকসিনের লাইন এড়াতে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম টোকেন দিয়ে ভ্যাকসিন দেওয়া হবে । কিন্তু আমাদের কাছে সেই পরিমাণ ভ্যাকসিন থাকছেই না । কত ভ্যাকসিন আছে কতজনকে ভ্যাকসিন দিতে পারব, তা আগামীকাল তালিকা তৈরি করা সম্ভব হবে।’’
এদিকে, কোভিশিল্ড না থাকায় শুক্রবার থেকে বন্ধ রয়েছে কোভিশিল্ড টিকাকরণ । গতকাল কলকাতা পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম (Firhad Hakim) জানিয়েছিলেন, 11 অগস্ট পর্যন্ত মিলবে না কোভিশিল্ডের টিকা ।