কলকাতা, 14 জানুয়ারি: রাজ্যে ক্রমশই ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ ৷ কলকাতায় লাগামহীনভাবে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত 24 ঘন্টায় 6867 জন আক্রান্ত হয়েছেন কলকাতায়। পাল্লা দিয়ে বাড়ছে কনটেইনমেন্ট জোন। শহরের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলকাতা পৌরনিগমের (Covid Helpline number KMC) তরফে খোলা হচ্ছে স্বাস্থ্য বিভাগের হেল্পলাইন নম্বর ৷ হেল্পলাইন নম্বরটি 033-22861238। এই নম্বরে ফোন করে চিকিৎসক থেকে শুরু করে অ্যাম্বুল্যান্স,অক্সিজেন করোনা চিকিৎসা সংক্রান্ত সব সাহায্য পাবেন রোগীরা। হেল্পলাইনের দায়িত্বে থাকছেন মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুব্রত রায় চৌধুরী-সহ কয়েকজন স্বাস্থ্য আধিকারিক।
আগামী শনিবার থেকেই এই পরিষেবা শুরু হবে। শনিবার থেকে যারা আক্রান্ত হবেন তাদের কাছে এসএমএস মারফত এই সমস্ত আধিকারিকদের নম্বর পাঠানো হবে। কলকাতায় 16টি বরোতে খোলা হচ্ছে 17টি বিশেষ হেল্থ সেন্টার। শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, ডেপুটি মেয়র অতীন ঘোষ। তিনি এদিন জানান, আগে 29টি কনটেইনমেন্ট জোন ছিল। আজ 43টি কনটেইনমেন্ট জোন হয়েছে।
আরও পড়ুন: হকার সমস্যা নিয়ে অনলাইনেই জানানো যাবে অভিযোগ, বললেন দেবাশিস কুমার
ইতিমধ্যেই কলকাতা পুরসভা এলাকার 3 নম্বর বরোর 4টি কনটেইনমেন্ট জোন, 6 নম্বর বরোতে 4টি, 7 নম্বর বরোতে 4টি, 9 নম্বর বরোতে 2টি, 10 নম্বর বরোতে 10টি, 12 নম্বর বরোতে 11টি, 14 নম্বর বরোতে 3টি, 16 নম্বর বরোতে 5টি জোন করা হয়েছে। 10 নম্বর বরো এলাকায় ধারাবাহিকভাবে কনটেইনমেন্ট জোনের সংখ্যা শীর্ষে থাকছে। 15 থেকে 18 বছর বয়সীদের 60238 জনকে টিকা দেওয়া হয়েছে এখনও পর্যন্ত। পুরসভার স্বাস্থ্য বিভাগে আক্রান্তের সংখ্যা খানিকটা কমে দাঁড়াল 142।