ETV Bharat / state

কলকাতায় এল কোভিশিল্ডের 6.89 লাখ ডোজ় - Covishield reaches Kolkata

পুনে থেকে কলকাতায় এল কোরোনার ভ্যাকসিন কোভিশিল্ড ।

কলকাতায় এসে পৌঁছাল কোভিশিল্ড
প্রতীকী ছবি
author img

By

Published : Jan 12, 2021, 2:28 PM IST

Updated : Jan 12, 2021, 5:01 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : 16 জানুয়ারি থেকে দেশে শুরু হতে চলেছে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণ । তার আগে পুনে থেকে কলকাতায় এসে পৌঁছাল সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন ৷ প্রথম দফায় কলকাতায় পৌঁছাল কোভিশিল্ডের 6.89 লাখ ডোজ় । আজই কলকাতা থেকে বিভিন্ন জেলায় ভ‍্যাকসিন বণ্টনের কাজ শুরু হবে ।

আজ দুপুর সওয়া দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় কোভিশিল্ড ভ‍্যাকসিন । সেখান থেকে চারটি গাড়ি করে এই ভ‍্যাকসিন পৌঁছায় দুটি স্টোরে । বাগবাজারে অবস্থিত একটি স্টোর রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের অধীনে রয়েছে । সেখানে তিনটি গাড়ি করে আনা হয়েছে ভ‍্যাকসিন । অন‍্য স্টোরটি হেস্টিংসে অবস্থিত । কেন্দ্রীয় সরকারের অধীনে এই স্টোরে বাকি একটি গাড়ি পৌঁছায় ।

কলকাতা বিমানবন্দরে থেকে এই ভ‍্যাকসিন প্রাথমিকভাবে বাগবাজারে অবস্থিত স্বাস্থ্য দপ্তরের স্টোরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে । এরপর এই স্টোর থেকে বিভিন্ন জেলায় পাঠানো হবে ভ‍্যাকসিন । এর জন্য প্রস্তুতি সম্পূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর । কোরোনা ভ‍্যাকসিন নিয়ে প্রতীক্ষায় ছিল স্বাস্থ্য দপ্তর ‌। সোমবার ভ‍্যাকসিন সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । বৈঠকের পর স্বাস্থ্য দপ্তর আশা করছিল, দুই-তিন দিনের মধ্যে এরাজ‍্যে কোরোনার ভ‍্যাকসিন এসে পৌঁছাবে । সোমবার মাঝরাতে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর জানায়, মঙ্গলবার দুপুরে কলকাতায় এসে পৌঁছাবে কোভিশিল্ড ভ্যাকসিন ।

কলকাতায় কোভিশিল্ড

স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গিয়েছে, এই দুই স্টোরে কিছু প্রক্রিয়ার শেষে জেলাস্তরে পৌঁছে দেওয়া হবে ভ‍্যাকসিন । এর জন্য 30টি গাড়ির ব‍্যবস্থা করা হয়েছে । আজই কলকাতা থেকে উত্তরবঙ্গে ভ‍্যাকসিন পাঠিয়ে দেওয়া হতে পারে । পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও আজ ভ‍্যাকসিন পাঠানোর চেষ্টা চলছে । বাকি জেলাগুলিতে বুধবারের মধ্যে ভ‍্যাকসিন পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ।

কলকাতা, 12 জানুয়ারি : 16 জানুয়ারি থেকে দেশে শুরু হতে চলেছে জরুরি ভিত্তিতে কোরোনার টিকাকরণ । তার আগে পুনে থেকে কলকাতায় এসে পৌঁছাল সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ড ভ্যাকসিন ৷ প্রথম দফায় কলকাতায় পৌঁছাল কোভিশিল্ডের 6.89 লাখ ডোজ় । আজই কলকাতা থেকে বিভিন্ন জেলায় ভ‍্যাকসিন বণ্টনের কাজ শুরু হবে ।

আজ দুপুর সওয়া দুটো নাগাদ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় কোভিশিল্ড ভ‍্যাকসিন । সেখান থেকে চারটি গাড়ি করে এই ভ‍্যাকসিন পৌঁছায় দুটি স্টোরে । বাগবাজারে অবস্থিত একটি স্টোর রাজ‍্য স্বাস্থ্য দপ্তরের অধীনে রয়েছে । সেখানে তিনটি গাড়ি করে আনা হয়েছে ভ‍্যাকসিন । অন‍্য স্টোরটি হেস্টিংসে অবস্থিত । কেন্দ্রীয় সরকারের অধীনে এই স্টোরে বাকি একটি গাড়ি পৌঁছায় ।

কলকাতা বিমানবন্দরে থেকে এই ভ‍্যাকসিন প্রাথমিকভাবে বাগবাজারে অবস্থিত স্বাস্থ্য দপ্তরের স্টোরে রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে । এরপর এই স্টোর থেকে বিভিন্ন জেলায় পাঠানো হবে ভ‍্যাকসিন । এর জন্য প্রস্তুতি সম্পূর্ণ বলে জানিয়েছে স্বাস্থ্য দপ্তর । কোরোনা ভ‍্যাকসিন নিয়ে প্রতীক্ষায় ছিল স্বাস্থ্য দপ্তর ‌। সোমবার ভ‍্যাকসিন সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী । বৈঠকের পর স্বাস্থ্য দপ্তর আশা করছিল, দুই-তিন দিনের মধ্যে এরাজ‍্যে কোরোনার ভ‍্যাকসিন এসে পৌঁছাবে । সোমবার মাঝরাতে রাজ‍্যের স্বাস্থ্য দপ্তর জানায়, মঙ্গলবার দুপুরে কলকাতায় এসে পৌঁছাবে কোভিশিল্ড ভ্যাকসিন ।

কলকাতায় কোভিশিল্ড

স্বাস্থ্য দপ্তরের তরফে জানা গিয়েছে, এই দুই স্টোরে কিছু প্রক্রিয়ার শেষে জেলাস্তরে পৌঁছে দেওয়া হবে ভ‍্যাকসিন । এর জন্য 30টি গাড়ির ব‍্যবস্থা করা হয়েছে । আজই কলকাতা থেকে উত্তরবঙ্গে ভ‍্যাকসিন পাঠিয়ে দেওয়া হতে পারে । পাশাপাশি কলকাতা সংলগ্ন জেলাগুলিতেও আজ ভ‍্যাকসিন পাঠানোর চেষ্টা চলছে । বাকি জেলাগুলিতে বুধবারের মধ্যে ভ‍্যাকসিন পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে ।

Last Updated : Jan 12, 2021, 5:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.