ETV Bharat / state

কলকাতায় একদিনে 2000, সংক্রমণের নতুন আতঙ্ক ক্রমেই শক্তি বাড়াচ্ছে - COVID 19 news

কলকাতার পরেই সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে উত্তর 24 পরগনায় ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 1 হাজার 860 জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 6 জনের ৷

COVID 19 news
ছবি
author img

By

Published : Apr 18, 2021, 8:16 PM IST

Updated : Apr 18, 2021, 9:26 PM IST

কলকাতা, 18 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আনতে গতকালই 11 দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন ৷ সরকারি অফিসগুলিতে আবারও 50 শতাংশ হাজিরার কথা বলা হয়েছে ৷ বেসরকারি দফতরগুলিকে অনুরোধ করা হয়েছে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম চালু করার জন্য ৷ সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে কলকাতা ৷ 2 হাজারেরও বেশি দৈনিক সংক্রমণ ৷ শেষ 24 ঘণ্টায় কলকাতায় 2 হাজার 197 জন সংক্রমিত হয়েছেন, মৃত্যু হয়েছে 5 জনের ৷

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের বিচারপতির সরকারি বাসভবনে করোনার হানা

আজ আরও 46 হাজার 74 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে মোট 97 লাখ 62 হাজার 86 টি নমুনা পরীক্ষা করা হল ৷ পরীক্ষা করা সোয়াবের নমুনাগুলি থেকে করোনা পজ়িটিভ পাওয়া যাচ্ছে 6.73 শতাংশ ৷ প্রতি দশ লাখ মানুষ পিছু রাজ্যে 1 লাখ 8 হাজার 980 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে এখনও পর্যন্ত ৷ রাজ্যে এইমুহূর্তে করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরি রয়েছে 105 টি ৷

এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 6 লাখ 59 হাজার 927 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 10 হাজার 568 জনের ৷ কলকাতার পরেই সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে উত্তর 24 পরগনায় ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 1 হাজার 860 জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 6 জনের ৷

কলকাতা, 18 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আনতে গতকালই 11 দফা নির্দেশিকা জারি করেছে নবান্ন ৷ সরকারি অফিসগুলিতে আবারও 50 শতাংশ হাজিরার কথা বলা হয়েছে ৷ বেসরকারি দফতরগুলিকে অনুরোধ করা হয়েছে যতটা সম্ভব ওয়ার্ক ফ্রম হোম চালু করার জন্য ৷ সবথেকে বেশি চিন্তা বাড়াচ্ছে কলকাতা ৷ 2 হাজারেরও বেশি দৈনিক সংক্রমণ ৷ শেষ 24 ঘণ্টায় কলকাতায় 2 হাজার 197 জন সংক্রমিত হয়েছেন, মৃত্যু হয়েছে 5 জনের ৷

আরও পড়ুন : সুপ্রিম কোর্টের বিচারপতির সরকারি বাসভবনে করোনার হানা

আজ আরও 46 হাজার 74 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে মোট 97 লাখ 62 হাজার 86 টি নমুনা পরীক্ষা করা হল ৷ পরীক্ষা করা সোয়াবের নমুনাগুলি থেকে করোনা পজ়িটিভ পাওয়া যাচ্ছে 6.73 শতাংশ ৷ প্রতি দশ লাখ মানুষ পিছু রাজ্যে 1 লাখ 8 হাজার 980 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে এখনও পর্যন্ত ৷ রাজ্যে এইমুহূর্তে করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরি রয়েছে 105 টি ৷

এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 6 লাখ 59 হাজার 927 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে 10 হাজার 568 জনের ৷ কলকাতার পরেই সবথেকে খারাপ পরিস্থিতি রয়েছে উত্তর 24 পরগনায় ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় 1 হাজার 860 জন আক্রান্ত হয়েছেন ৷ মৃত্যু হয়েছে 6 জনের ৷

Last Updated : Apr 18, 2021, 9:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.