ETV Bharat / state

রাজ্যে 14 হাজারের গণ্ডি পার, সংক্রমণের 40 শতাংশই দুই জেলার - কলকাতায় করোনা

শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 59 জনের ৷ এর মধ্যে কলকাতা ও উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 32 জনের ৷ অর্থাৎ ,দৈনিক মৃত্যুর অর্ধেকের বেশি এই দুই জেলা থেকে ৷

কলকাতায় করোনা
প্রতীকী ছবি
author img

By

Published : Apr 24, 2021, 9:44 PM IST

Updated : Apr 24, 2021, 9:50 PM IST

কলকাতা, 24 এপ্রিল : রাজ্যে করোনার সংক্রমণ প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে আর ভাঙছে ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন 14 হাজার 281 জন ৷ মৃত্যু হয়েছে 59 জনের ৷ রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিন বলছে, বাংলায় দৈনিক সংক্রমণের 40 শতাংশ দু'টি জেলাতে -- কলকাতা ও সংলগ্ন উত্তর 24 পরগনা ৷

শেষ 24 ঘণ্টায় সবথেকে বেশি সংক্রমণের হদিশ মিলেছে কলকাতা থেকে ৷ সেখানে দৈনিক সংক্রমণ 2,970 ৷ আর কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 2,821 জন ৷ শুধুমাত্র এই দুই জেলা মিলিয়েই আক্রান্ত হয়েছেন 5791 জন, যা গোটা রাজ্যের মোট দৈনিক সংক্রমণের 40.55 শতাংশ ৷

শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 59 জনের ৷ এর মধ্যে কলকাতা ও উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 32 জনের ৷ অর্থাৎ ,দৈনিক মৃত্যুর অর্ধেকের বেশি এই দুই জেলা থেকে ৷ এদিকে করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যের হাসপাতালগুলিতে 60 শতাংশ বেড করোনা রোগীদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন : আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 81 হাজার 375 ৷ রাজ্যে এখন করোনা রোগীদের জন্য সংরক্ষিত বেড রয়েছে 9220 টি ৷ সরকারি হিসেব বলছে, তার মধ্যে এই মুহূর্তে 46.50 শতাংশ বেডে রোগীরা ভর্তি রয়েছে ৷ গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-19-এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।

এদিকে রাজ্যে এখনও ভোট চলছে ৷ শেষ দুই দফার ভোট এখনও বাকি ৷ আর শেষ দুই দফার ভোট রয়েছে কলকাতায় ৷ আশঙ্কা করা হচ্ছে, ভোটের মরশুমে কলকাতার আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে ৷

কলকাতা, 24 এপ্রিল : রাজ্যে করোনার সংক্রমণ প্রতিদিন নতুন নতুন রেকর্ড তৈরি করছে আর ভাঙছে ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে মোট করোনায় আক্রান্ত হয়েছেন 14 হাজার 281 জন ৷ মৃত্যু হয়েছে 59 জনের ৷ রাজ্যের স্বাস্থ্য দফতর থেকে প্রকাশিত সর্বশেষ বুলেটিন বলছে, বাংলায় দৈনিক সংক্রমণের 40 শতাংশ দু'টি জেলাতে -- কলকাতা ও সংলগ্ন উত্তর 24 পরগনা ৷

শেষ 24 ঘণ্টায় সবথেকে বেশি সংক্রমণের হদিশ মিলেছে কলকাতা থেকে ৷ সেখানে দৈনিক সংক্রমণ 2,970 ৷ আর কলকাতার পরেই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 2,821 জন ৷ শুধুমাত্র এই দুই জেলা মিলিয়েই আক্রান্ত হয়েছেন 5791 জন, যা গোটা রাজ্যের মোট দৈনিক সংক্রমণের 40.55 শতাংশ ৷

শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 59 জনের ৷ এর মধ্যে কলকাতা ও উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 32 জনের ৷ অর্থাৎ ,দৈনিক মৃত্যুর অর্ধেকের বেশি এই দুই জেলা থেকে ৷ এদিকে করোনা পরিস্থিতি সামাল দিতে রাজ্যের হাসপাতালগুলিতে 60 শতাংশ বেড করোনা রোগীদের জন্য সংরক্ষিত রাখার কথা বলা হয়েছে ৷

আরও পড়ুন : আশঙ্কাজনক রোগী ছাড়া সিসিইউতে নয়, স্পষ্ট করল নবান্ন

এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা 81 হাজার 375 ৷ রাজ্যে এখন করোনা রোগীদের জন্য সংরক্ষিত বেড রয়েছে 9220 টি ৷ সরকারি হিসেব বলছে, তার মধ্যে এই মুহূর্তে 46.50 শতাংশ বেডে রোগীরা ভর্তি রয়েছে ৷ গত বছর যে সব সরকারি হাসপাতালে কোভিড-19-এর রোগীদের জন্য পৃথক ওয়ার্ডের ব্যবস্থা করা হয়নি, এ বছর সেই সব হাসপাতালে কোভিড রোগীদের জন্য পৃথক ওয়ার্ড চালু করা হচ্ছে ।

এদিকে রাজ্যে এখনও ভোট চলছে ৷ শেষ দুই দফার ভোট এখনও বাকি ৷ আর শেষ দুই দফার ভোট রয়েছে কলকাতায় ৷ আশঙ্কা করা হচ্ছে, ভোটের মরশুমে কলকাতার আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে ৷

Last Updated : Apr 24, 2021, 9:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.