কলকাতা, 16 এপ্রিল : রাজ্যে দৈনিক করোনা সংক্রমণ প্রায় সাত হাজার ছুঁই ছুঁই ৷ গতকালের তুলনায় আজ আবারও বাড়ল দৈনিক সংক্রমণ ৷ শেষ 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত 6 হাজার 910 জন, মৃত্যু হয়েছে 26 জনের ৷ এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 6 লাখ 43 হাজার 795 ৷ এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 10 হাজার 506 জনের ৷
আজ আরও 40 হাজার 153 টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ এই নিয়ে রাজ্যে মোট 97 লাখ 15 হাজার 115 টি নমুনা পরীক্ষা করা হল ৷ পরীক্ষা করা সোয়াবের নমুনাগুলি থেকে করোনা পজ়িটিভ পাওয়া যাচ্ছে 6.63 শতাংশ ৷ প্রতি দশ লাখ মানুষ পিছু রাজ্যে 1 লাখ 7 হাজার 946 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে এখনও পর্যন্ত ৷ রাজ্যে এইমুহূর্তে করোনা পরীক্ষার জন্য ল্যাবরেটরি রয়েছে 105 টি ৷
আরও পড়ুন : ফের রেকর্ড, পরপর দু'দিন 2 লাখের গণ্ডি ছাড়াল সংক্রমণ
করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে এ রাজ্যেও সংক্রমণ এবং মৃত্যুর সংখ্যা ক্রমেই বেড়ে চলেছে । সবথেকে খারাপ অবস্থা কলকাতা ও উত্তর 24 পরগনায় ৷ কলকাতায় শেষ 24 ঘণ্টায় 1 হাজার 844 জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে 9 জনের ৷ এরপরেই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে শেষ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 1 হাজার 592 জন, মৃত্যু হয়েছে 7 জনের ৷