ETV Bharat / state

ফের রেকর্ড সংক্রমণ, বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা

গত 24 ঘণ্টায় কলকাতায় 809 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনা জেলায় 858 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

COVID 19
প্রতীকী ছবি
author img

By

Published : Oct 19, 2020, 8:37 PM IST

কলকাতা, 19 অক্টোবর : রোজই বাড়ছে কোরোনার সংক্রমণের হার । আজ ফের রেকর্ড । ফের একদিনে সর্বোচ্চ সংক্রমণ । গত 24 ঘণ্টায় 3 হাজার 992 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 63 জনের । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 25 হাজার 325 । রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হারিয়েছে 6 হাজার 119 জনের ।

গতকাল ছিল পুজোর আগে শেষ রবিবার । কলকাতার রাস্তাঘাটে, শপিং মলে ভালোই ভিড় হয়েছিল । আর গত 24 ঘণ্টায় কলকাতায় 809 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনা জেলায় 858 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 34 হাজার 584 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 272 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 84 হাজার 325 জন সুস্থ হয়ে উঠেছে ।

আরও পড়ুন : রাজ্যের পুজো মণ্ডপগুলিতে নো-এন্ট্রি ঘোষণার নির্দেশ হাইকোর্টের

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 87.48 শতাংশ । 17 অক্টোবর পর্যন্ত রাজ্যে 39 লাখ 91 হাজার 270টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 43 হাজার 619টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 40 লাখ 34 হাজার 889টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.06 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 92 ।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 404 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 879 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 8 লাখ 27 হাজার 373 জন রয়েছে । ছাড়া পেয়েছে 7 লাখ 33 হাজার 402 জন । রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 276 ।

কলকাতা, 19 অক্টোবর : রোজই বাড়ছে কোরোনার সংক্রমণের হার । আজ ফের রেকর্ড । ফের একদিনে সর্বোচ্চ সংক্রমণ । গত 24 ঘণ্টায় 3 হাজার 992 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 63 জনের । এই নিয়ে রাজ্যে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল 3 লাখ 25 হাজার 325 । রাজ্যে এখনও পর্যন্ত কোরোনায় মৃত্যু হারিয়েছে 6 হাজার 119 জনের ।

গতকাল ছিল পুজোর আগে শেষ রবিবার । কলকাতার রাস্তাঘাটে, শপিং মলে ভালোই ভিড় হয়েছিল । আর গত 24 ঘণ্টায় কলকাতায় 809 জন কোরোনায় আক্রান্ত হয়েছে । উত্তর 24 পরগনা জেলায় 858 জনের শরীরে মিলেছে ভাইরাসের হদিস ।

রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 34 হাজার 584 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 272 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 84 হাজার 325 জন সুস্থ হয়ে উঠেছে ।

আরও পড়ুন : রাজ্যের পুজো মণ্ডপগুলিতে নো-এন্ট্রি ঘোষণার নির্দেশ হাইকোর্টের

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 87.48 শতাংশ । 17 অক্টোবর পর্যন্ত রাজ্যে 39 লাখ 91 হাজার 270টি নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 43 হাজার 619টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 40 লাখ 34 হাজার 889টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.06 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 92 ।

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 404 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 879 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 8 লাখ 27 হাজার 373 জন রয়েছে । ছাড়া পেয়েছে 7 লাখ 33 হাজার 402 জন । রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 276 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.