ETV Bharat / state

রাজ্যে কোরোনা আক্রান্ত 3 লাখ ছুঁইছুঁই - COVID 19 positive cases

গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 155 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 62 হাজার 103 জন সুস্থ হয়ে উঠেছে ।

COVID 19 in West Bengal
প্রতীকী ছবি
author img

By

Published : Oct 12, 2020, 8:33 PM IST

কলকাতা, 12 অক্টোবর : রাজ্যে আজও সংক্রমণ সাড়ে তিন হাজারেরও বেশি । ফের একদিনে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 3 হাজার 583 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2 লাখ 98 হাজার 389 জন ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 60 জনের ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 5 হাজার 682 জন ৷ রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 30 হাজার 604 জন ৷

একদিন আগেই রেকর্ড গড়ে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছিল 3 হাজার 612 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 155 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 62 হাজার 103 জন সুস্থ হয়ে উঠেছে ।

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 87.84 শতাংশ । 11 অক্টোবর পর্যন্ত রাজ্যে 36 লাখ 93 হাজার 600টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 40 হাজার 56টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 37 লাখ 33 হাজার 656টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 7.99 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 91 ।

আরও পড়ুন : কীভাবে ব্যবহার করলে কার্যকরী কাপড়ের মাস্ক ?

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 418 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 811 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 7 লাখ 78 হাজার 892 জন রয়েছে । ছাড়া পেয়েছে 6 লাখ 90 হাজার 831 জন । রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 324 ।

কলকাতা, 12 অক্টোবর : রাজ্যে আজও সংক্রমণ সাড়ে তিন হাজারেরও বেশি । ফের একদিনে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 3 হাজার 583 জন ৷ এই নিয়ে রাজ্যে মোট কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 2 লাখ 98 হাজার 389 জন ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 60 জনের ৷ রাজ্যে এখনও পর্যন্ত মোট মৃতের সংখ্যা 5 হাজার 682 জন ৷ রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 30 হাজার 604 জন ৷

একদিন আগেই রেকর্ড গড়ে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছিল 3 হাজার 612 জন ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 3 হাজার 155 জন ৷ সব মিলিয়ে এপর্যন্ত মোট 2 লাখ 62 হাজার 103 জন সুস্থ হয়ে উঠেছে ।

রাজ্যে বর্তমানে সুস্থতার হার 87.84 শতাংশ । 11 অক্টোবর পর্যন্ত রাজ্যে 36 লাখ 93 হাজার 600টি সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছিল । আজ আরও 40 হাজার 56টি নমুনা পরীক্ষা হয়েছে । এখনও পর্যন্ত রাজ্যে মোট 37 লাখ 33 হাজার 656টি নমুনা পরীক্ষা করা হয়েছে । রাজ্যে পরীক্ষা করা নমুনাগুলির মধ্যে বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 7.99 শতাংশ । এই মুহূর্তে রাজ্যে নমুনা পরীক্ষার ল্যাবরেটরির সংখ্যা 91 ।

আরও পড়ুন : কীভাবে ব্যবহার করলে কার্যকরী কাপড়ের মাস্ক ?

রাজ্যে সরকারি কোয়ারানটিন সেন্টারের সংখ্যা 582 । বর্তমানে সেখানে 2 হাজার 418 জন রয়েছে । এপর্যন্ত সরকারি কোয়ারানটিন থেকে ছাড়া পেয়েছে 1 লাখ 7 হাজার 811 জন । এখনও পর্যন্ত হোম কোয়ারানটিনে মোট 7 লাখ 78 হাজার 892 জন রয়েছে । ছাড়া পেয়েছে 6 লাখ 90 হাজার 831 জন । রাজ্যে সেফ হোমের সংখ্যা 200টি । বর্তমানে 11 হাজার 507টি বেড রয়েছে সেফ হোমগুলিতে । এই মুহূর্তে সেফ হোমে রোগীর সংখ্যা 1 হাজার 324 ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.