ETV Bharat / state

Corona in Bengal : বাস চলছে, জিমও খুলেছে, তবু নিম্নমুখী দৈনিক সংক্রমণ - পশ্চিমবঙ্গে কোভিড পরিস্থিতি

শনিবার সকাল 9 টা থেকে রবিবার সকাল 9 টার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 1293 জন ।

Corona in West Bengal
পশ্চিমবঙ্গে করোনার সংক্রমণ
author img

By

Published : Jul 4, 2021, 9:46 PM IST

কলকাতা, 4 জুলাই : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজ্য । 1 জুলাই থেকে শুরু হয়েছে বাস পরিবহণ । খুলে গিয়েছে জিম, রেস্তরাঁও । আশঙ্কা ছিল, গণপরিবহণ চালু হলে বাড়তে পারে সংক্রমণ । কিন্তু তেমনটা হয়নি । আরও কমল রাজ্যের দৈনিক সংক্রমণ । কমল দৈনিক মৃত্যুও । রবিবার (8 জুলাই) স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল 9টা থেকে রবিবার সকাল 9টার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 1293 জন । মৃত্যু হয়েছে 20 জনের ।

এই নিয়ে রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 5 হাজার 394 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17 হাজার 799 জনের । তবে রাজ্যে মৃত্যুর হার অনেকটাই কম । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখন করোনায় মৃত্যুর হার 1.18 শতাংশ ।

করোনাকে কাবু করতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন থেকে জারি করা সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী, 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত চলবে করোনার বিধিনিষেধ । রাজ্যজুড়ে এই কড়াকড়ির ফলে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । করোনা বিধিনিষেধ চালু হওয়ার আগে দৈনিক সংক্রমণ যেখানে 20 হাজারের উপর দিয়ে যাচ্ছিল, আজ তা 1200-র ঘরে নেমে গিয়েছে ।

আরও পড়ুন : করোনা আবহে বাজার মন্দা, নিউ নর্ম্যালে স্ট্র্যাটেজি বদল প্রকাশকদের

একইসঙ্গে সুস্থও হয়ে উঠছেন অনেকে । শনিবার সকাল 9 টা থেকে রবিবার সকাল 9 টার মধ্যে করোনামুক্ত হয়েছেন 1,777 জন । কমেছে সংক্রমিতের হারও । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 2.44 শতাংশ ।

কলকাতা ও উত্তর 24 পরগনা নিয়ে শুরু থেকেই প্রশাসনের চিন্তা ছিল । এই দুই জেলাতেই সবথেকে বেশি লাগামছাড়া হয়েছিল করোনা । দৈনিক সংক্রমণ দুই জেলাতেই 5 হাজারের উপর দিয়ে যাচ্ছিল করোনার বিধি-নিষেধ চালু হওয়ার আগে । কিন্তু কার্যত লকডাউনের পর থেকে তা চোখে পড়ার মতো কমে এসেছে । রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় দৈনিক সংক্রমণ 111 এবং উত্তর 24 পরগনায় 172 । তবে উত্তর 24 পরগনায় গতকালের তুলনায় সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ ।

কলকাতা, 4 জুলাই : ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে রাজ্য । 1 জুলাই থেকে শুরু হয়েছে বাস পরিবহণ । খুলে গিয়েছে জিম, রেস্তরাঁও । আশঙ্কা ছিল, গণপরিবহণ চালু হলে বাড়তে পারে সংক্রমণ । কিন্তু তেমনটা হয়নি । আরও কমল রাজ্যের দৈনিক সংক্রমণ । কমল দৈনিক মৃত্যুও । রবিবার (8 জুলাই) স্বাস্থ্য দফতর প্রকাশিত করোনা বুলেটিন অনুযায়ী, শনিবার সকাল 9টা থেকে রবিবার সকাল 9টার মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 1293 জন । মৃত্যু হয়েছে 20 জনের ।

এই নিয়ে রাজ্যে মোট করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 15 লাখ 5 হাজার 394 । এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 17 হাজার 799 জনের । তবে রাজ্যে মৃত্যুর হার অনেকটাই কম । স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, রাজ্যে এখন করোনায় মৃত্যুর হার 1.18 শতাংশ ।

করোনাকে কাবু করতে রাজ্যজুড়ে কড়া বিধিনিষেধ জারি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । নবান্ন থেকে জারি করা সর্বশেষ নির্দেশিকা অনুযায়ী, 1 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত চলবে করোনার বিধিনিষেধ । রাজ্যজুড়ে এই কড়াকড়ির ফলে করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে । করোনা বিধিনিষেধ চালু হওয়ার আগে দৈনিক সংক্রমণ যেখানে 20 হাজারের উপর দিয়ে যাচ্ছিল, আজ তা 1200-র ঘরে নেমে গিয়েছে ।

আরও পড়ুন : করোনা আবহে বাজার মন্দা, নিউ নর্ম্যালে স্ট্র্যাটেজি বদল প্রকাশকদের

একইসঙ্গে সুস্থও হয়ে উঠছেন অনেকে । শনিবার সকাল 9 টা থেকে রবিবার সকাল 9 টার মধ্যে করোনামুক্ত হয়েছেন 1,777 জন । কমেছে সংক্রমিতের হারও । রাজ্যে বর্তমানে সংক্রমিতের হার 2.44 শতাংশ ।

কলকাতা ও উত্তর 24 পরগনা নিয়ে শুরু থেকেই প্রশাসনের চিন্তা ছিল । এই দুই জেলাতেই সবথেকে বেশি লাগামছাড়া হয়েছিল করোনা । দৈনিক সংক্রমণ দুই জেলাতেই 5 হাজারের উপর দিয়ে যাচ্ছিল করোনার বিধি-নিষেধ চালু হওয়ার আগে । কিন্তু কার্যত লকডাউনের পর থেকে তা চোখে পড়ার মতো কমে এসেছে । রবিবার স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, কলকাতায় দৈনিক সংক্রমণ 111 এবং উত্তর 24 পরগনায় 172 । তবে উত্তর 24 পরগনায় গতকালের তুলনায় সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.