ETV Bharat / state

কলকাতায় ব্ল্যাক ফাংগাসে মৃত্য়ু যুবতির

হরিদেবপুরের বাসিন্দা বছর 32-এর শম্পা চক্রবর্তীর শরীরে সর্বপ্রথম ব্ল্যাক ফাংগাসের উপসর্গ ধরা পড়ে ৷

author img

By

Published : May 22, 2021, 10:55 AM IST

Updated : May 22, 2021, 1:15 PM IST

Shampa chakraborty died in attack of black fungus
Shampa chakraborty died in attack of black fungus

কলকাতা, 22 মে : ব্ল্যাক ফাংগাস আতঙ্ক ডালপালা মেলতে শুরু করেছে এ রাজ্য়েও ৷ শুক্রবার ব্ল্যাক ফাংগাসে মৃত্যু হয়েছে হরিদেবপুরের এক যুবতির ৷ রাজ্যে যে 5 জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে একজন শম্পা চক্রবর্তী নামে ওই যুবতি ৷ তবে ব্ল্যাক ফাংগাসে এটাই রাজ্যের প্রথম মৃত্যু কি না তা স্পষ্ট নয় ৷

হরিদেবপুরের বাসিন্দা বছর 32-এর শম্পা চক্রবর্তীর শরীরে সর্বপ্রথম ব্ল্যাক ফাংগাসের উপসর্গ ধরা পড়ে ৷ তিনি করোনায় আক্রান্ত হয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি ছিলেন ৷ শম্পার ডায়াবেটিস ছিল ৷ তাঁকে প্রায় 12 লিটার প্রতি মিনিট হারে অক্সিজেন দেওয়া হচ্ছিল ৷ পাশাপাশি মিউকরমাইকোসিসের ওষুধ অ্যাম্ফোটেরিসিন-বি দেওয়া হচ্ছিল । কিন্তু শেষরক্ষা হল না । রাজ্য সরকারের তরফ থেকে সবরকম চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত শম্পাকে বাঁচানো যায়নি । গতকাল মারা যান তিনি । ব্ল্যাক ফাংগাসে তাঁর সাইনাস, চোয়াল, চোখ ও মস্তিষ্ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ।

আরও পড়ুন : দেশজুড়ে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত বেড়ে 5500, মৃত 126; সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র

হাসপাতাল সূত্রে খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন ওই যুবতি । তাঁকে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হচ্ছিল । এই অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাংঘাতিকভাবে হ্রাস পায় । ডাক্তাররা লক্ষ্য করেন তাঁর নাকে কালো কালো ছোপ দেখা যাচ্ছে । এরপর পরীক্ষায় ধরা পড়ে তিনি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত । ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনা ও ব্ল্যাক ফাংগাস দুইয়েরই উল্লেখ করা হয়েছে ৷

কলকাতা, 22 মে : ব্ল্যাক ফাংগাস আতঙ্ক ডালপালা মেলতে শুরু করেছে এ রাজ্য়েও ৷ শুক্রবার ব্ল্যাক ফাংগাসে মৃত্যু হয়েছে হরিদেবপুরের এক যুবতির ৷ রাজ্যে যে 5 জন ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়েছিলেন তার মধ্যে একজন শম্পা চক্রবর্তী নামে ওই যুবতি ৷ তবে ব্ল্যাক ফাংগাসে এটাই রাজ্যের প্রথম মৃত্যু কি না তা স্পষ্ট নয় ৷

হরিদেবপুরের বাসিন্দা বছর 32-এর শম্পা চক্রবর্তীর শরীরে সর্বপ্রথম ব্ল্যাক ফাংগাসের উপসর্গ ধরা পড়ে ৷ তিনি করোনায় আক্রান্ত হয়ে শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে ভর্তি ছিলেন ৷ শম্পার ডায়াবেটিস ছিল ৷ তাঁকে প্রায় 12 লিটার প্রতি মিনিট হারে অক্সিজেন দেওয়া হচ্ছিল ৷ পাশাপাশি মিউকরমাইকোসিসের ওষুধ অ্যাম্ফোটেরিসিন-বি দেওয়া হচ্ছিল । কিন্তু শেষরক্ষা হল না । রাজ্য সরকারের তরফ থেকে সবরকম চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত শম্পাকে বাঁচানো যায়নি । গতকাল মারা যান তিনি । ব্ল্যাক ফাংগাসে তাঁর সাইনাস, চোয়াল, চোখ ও মস্তিষ্ক ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ।

আরও পড়ুন : দেশজুড়ে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত বেড়ে 5500, মৃত 126; সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্র

হাসপাতাল সূত্রে খবর, করোনায় আক্রান্ত হওয়ার পর দীর্ঘদিন ভেন্টিলেশনে ছিলেন ওই যুবতি । তাঁকে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হচ্ছিল । এই অবস্থায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সাংঘাতিকভাবে হ্রাস পায় । ডাক্তাররা লক্ষ্য করেন তাঁর নাকে কালো কালো ছোপ দেখা যাচ্ছে । এরপর পরীক্ষায় ধরা পড়ে তিনি ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত । ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে করোনা ও ব্ল্যাক ফাংগাস দুইয়েরই উল্লেখ করা হয়েছে ৷

Last Updated : May 22, 2021, 1:15 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.