ETV Bharat / state

কোরোনা রাজ্যের স্বাস্থ্য-দুর্বলতা স্পষ্ট করল - Special

কোরোনা মোকাবিলায় রাজ্য সরকার কতটা সফল? ভিনরাজ্যে কাজ করা শ্রমিকদের বিষয়ে কেন্দ্র-রাজ্যের পদক্ষেপ কি সঠিক ? আত্মনির্ভর ভারত কতটা যুক্তিসঙ্গত ? আমফানের ত্রাণ ঠিক মতো বণ্টন হচ্ছে তো ? কী ভাবছে বামেরা ? খোলাখুলি আলোচনায় বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী ও দীপঙ্কর বসু ।

সুজন চক্রবর্তী
সুজন চক্রবর্তী
author img

By

Published : Jun 6, 2020, 4:30 PM IST

Updated : Jun 6, 2020, 5:13 PM IST

কলকাতা, 6 জুন : স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের একবার রাজ্য সরকারকে নিশানা বামেদের । কোরোনা পরিস্থিতির মধ্যেই দুই স্বাস্থ্য সচিবকে পরিবর্তন করেছে নবান্ন । এই পরিবর্তন রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতাকেই তুলে ধরছে, মত বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর । পাশাপাশি, আমফান মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্য যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবিও তুলেছেন তিনি । কোনও রং-দল দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সাহায্য পান, সেটা নিশ্চিত করুক সরকার, দাবি সুজনের । তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আমফানের তাণ্ডবে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন বঞ্চিত না হন, সে বিষয়ে । 2009 সালের আয়লায় ক্ষতিপূরণের প্রসঙ্গ তুলে সুজনের দাবি, সে সময় নিরপেক্ষভাবে ত্রাণ বণ্টন করা হয়েছিল । কিন্তু, বর্তমান সরকারের আমলে বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক চেহারা পেয়েছে ।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রীই । তাই স্বাস্থ্য-চিত্র নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন সুজন । বাংলায় কোরোনা পরীক্ষা ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, "শুধু কোরোনা চিকিৎসা-ই নয়, সঠিক তথ্য দিতে পারেনি রাজ্য সরকার । তথ্য লুকানো হচ্ছে ।" রাজ্যের পাশাপাশি কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, "পরিকল্পনাবিহীনভাবে মাত্র কয়েক ঘণ্টার নোটিসে কেন্দ্র লকডাউন ঘোষণা করেছে । এর ফল ভুগতে হচ্ছে প্রত্যেককে ।"

শুধু লকডাউন নয়, লকডাউন তোলার ক্ষেত্রেও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি তিনি । তাঁর অভিযোগ, পুরো বিষয়টাই করা হয়েছে খেয়ালখুশি মতো । পরিকল্পানা ছাড়া । বিশেষজ্ঞের মত না নিয়ে । কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতিহীন সিদ্ধান্তের সব থেকে বেশি মূল্য দিতে হয়েছে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের ।

একান্তে সাক্ষাৎকারে সুজন চক্রবর্তী

কোরোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । 20 লাখ কোটি টাকার প্যাকেজ আদতে অন্তঃসারশূন্য বলে কটাক্ষ তাঁর । সুজনের অভিযোগ, বাজারে চাহিদা তৈরি না করে শুধুমাত্র জোগানের বিষয়টি নিয়েই ভেবেছে কেন্দ্র । বামেদের মত, আদতে এই প্যাকেজ সাধারণ মানুষের কথা ভেবে নয়, আদানি-আম্বানিদের কথা ভেবে ।

কলকাতা, 6 জুন : স্বাস্থ্য পরিষেবা নিয়ে ফের একবার রাজ্য সরকারকে নিশানা বামেদের । কোরোনা পরিস্থিতির মধ্যেই দুই স্বাস্থ্য সচিবকে পরিবর্তন করেছে নবান্ন । এই পরিবর্তন রাজ্য সরকারের স্বাস্থ্য পরিকাঠামোর দুর্বলতাকেই তুলে ধরছে, মত বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীর । পাশাপাশি, আমফান মোকাবিলায় কেন্দ্রীয় সাহায্য যাতে দ্রুত কার্যকর হয় সেই দাবিও তুলেছেন তিনি । কোনও রং-দল দেখে নয়, প্রকৃত ক্ষতিগ্রস্তরা যাতে সাহায্য পান, সেটা নিশ্চিত করুক সরকার, দাবি সুজনের । তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, আমফানের তাণ্ডবে প্রকৃত ক্ষতিগ্রস্তরা যেন বঞ্চিত না হন, সে বিষয়ে । 2009 সালের আয়লায় ক্ষতিপূরণের প্রসঙ্গ তুলে সুজনের দাবি, সে সময় নিরপেক্ষভাবে ত্রাণ বণ্টন করা হয়েছিল । কিন্তু, বর্তমান সরকারের আমলে বিষয়টা সম্পূর্ণ রাজনৈতিক চেহারা পেয়েছে ।

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, স্বয়ং মুখ্যমন্ত্রীই । তাই স্বাস্থ্য-চিত্র নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুললেন সুজন । বাংলায় কোরোনা পরীক্ষা ঠিকমতো হচ্ছে না বলে অভিযোগ করে তিনি বলেন, "শুধু কোরোনা চিকিৎসা-ই নয়, সঠিক তথ্য দিতে পারেনি রাজ্য সরকার । তথ্য লুকানো হচ্ছে ।" রাজ্যের পাশাপাশি কেন্দ্রকে নিশানা করে তিনি বলেন, "পরিকল্পনাবিহীনভাবে মাত্র কয়েক ঘণ্টার নোটিসে কেন্দ্র লকডাউন ঘোষণা করেছে । এর ফল ভুগতে হচ্ছে প্রত্যেককে ।"

শুধু লকডাউন নয়, লকডাউন তোলার ক্ষেত্রেও রাজ্য বা কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে ছাড়েননি তিনি । তাঁর অভিযোগ, পুরো বিষয়টাই করা হয়েছে খেয়ালখুশি মতো । পরিকল্পানা ছাড়া । বিশেষজ্ঞের মত না নিয়ে । কেন্দ্র এবং রাজ্য সরকারের নীতিহীন সিদ্ধান্তের সব থেকে বেশি মূল্য দিতে হয়েছে ভিনরাজ্যে কাজ করতে যাওয়া শ্রমিকদের ।

একান্তে সাক্ষাৎকারে সুজন চক্রবর্তী

কোরোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের আত্মনির্ভর ভারত প্রকল্পের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি । 20 লাখ কোটি টাকার প্যাকেজ আদতে অন্তঃসারশূন্য বলে কটাক্ষ তাঁর । সুজনের অভিযোগ, বাজারে চাহিদা তৈরি না করে শুধুমাত্র জোগানের বিষয়টি নিয়েই ভেবেছে কেন্দ্র । বামেদের মত, আদতে এই প্যাকেজ সাধারণ মানুষের কথা ভেবে নয়, আদানি-আম্বানিদের কথা ভেবে ।

Last Updated : Jun 6, 2020, 5:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.