ETV Bharat / state

রাজ্যে কমল দৈনিক সংক্রমণ - Coronavirus cases in Bengal

গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 889 লাখ 58 হাজার 655 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 89 লাখ 74 হাজার 663 ৷

COVID 19
প্রতীকী ছবি
author img

By

Published : Mar 22, 2021, 9:32 PM IST

কলকাতা, 22 মার্চ : গতকালের তুলনায় আজ কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 368 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 422 ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 80 হাজার 999 ৷ হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন 296 জন ৷ হাসপাতাল থেকে এখনও পর্যন্ত মোট 5 লাখ 67 হাজার 117 জন ছাড়া পেয়েছেন ৷

গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 10 হাজার 308 জন প্রাণ হারিয়েছেন । গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 889 লাখ 58 হাজার 655 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 89 লাখ 74 হাজার 663 ৷

আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে কলকাতা প্রথমে । গত 24 ঘণ্টায় শহরে 1 জনের মৃত্যু হয়েছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 128 জন ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 79 জন ৷

আরও পড়ুন : বহুতলের লিফট থেকে শহরে মাথাচাড়া করোনার, আশঙ্কা ফিরহাদের

রাজ্যের মতো গোটা দেশেই বাড়তে শুরু করেছে সংক্রমণ ৷ মহারাষ্ট্রের অবস্থা সবথেকে খারাপ ৷ সেখানে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যেই দেশের একাধিক শহরে আংশিক লকডাউনের কথা ভাবছে রাজ্য প্রশাসনগুলি ৷

কলকাতা, 22 মার্চ : গতকালের তুলনায় আজ কিছুটা কমল দৈনিক সংক্রমণ ৷ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন 368 জন ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 422 ৷ এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 5 লাখ 80 হাজার 999 ৷ হাসপাতাল থেকে আজ ছাড়া পেয়েছেন 296 জন ৷ হাসপাতাল থেকে এখনও পর্যন্ত মোট 5 লাখ 67 হাজার 117 জন ছাড়া পেয়েছেন ৷

গত 24 ঘণ্টায় করোনায় প্রাণ হারিয়েছেন 2 জন ৷ এখনও পর্যন্ত রাজ্যে মোট 10 হাজার 308 জন প্রাণ হারিয়েছেন । গতকাল পর্যন্ত রাজ্যে মোট নমুনা পরীক্ষা হয়েছে 889 লাখ 58 হাজার 655 ৷ আজ সেই সংখ্যা বেড়ে হল 89 লাখ 74 হাজার 663 ৷

আক্রান্তের নিরিখে রাজ্যের মধ্যে কলকাতা প্রথমে । গত 24 ঘণ্টায় শহরে 1 জনের মৃত্যু হয়েছে ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 128 জন ৷ এরপরই রয়েছে উত্তর 24 পরগনা ৷ সেখানে 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 79 জন ৷

আরও পড়ুন : বহুতলের লিফট থেকে শহরে মাথাচাড়া করোনার, আশঙ্কা ফিরহাদের

রাজ্যের মতো গোটা দেশেই বাড়তে শুরু করেছে সংক্রমণ ৷ মহারাষ্ট্রের অবস্থা সবথেকে খারাপ ৷ সেখানে রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা ৷ ইতিমধ্যেই দেশের একাধিক শহরে আংশিক লকডাউনের কথা ভাবছে রাজ্য প্রশাসনগুলি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.