ETV Bharat / state

COVID-19 : মোকাবিলায় রাজ্যে বাড়ল আইসোলেশন ওয়ার্ডের বেড - হোম আইসোলেশন

COVID-19 মোকাবিলায় রাজ্যে বাড়ানো হল আইসোলেশন ওয়ার্ডের বেড ৷ রাজ্যের বিভিন্ন প্রান্তের 25টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 163 টি বেডের ব্যবস্থা ছিল ৷ গতকাল রাজ্যের আরও একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 18টি বেডের ব্যবস্থা করেছে রাজ্য় স্বাস্থ্য দপ্তর। এর ফলে রাজ্যজুড়ে 26টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বেডের সংখ্যা বেড়ে হল 181 ।

COVID-19: Beds of Isolation Ward increased in the state
COVID-19: মোকাবিলায় রাজ্যে বাড়ল আইসোলেশন ওয়ার্ডের বেড
author img

By

Published : Mar 19, 2020, 9:54 AM IST

Updated : Mar 19, 2020, 10:35 AM IST

কলকাতা,19 মার্চ : নভেল কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19)-এর মোকাবিলায় এ রাজ্যে বাড়ানো হল আইসোলেশন ওয়ার্ডের বেড । এ দিকে COVID-19-এর সংক্রমণ সন্দেহে এ রাজ্যে হোম আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা চিহ্নিতদের সংখ্যা গতকাল একলাফে ৫,৬০৫ জন থেকে বেড়ে ১৭,৮৪৯-তে দাঁড়াল ।

COVID-19-এর মোকাবিলায় কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তের 25টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 163টি বেডের ব্যবস্থা ছিল । গতকাল রাজ্যের আরও একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 18টি বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানাল স্বাস্থ্য দপ্তর । যার জেরে, রাজ্যজুড়ে 26টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বেডের সংখ্যা বেড়ে হল 181। গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ‘‘উলুবেড়িয়া সাব ডিভিশন হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে । এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 18টি বেডের ব্যবস্থা করা হয়েছে ।’’

গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ‘‘এ দিন পর্যন্ত কলকাতার দমদম এবং উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর মিলিয়ে 76,236 জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । নেপাল এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত এ রাজ্যের 7টি সীমান্তে গতকাল পর্যন্ত 3,19,244 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । এ রাজ্যের 3টি বন্দর মিলিয়ে এ দিন পর্যন্ত জাহাজের 3,989 জন ক্রিউ মেম্বারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত COVID-19-এ আক্রান্ত বিভিন্ন দেশ থেকে এ রাজ্যে আগত 17,849 জন যাত্রীকে চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে । তাঁদের মধ্যে এ দিন পর্যন্ত 267 জনের ক্ষেত্রে নজরদারিতে রাখার মেয়াদ শেষ হয়েছে । গতকাল বিভিন্ন হাসপাতাল মিলিয়ে COVID-19-এর সংক্রমণ সন্দেহে 25 জনকে ভর্তি রাখা হয়েছে । এ দিন পর্যন্ত ১৭,৫৫৭ জন হোম আইসোলেশনে নজরদারিতে রয়েছেন । এ দিন পর্যন্ত 77 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে 76 জনের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19-এর সংক্রমণ নেগেটিভ এসেছে । বাকি একজনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে ।’’

কলকাতা,19 মার্চ : নভেল কোরোনা ভাইরাস ডিজ়িজ় (COVID-19)-এর মোকাবিলায় এ রাজ্যে বাড়ানো হল আইসোলেশন ওয়ার্ডের বেড । এ দিকে COVID-19-এর সংক্রমণ সন্দেহে এ রাজ্যে হোম আইসোলেশনে পর্যবেক্ষণে রাখা চিহ্নিতদের সংখ্যা গতকাল একলাফে ৫,৬০৫ জন থেকে বেড়ে ১৭,৮৪৯-তে দাঁড়াল ।

COVID-19-এর মোকাবিলায় কলকাতা সহ এ রাজ্যের বিভিন্ন প্রান্তের 25টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 163টি বেডের ব্যবস্থা ছিল । গতকাল রাজ্যের আরও একটি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 18টি বেডের ব্যবস্থা করা হয়েছে বলে জানাল স্বাস্থ্য দপ্তর । যার জেরে, রাজ্যজুড়ে 26টি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে বেডের সংখ্যা বেড়ে হল 181। গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ‘‘উলুবেড়িয়া সাব ডিভিশন হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ডের ব্যবস্থা করা হয়েছে । এই হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে 18টি বেডের ব্যবস্থা করা হয়েছে ।’’

গতকাল রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, ‘‘এ দিন পর্যন্ত কলকাতার দমদম এবং উত্তরবঙ্গের বাগডোগরা বিমানবন্দর মিলিয়ে 76,236 জন যাত্রীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । নেপাল এবং বাংলাদেশের সঙ্গে যুক্ত এ রাজ্যের 7টি সীমান্তে গতকাল পর্যন্ত 3,19,244 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । এ রাজ্যের 3টি বন্দর মিলিয়ে এ দিন পর্যন্ত জাহাজের 3,989 জন ক্রিউ মেম্বারের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে । গতকাল পর্যন্ত COVID-19-এ আক্রান্ত বিভিন্ন দেশ থেকে এ রাজ্যে আগত 17,849 জন যাত্রীকে চিহ্নিত করে নজরদারিতে রাখা হয়েছে । তাঁদের মধ্যে এ দিন পর্যন্ত 267 জনের ক্ষেত্রে নজরদারিতে রাখার মেয়াদ শেষ হয়েছে । গতকাল বিভিন্ন হাসপাতাল মিলিয়ে COVID-19-এর সংক্রমণ সন্দেহে 25 জনকে ভর্তি রাখা হয়েছে । এ দিন পর্যন্ত ১৭,৫৫৭ জন হোম আইসোলেশনে নজরদারিতে রয়েছেন । এ দিন পর্যন্ত 77 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে । এর মধ্যে 76 জনের নমুনা পরীক্ষার রিপোর্টে COVID-19-এর সংক্রমণ নেগেটিভ এসেছে । বাকি একজনের ক্ষেত্রে রিপোর্ট পজিটিভ এসেছে ।’’

Last Updated : Mar 19, 2020, 10:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.