ETV Bharat / state

JU Student Death Case: যাদবপুর-কাণ্ডে জয়দীপকে চার দিনের পুলিশ হেফাজতে পাঠাল আদালত

যাদবপুরের মৃত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার কাছে মৃত্যুকালীন জবানবন্দি নিতে চেয়েছিলেন চিকিৎসকরা ৷ কিন্তু ওই ছাত্রের কাছে ডাক্তারদের যেতে দেয়নি এই জয়দীপ ঘোষ ৷ শুধুমাত্র ডাক্তারদেরই নয়, পুলিশও হাসপাতালে জবানবন্দি নিতে গেলে, তাদেরও ঢুকতে দেওয়া হয়নি বলে আদালতে জয়দীপের বিরুদ্ধে অভিযোগ করেন সরকারি আইনজীবী ৷

Etv Bharat
যাদবপুর কাণ্ডে
author img

By

Published : Aug 20, 2023, 7:46 PM IST

কলকাতা, 20 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়ুয়া মৃত্যু কাণ্ডে গ্রেফতার অন্য আরও এক প্রাক্তনী জয়দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল পুলিশ ৷ জয়দীপ শুধু পুলিশকে হোস্টেলে ঢুকতে দেয়নি তাই নয়, এই জয়দীপ ঘোষ হাসপাতালে স্বপ্নদ্বীপের মৃত্যুর আগে জবানবন্দি নিতেও চিকিৎসকদের বাধা দিয়েছিল। আদালতে রবিবার এমনটাই সওয়াল করলেন সরকারি আইনজীবী ৷ দু'পক্ষের সওয়াল-জবাব শেষে জয়দীপকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

পুলিশের দাবি, যাদবপুরের মৃত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার কাছে মৃত্যুকালীন জবানবন্দি নিতে চেয়েছিলেন চিকিৎসকরা ৷ কিন্তু ওই ছাত্রের কাছে ডাক্তারদের যেতে দেয়নি এই জয়দীপ ঘোষ ৷ শুধুমাত্র ডাক্তারদেরই নয়, পুলিশও হাসপাতালে জবানবন্দি নিতে গেলে, তাদেরও ঢুকতে দেওয়া হয়নি বলে আদালতে জয়দীপের বিরুদ্ধে অভিযোগ করেন সরকারি আইনজীবী ৷ সরকারি আইনজীবী আদালতে জানান, ওই পড়ুয়ার জবানবন্দি সেই সময় পাওয়া গেলে আদালতের কাছে সম্পূর্ণ ঘটনা পরিষ্কার হয়ে যেত।

আদালতে সরকারি আইনজীবী আরও দাবি করেন, ঘটনার সময় শোভন মণ্ডল নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র জয়দীপ ঘোষকে ফোন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ডাকে ৷ এরপরই জয়দীপ বিক্রমগড়ের ভাড়াবাড়ি থেকে দ্রুত যাদবপুর হস্টেলের ঘটনাস্থলে চলে আসে ৷ এরপরই হস্টেলের গেট আটকে পুলিশকে প্রবেশ করতে বাধা দেয় সে ৷ সেখান থেকে ওই মৃত পড়ুয়াকে ওইদিন যাদবপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও মৃত্যুকালীন জবানবন্দি নিতে ডাক্তারদের এবং পুলিশকে বাধা দেয় জয়দীপ ৷ এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আদালতে করেছে সরকারি আইনজীবী।
আরও পড়ুন: উপাচার্য নিয়োগের পরই পদত্যাগ ডিন অফ সায়েন্সের
অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, জয়দীপকে জেরা করে পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে এই ঘটনার সঙ্গে আরও 11 জন জড়িত রয়েছে ৷ তাদের খোঁজও চালাচ্ছে পুলিশ ৷ যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করতে নারাজ পুলিশ। প্রসঙ্গত, জয়দীপ 2021 সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের ওপর পাশ করা প্রাক্তন ছাত্র। যাদবপুর কাণ্ডে জয়দীপ ঘোষকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

কলকাতা, 20 অগস্ট: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে পড়ুয়া মৃত্যু কাণ্ডে গ্রেফতার অন্য আরও এক প্রাক্তনী জয়দীপ ঘোষের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনল পুলিশ ৷ জয়দীপ শুধু পুলিশকে হোস্টেলে ঢুকতে দেয়নি তাই নয়, এই জয়দীপ ঘোষ হাসপাতালে স্বপ্নদ্বীপের মৃত্যুর আগে জবানবন্দি নিতেও চিকিৎসকদের বাধা দিয়েছিল। আদালতে রবিবার এমনটাই সওয়াল করলেন সরকারি আইনজীবী ৷ দু'পক্ষের সওয়াল-জবাব শেষে জয়দীপকে পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

পুলিশের দাবি, যাদবপুরের মৃত পড়ুয়াকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার কাছে মৃত্যুকালীন জবানবন্দি নিতে চেয়েছিলেন চিকিৎসকরা ৷ কিন্তু ওই ছাত্রের কাছে ডাক্তারদের যেতে দেয়নি এই জয়দীপ ঘোষ ৷ শুধুমাত্র ডাক্তারদেরই নয়, পুলিশও হাসপাতালে জবানবন্দি নিতে গেলে, তাদেরও ঢুকতে দেওয়া হয়নি বলে আদালতে জয়দীপের বিরুদ্ধে অভিযোগ করেন সরকারি আইনজীবী ৷ সরকারি আইনজীবী আদালতে জানান, ওই পড়ুয়ার জবানবন্দি সেই সময় পাওয়া গেলে আদালতের কাছে সম্পূর্ণ ঘটনা পরিষ্কার হয়ে যেত।

আদালতে সরকারি আইনজীবী আরও দাবি করেন, ঘটনার সময় শোভন মণ্ডল নামে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্র জয়দীপ ঘোষকে ফোন করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হস্টেলে ডাকে ৷ এরপরই জয়দীপ বিক্রমগড়ের ভাড়াবাড়ি থেকে দ্রুত যাদবপুর হস্টেলের ঘটনাস্থলে চলে আসে ৷ এরপরই হস্টেলের গেট আটকে পুলিশকে প্রবেশ করতে বাধা দেয় সে ৷ সেখান থেকে ওই মৃত পড়ুয়াকে ওইদিন যাদবপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানেও মৃত্যুকালীন জবানবন্দি নিতে ডাক্তারদের এবং পুলিশকে বাধা দেয় জয়দীপ ৷ এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আদালতে করেছে সরকারি আইনজীবী।
আরও পড়ুন: উপাচার্য নিয়োগের পরই পদত্যাগ ডিন অফ সায়েন্সের
অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, জয়দীপকে জেরা করে পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে এই ঘটনার সঙ্গে আরও 11 জন জড়িত রয়েছে ৷ তাদের খোঁজও চালাচ্ছে পুলিশ ৷ যদিও তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করতে নারাজ পুলিশ। প্রসঙ্গত, জয়দীপ 2021 সালে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের ওপর পাশ করা প্রাক্তন ছাত্র। যাদবপুর কাণ্ডে জয়দীপ ঘোষকে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.