ETV Bharat / state

Teachers Recruitment Scam: নিয়োগ দুর্নীতি মামলায় 28 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতে পার্থ-সুবীরেশ

নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) মামলার তদন্তে কী প্রমাণ পেয়েছে সিবিআই ? আজ তদন্তকারী আধিকারিকের কাছে তা জানতে চাইলেন বিশেষ সিবিআই আদালতের বিচারক (Court Questions to CBI Investigating Officer) ৷

Court Questions to CBI Investigating Officer on Teachers Recruitment Scam
Court Questions to CBI Investigating Officer on Teachers Recruitment Scam
author img

By

Published : Nov 14, 2022, 2:43 PM IST

Updated : Nov 14, 2022, 6:58 PM IST

কলকাতা, 14 নভেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) মামলায় সিবিআই কী কী তথ্যপ্রমাণ জোগাড় করেছে ? আজ আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে শিক্ষক নিয়োগ মামলায় তদন্তকারী আধিকারিককে এই প্রশ্ন করেন বিচারক (Court Questions to CBI Investigating Officer) ৷ প্রসঙ্গত, এদিন সিবিআই পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য-সহ মোট 7 জনকে আদালতে পেশ করা হয় ৷ বিচারক সকলকেই 28 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ৷

এদিন আদালতে শুনানি শুরু হতেই সিবিআই এর বিশেষ আদালতের বিচারক তদন্তকারী আধিকারিকের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘‘এখনও পর্যন্ত এই মামলায় কী কী তথ্যপ্রমাণ পেয়েছেন তাঁরা ?’’ জবাবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক আদালতকে বলেন, ‘‘অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন ৷ তার তথ্য প্রমাণ সিবিআই এর হাতে রয়েছে ৷’’ বিচারক পাল্টা মন্তব্য করেন, ‘‘যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা সমান দোষী ৷’’ এর পরেই বিচারক প্রশ্ন করেন, ‘‘তথ্য প্রমাণ থাকলে সেক্ষেত্রে তাঁদের গ্রেফতার করা হয়নি কেন ? আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?’’

আদালতের এই প্রশ্নে তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, বেশকিছু তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে ৷ তার ভিত্তিতে 4 জনকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তবে, কতজন টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই তথ্য তদন্তকারীদের কাছে আছে ৷ আর সেই মতো প্রমাণও আছে সিবিআই এর হাতে ৷ জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ৷ আরও কিছু তদন্ত ও তথ্য প্রমাণ জোগাড় করতে হবে বলে আদালতে জানিয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিক ৷

আরও পড়ুন: আপার প্রাইমারিদের বিক্ষোভে বাধা পুলিশের, আটক বেশ কয়েকজন

প্রসঙ্গত, গত 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি ৷ সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের আবাসন থেকে প্রায় 20 কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি ৷ পরবর্তী সময়ে বেলঘড়িয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় 30 কোটি কাছাকাছি নগদ অর্থ ও বিপুল পরিমাণ সোনা ৷ নিয়োগ দুর্নীতির মামলায় এর পর একে একে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদ ও এসএসসি উপদেষ্টা শান্তি প্রাসদ সিনহা-সহ 6 জনকে গ্রেফতার করে সিবিআই ও ইডি’র আধিকারিকরা ৷

কলকাতা, 14 নভেম্বর: শিক্ষক নিয়োগ দুর্নীতি (Teachers Recruitment Scam) মামলায় সিবিআই কী কী তথ্যপ্রমাণ জোগাড় করেছে ? আজ আলিপুরে সিবিআই এর বিশেষ আদালতে শিক্ষক নিয়োগ মামলায় তদন্তকারী আধিকারিককে এই প্রশ্ন করেন বিচারক (Court Questions to CBI Investigating Officer) ৷ প্রসঙ্গত, এদিন সিবিআই পার্থ চট্টোপাধ্যায় এবং সুবীরেশ ভট্টাচার্য-সহ মোট 7 জনকে আদালতে পেশ করা হয় ৷ বিচারক সকলকেই 28 নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন ৷

এদিন আদালতে শুনানি শুরু হতেই সিবিআই এর বিশেষ আদালতের বিচারক তদন্তকারী আধিকারিকের উদ্দেশ্যে প্রশ্ন করেন, ‘‘এখনও পর্যন্ত এই মামলায় কী কী তথ্যপ্রমাণ পেয়েছেন তাঁরা ?’’ জবাবে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিক আদালতকে বলেন, ‘‘অনেকেই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন ৷ তার তথ্য প্রমাণ সিবিআই এর হাতে রয়েছে ৷’’ বিচারক পাল্টা মন্তব্য করেন, ‘‘যাঁরা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁরা সমান দোষী ৷’’ এর পরেই বিচারক প্রশ্ন করেন, ‘‘তথ্য প্রমাণ থাকলে সেক্ষেত্রে তাঁদের গ্রেফতার করা হয়নি কেন ? আর কী ব্যবস্থা নেওয়া হয়েছে ?’’

আদালতের এই প্রশ্নে তদন্তকারী আধিকারিক জানিয়েছেন, বেশকিছু তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে রয়েছে ৷ তার ভিত্তিতে 4 জনকে এখনও পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয়েছে ৷ তবে, কতজন টাকা দিয়ে চাকরি পেয়েছেন, সেই তথ্য তদন্তকারীদের কাছে আছে ৷ আর সেই মতো প্রমাণও আছে সিবিআই এর হাতে ৷ জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে ৷ আরও কিছু তদন্ত ও তথ্য প্রমাণ জোগাড় করতে হবে বলে আদালতে জানিয়েছেন সিবিআই এর তদন্তকারী আধিকারিক ৷

আরও পড়ুন: আপার প্রাইমারিদের বিক্ষোভে বাধা পুলিশের, আটক বেশ কয়েকজন

প্রসঙ্গত, গত 23 জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে শিক্ষক নিয়োগ দর্নীতি মামলায় গ্রেফতার করেছিল ইডি ৷ সেই সময় পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের হরিদেবপুরের আবাসন থেকে প্রায় 20 কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি ৷ পরবর্তী সময়ে বেলঘড়িয়ার ফ্ল্যাটে উদ্ধার হয় 30 কোটি কাছাকাছি নগদ অর্থ ও বিপুল পরিমাণ সোনা ৷ নিয়োগ দুর্নীতির মামলায় এর পর একে একে প্রাথমিক শিক্ষা পর্ষদ, মধ্য শিক্ষা পর্ষদ ও এসএসসি উপদেষ্টা শান্তি প্রাসদ সিনহা-সহ 6 জনকে গ্রেফতার করে সিবিআই ও ইডি’র আধিকারিকরা ৷

Last Updated : Nov 14, 2022, 6:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.