ETV Bharat / state

ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ, সুইসাইড নোট - সুইসাইড নোট

প্রবল মানসিক অবসাদের জেরে আত্মহত্যার পথ বেছে নিল দম্পতি ৷ তদন্তে পুলিশ ৷

couple-commited-suicide-at-charu-market-area
ঘর থেকে উদ্ধার দম্পতির দেহ, সুইসাইড নোট
author img

By

Published : Sep 18, 2020, 3:44 PM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর : টালিগঞ্জের চারুমার্কেট থানা এলাকায় উদ্ধার দম্পতির দেহ ৷ গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁদের উদ্ধার করা হয় ৷ ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে ৷ মৃতদের নাম অরিজিৎ দত্ত(32) ও সুপর্ণা দত্ত(30) ৷ চারুমার্কেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

চারুমার্কেট থানা এলাকার CMDA আবাসনে ভাড়া থাকতেন অরিজিৎ ও সুপর্ণা ৷ পরিবার সূত্রে জানা গেছে, বছর চারেক আগে অরিজিৎ ও সুপর্ণার বিয়ে হয় ৷ অরিজিৎ পেশায় অ্যাপ ক্যাবের চালক ছিলেন ৷ তাঁদের একটি শিশু পুত্র হয় ৷ কোরোনার জেরে লকডাউন শুরু হওয়ায় সংসারে অনটন শুরু হয় ৷ তারই মধ্যে গত জুন মাসে মাত্র চার মাসের শিশু সন্তানের মৃত্যু হয় ৷

পুলিশ সূত্রে জানা গেছে, যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘরের মেঝেতে যুবকের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে ৷ খাটের উপরে একটি ডায়েরি ও ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ সেই ডায়েরিতেই মেলে সুইসাইড নোট ৷ দেহ উদ্ধার করে SSKM হাসপাতালে পাঠানো হয় ৷

সুইসাইড নোটে আর্থিক অনটন ও শিশু মৃত্যুর কারণে মানসিক অবসাদের কথা রয়েছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টের পরেই দম্পতির মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

কলকাতা, 18 সেপ্টেম্বর : টালিগঞ্জের চারুমার্কেট থানা এলাকায় উদ্ধার দম্পতির দেহ ৷ গলায় ফাঁস লাগানো অবস্থায় তাঁদের উদ্ধার করা হয় ৷ ঘর থেকে একটি সুইসাইড নোটও পাওয়া গেছে ৷ মৃতদের নাম অরিজিৎ দত্ত(32) ও সুপর্ণা দত্ত(30) ৷ চারুমার্কেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷

চারুমার্কেট থানা এলাকার CMDA আবাসনে ভাড়া থাকতেন অরিজিৎ ও সুপর্ণা ৷ পরিবার সূত্রে জানা গেছে, বছর চারেক আগে অরিজিৎ ও সুপর্ণার বিয়ে হয় ৷ অরিজিৎ পেশায় অ্যাপ ক্যাবের চালক ছিলেন ৷ তাঁদের একটি শিশু পুত্র হয় ৷ কোরোনার জেরে লকডাউন শুরু হওয়ায় সংসারে অনটন শুরু হয় ৷ তারই মধ্যে গত জুন মাসে মাত্র চার মাসের শিশু সন্তানের মৃত্যু হয় ৷

পুলিশ সূত্রে জানা গেছে, যুবতির ঝুলন্ত দেহ উদ্ধার হয় ৷ ঘরের মেঝেতে যুবকের দেহ গলায় ফাঁস লাগানো অবস্থায় পড়ে থাকতে দেখে ৷ খাটের উপরে একটি ডায়েরি ও ব্যাগ উদ্ধার করে পুলিশ ৷ সেই ডায়েরিতেই মেলে সুইসাইড নোট ৷ দেহ উদ্ধার করে SSKM হাসপাতালে পাঠানো হয় ৷

সুইসাইড নোটে আর্থিক অনটন ও শিশু মৃত্যুর কারণে মানসিক অবসাদের কথা রয়েছে ৷ তবে ময়নাতদন্তের রিপোর্টের পরেই দম্পতির মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷ পুলিশি তদন্ত শুরু হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.