বিধাননগর, 5 অগাস্ট : কোরোনায় মৃত্যু হল বিধাননগর পৌরনিগমের 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোসের । বয়স 59 । বাড়ি রাজারহাট মেন রোডে । তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সুভাষবাবুকে কোরোনার বিরুদ্ধে লড়াইয়ে "অগ্রণী বীর" বলে টুইট করেন তিনি ।
কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন ওই কাউন্সিলর । বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । আজ ভোরে তাঁর মৃত্যু হয় । কাউন্সিলরের স্ত্রী ও পুত্রও কোরোনায় আক্রান্ত হয়ে বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভরতি রয়েছেন ।
আশির দশকে কংগ্রেস করলেও পরে তৃণমূলে যোগ দেন তিনি । পরে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ হয়ে ওঠেন । এলাকায় তাঁর জনপ্রিয়তা ছিল ।