কলকাতা, ২৬ ফেব্রুয়ারি : মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকে দলীয় নেতারা বারকোড লাগানো আমন্ত্রণপত্র ছাড়া প্রবেশ করতে পারবেন না । 2 মার্চ কাউন্সিলরদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করবেন তৃণমূল সুপ্রিমো। বিশেষ এই বৈঠকে যোগ দেওয়ার জন্য বারকোড লাগানো আমন্ত্রণপত্র আবশ্যক করা হয়েছে । এই আমন্ত্রণপত্র নিয়েই কাউন্সিলরদের প্রবেশ করতে হবে ইনডোর স্টেডিয়ামে । তৃণমূলের রাজনৈতিক পরামর্শদাতা প্রশান্ত কিশোরের পরামর্শে বারকোড লাগানো আমন্ত্রণ পত্রের সিদ্ধান্ত নিয়েছে দল । তাঁর IPAC সংস্থা গোটা বিষয়টির ব্যবস্থা করেছে ।
প্রশান্ত কিশোর রাজনৈতিক পরামর্শ দেওয়ার দায়িত্ব নেওয়ার পর থেকেই তৃণমূল কংগ্রেস কর্পোরেট ধাচেই কর্মকাণ্ড চালাতে শুরু করেছে । সবকিছুর মধ্যেই পরিপুষ্ট হচ্ছে আধুনিকতার ছোঁয়া । এবারে দলীয় নেতাদের আমন্ত্রণ পত্রে সংযোজন হচ্ছে বিশেষ বারকোড ।
2 মার্চ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্যের প্রত্যেক দলীয় কাউন্সিলরের সঙ্গে বৈঠক করবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তৃণমূল সূত্রে খবর, প্রবেশাধিকার থাকলে দলীয় কাউন্সিলরের বিপুল সংখ্যকের মধ্যে অনেক অবাঞ্ছিত ব্যক্তি বৈঠকে প্রবেশ করতে পারে । এই অবাঞ্ছিত প্রবেশ রুখতে প্রশান্ত কিশোরের IPAC সংস্থা সদাসতর্ক ।
দিল্লির হিংসায় মন কাঁদছে, জগন্নাথধামে পুজো দিয়ে বললেন মমতা
এবার আমন্ত্রণপত্রে বারকোড লাগানো থাকবে । কাউন্সিলররা বারকোড লাগানো আমন্ত্রণপত্র সঙ্গে নিয়েই প্রবেশ করবেন ইন্ডোর স্টেডিয়ামের বৈঠকে । কাউন্সিলরদের সঙ্গে বৈঠকেই শুরু হচ্ছে বিশেষ এই প্রবেশাধিকার পদ্ধতি । এরপরে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যান্য বৈঠকেও এইরকমভাবে বারকোড দেওয়া আমন্ত্রণ পত্রের ব্যবস্থা থাকতে পারে ।