ETV Bharat / state

Bowbazar Metro Disaster : বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুর্নবাসনের দাবি কাউন্সিলর বিশ্বরূপ দে-র

বউবাজারে মেট্রো বিপর্যয়ের (Bowbazar Metro disaster) ঘরছাড়াদের পুনর্বাসনের দাবি করলেন 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে । আগামী সপ্তাহে কেএমআরসিএল (Kolkata Metro Rail Corporation Limited) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাকি কাজ দ্রুত সমাপ্ত করার আশ্বাস দিলেন মেয়র ফিরহাদ হাকিম ।

author img

By

Published : Apr 22, 2022, 11:03 PM IST

councilor demanded to rehabilitate displaced people of Bowbazar Metro disaster
বউবাজারে মেট্রো বিপর্যয়ের ঘরছাড়াদের পুনর্বাসনের দাবি

কলকাতা, 22 এপ্রিল : বউ বাজার এলাকায় মেট্রো বিপর্যয়ের তিন বছর কেটে গিয়েছে । তবু বিপর্যয়ের মুখে পড়া একাধিক বাসিন্দাকে এখনও এলাকায় ফেরানো যায়নি (Bowbazar Metro disaster)। তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নিতে মেয়রের হস্তক্ষেপ চেয়ে বিষয়টি কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে তুললেন 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে । আগামী সপ্তাহে কেএমআরসিএল (Kolkata Metro Rail Corporation Limited) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাকি কাজ দ্রুত সমাপ্ত করার আশ্বাস দিলেন মেয়র ফিরহাদ হাকিম ।

বউ বাজার এলাকার বিস্তীর্ণ জায়গা জুড়ে ঘটেছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর নজিরবিহীন বিপর্যয় । মাটি ধসে হুড়মুড়িয়ে পড়েছিল চারটি বাড়ি । আরও বেশ কয়েকটি বাড়ির অবস্থা ছিল বিপদজনক । একাধিক এলাকায় বাড়ির পর বাড়ির দেওয়ালে ধরেছিল ফাটল । সেই ঘটনার তিন বছর পার হলেও বিপর্যয়ের মুখে পড়া বহু বাসিন্দাকেই এখনও ফেরানো যায়নি তাঁদের পুরনো বাড়িতে ।

আরও পড়ুন : Firhad Hakim On Talk To Mayor: বেআইনি বিল্ডিং নির্মাণের অভিযোগ পেয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম

এদিন ওই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে জানান, ঘটনার পরে কেএমআরসিএল (Kolkata Metro Rail Corporation Limited) প্রতিশ্রুতি দিয়েছিল এক বছরের মধ্যে সকলে তাঁদের বাসস্থান ফিরে পাবে । কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়েছে এখনও মানুষ গৃহহীন । গৃহহীনদের বাসস্থানের ফেরানোর জন্য একাধিক প্রশ্ন করেন তিনি। তার প্রশ্নের উত্তর দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "সেই সময় চারটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছিল । আরও কয়েকটি বিপদজনক অবস্থায় ছিল । বেশ কয়েকটিতে ফাটল ধরেছিল । সব মিলিয়ে 73 টি বাড়ি ফাঁকা করা হয়েছিল । যাতে ছিলেন 201 পরিবারের 718 জন মানুষ । অনেককেই 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল । 21 টি বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে মানুষজনকে । এখনও 6 টি বাড়িতে কাজ চলছে ৷ কেএমআরসিএল-কে (Kolkata Metro Rail Corporation Limited) বলেছি দ্রুত কাজ করতে । অনেকটাই দেরি হয়ে গিয়েছে । আসলে এই কাজ করতে গিয়ে কেন্দ্রের নানা ছাড়পত্র আনতে হচ্ছে কেএমআরসিএল কর্তৃপক্ষকে । যার জেরেই কাজটা আরও সময় লাগছে । আগামী সপ্তাহে কেআরসিএল কর্তৃপক্ষকে ডেকে বাকি কাজ কীভাবে দ্রুত করা যায় তারই পরিকল্পনা করা হবে ।"

কলকাতা, 22 এপ্রিল : বউ বাজার এলাকায় মেট্রো বিপর্যয়ের তিন বছর কেটে গিয়েছে । তবু বিপর্যয়ের মুখে পড়া একাধিক বাসিন্দাকে এখনও এলাকায় ফেরানো যায়নি (Bowbazar Metro disaster)। তাঁদের ফিরিয়ে আনার উদ্যোগ নিতে মেয়রের হস্তক্ষেপ চেয়ে বিষয়টি কলকাতা পৌরনিগমের মাসিক অধিবেশনে তুললেন 48 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে । আগামী সপ্তাহে কেএমআরসিএল (Kolkata Metro Rail Corporation Limited) কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে বাকি কাজ দ্রুত সমাপ্ত করার আশ্বাস দিলেন মেয়র ফিরহাদ হাকিম ।

বউ বাজার এলাকার বিস্তীর্ণ জায়গা জুড়ে ঘটেছিল ইস্ট-ওয়েস্ট মেট্রোর নজিরবিহীন বিপর্যয় । মাটি ধসে হুড়মুড়িয়ে পড়েছিল চারটি বাড়ি । আরও বেশ কয়েকটি বাড়ির অবস্থা ছিল বিপদজনক । একাধিক এলাকায় বাড়ির পর বাড়ির দেওয়ালে ধরেছিল ফাটল । সেই ঘটনার তিন বছর পার হলেও বিপর্যয়ের মুখে পড়া বহু বাসিন্দাকেই এখনও ফেরানো যায়নি তাঁদের পুরনো বাড়িতে ।

আরও পড়ুন : Firhad Hakim On Talk To Mayor: বেআইনি বিল্ডিং নির্মাণের অভিযোগ পেয়ে বিস্ফোরক মেয়র ফিরহাদ হাকিম

এদিন ওই ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে জানান, ঘটনার পরে কেএমআরসিএল (Kolkata Metro Rail Corporation Limited) প্রতিশ্রুতি দিয়েছিল এক বছরের মধ্যে সকলে তাঁদের বাসস্থান ফিরে পাবে । কিন্তু তিন বছর অতিক্রান্ত হয়েছে এখনও মানুষ গৃহহীন । গৃহহীনদের বাসস্থানের ফেরানোর জন্য একাধিক প্রশ্ন করেন তিনি। তার প্রশ্নের উত্তর দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, "সেই সময় চারটি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছিল । আরও কয়েকটি বিপদজনক অবস্থায় ছিল । বেশ কয়েকটিতে ফাটল ধরেছিল । সব মিলিয়ে 73 টি বাড়ি ফাঁকা করা হয়েছিল । যাতে ছিলেন 201 পরিবারের 718 জন মানুষ । অনেককেই 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল । 21 টি বাড়ি ফিরিয়ে দেওয়া হয়েছে মানুষজনকে । এখনও 6 টি বাড়িতে কাজ চলছে ৷ কেএমআরসিএল-কে (Kolkata Metro Rail Corporation Limited) বলেছি দ্রুত কাজ করতে । অনেকটাই দেরি হয়ে গিয়েছে । আসলে এই কাজ করতে গিয়ে কেন্দ্রের নানা ছাড়পত্র আনতে হচ্ছে কেএমআরসিএল কর্তৃপক্ষকে । যার জেরেই কাজটা আরও সময় লাগছে । আগামী সপ্তাহে কেআরসিএল কর্তৃপক্ষকে ডেকে বাকি কাজ কীভাবে দ্রুত করা যায় তারই পরিকল্পনা করা হবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.