কলকাতা, 27 জুলাই : রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কোরোনার সংক্রমণ ৷ কোরোনা নিয়ন্ত্রণে রাজ্য সরকারের তরফে বাড়ানো হয়েছে কনটেনমেন্ট জ়োনের সংখ্যা ৷ সপ্তাহে দু'দিন লকডাউনের ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কিন্তু, এই দু'দিনের লকডাউন কি সংক্রমণ কমাতে পারবে ? কংগ্রেস নেতা ও আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, "আমরা কেউই জানি না কী হবে ৷ অবস্থা ভয়ানক ৷ তবে, কোরোনা মোদি-মমতাকে বাঁচিয়ে দিয়েছে ৷''
অরুণাভ ঘোষ আরও বলেন, "কোরোনা পরিস্থিতি নিয়ে অনেকে কেন্দ্রীয় সরকারকে দোষ দিচ্ছে ৷ কিন্তু, আমি কেন্দ্র বা মোদিজিকে দোষ দিচ্ছি না ৷ কারণ, ভারত 130 কোটির দেশ ৷ সেখানে অ্যামেরিকা ও ইংল্যান্ডের সঙ্গে আমাদের তুলনা করা উচিত নয় ৷ কিন্তু বাস্তব এটাও যে, 13 কোটি লোক বেকার হয়ে গেছে ৷ ছোটোবেলায় মহিলাদের অর্ধনগ্ন অবস্থায় ফ্যান, ভাত ভিক্ষা চাইতে দেখেছি ৷ আজ আবার সেই পরিস্থিতি দেখছি ৷"
তাঁর আরও সংযোজন, "কোরোনা মোদি ও মমতাকে বাঁচিয়ে দিয়েছে ৷ যা হচ্ছে কোরোনা দেখিয়ে দিচ্ছে ৷ কেন্দ্রের অর্থনৈতিক ব্যর্থতাগুলো ভয়ানক ছিল ৷ পশ্চিমবঙ্গে হাসপাতালে কোনও জায়গা নেই ৷ নীল-সাদা রং করে বাড়ি ছেড়ে দিয়েছে ৷ ডাক্তার নেই, পরিকাঠামো নেই ৷ নীল-সাদা রং করে বাড়ি তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই দেখে আমরা খুশি হই ৷ মমতার সত্যি কোনটা, মিথ্যে কোনটা বোঝা মুশকিল ৷ উনি নিজের সরকারের কাজকর্ম নিয়ে যে দাবিগুলো করছেন, তার বেশিরভাগটাই মিথ্যে ৷"