ETV Bharat / state

কোরোনা আক্রান্ত চিকিৎসক ও স্বাস্থ‍্যকর্তার শারীরিক অবস্থা সংকটজনক, রয়েছেন ভেন্টিলেশনে

author img

By

Published : Apr 20, 2020, 11:40 AM IST

শারীরিক অবস্থার উন্নতি হয়নি । সংকটজনক অবস্থায় কোরোনা আক্রান্ত স্বাস্থ‍্যকর্তা ও চিকিৎসক । সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে ভন্টিলেশনে রাখা হয়েছে তাঁদের ।

corona
কোরোনা

কলকাতা, 20 এপ্রিল : কোরোনা আক্রান্ত চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের শারীরিক অবস্থা সংকটজনক। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে তাঁদের চিকিৎসা চলছে ।

মিন্টোপার্কের বেসরকারি হাসপাতালের এই চিকিৎসক হাসপাতালে রোগী দেখেন সপ্তাহে তিনদিন । পার্কসার্কাসের লেডিস পার্কে তাঁর প্রাইভেট চেম্বার রয়েছে । কিছুদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি । মিন্টোপার্কের ওই বেসরকারি হাসপাতালে গত সোমবার তাঁর চেস্টের সিটি স্ক্যান হয় । সেই রিপোর্ট দেখে সন্দেহ হয় চিকিৎসকদের । এরপর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয় । দেখা যায়, তিনি কোরোনায় আক্রান্ত । এর পরের দিনই তাঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই এখন ভেন্টিলেশনে রয়েছেন তিনি । অবস্থা সংকটজনক ।

এদিকে শনিবার জানা যায়, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এই আধিকারিকের দায়িত্বে রয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোর । ওইদিনই MR বাঙুর হাসপাতাল থেকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । তাঁকেও ভেন্টিলেশনে রাখতে হয়েছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকের শারীরিক অবস্থা সংকটজনক । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই দু'জনের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি । তবে, উন্নতিও হয়নি । দু'জনেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে । এই নিয়ে ওই বেসরকারি হাসপাতালের ICU-তে 11 জন COVID-19 আক্রান্তের চিকিৎসা চলছে ।

EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে নতুন করে একজন ক‍্যানসার আক্রান্তের শরীরে ও হাসপাতালের এক কর্মীর শরীরে COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছে । তবে, এই বিষয়ে ওই হাসপাতালের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

কলকাতা, 20 এপ্রিল : কোরোনা আক্রান্ত চিকিৎসক এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের শারীরিক অবস্থা সংকটজনক। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালের ভেন্টিলেশনে তাঁদের চিকিৎসা চলছে ।

মিন্টোপার্কের বেসরকারি হাসপাতালের এই চিকিৎসক হাসপাতালে রোগী দেখেন সপ্তাহে তিনদিন । পার্কসার্কাসের লেডিস পার্কে তাঁর প্রাইভেট চেম্বার রয়েছে । কিছুদিন আগে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি । মিন্টোপার্কের ওই বেসরকারি হাসপাতালে গত সোমবার তাঁর চেস্টের সিটি স্ক্যান হয় । সেই রিপোর্ট দেখে সন্দেহ হয় চিকিৎসকদের । এরপর তাঁর সোয়াবের নমুনা পরীক্ষা হয় । দেখা যায়, তিনি কোরোনায় আক্রান্ত । এর পরের দিনই তাঁকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই এখন ভেন্টিলেশনে রয়েছেন তিনি । অবস্থা সংকটজনক ।

এদিকে শনিবার জানা যায়, রাজ্যের স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক COVID-19-এ আক্রান্ত হয়েছেন । এই আধিকারিকের দায়িত্বে রয়েছে সেন্ট্রাল মেডিকেল স্টোর । ওইদিনই MR বাঙুর হাসপাতাল থেকে সল্টলেকের বেসরকারি হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয় । তাঁকেও ভেন্টিলেশনে রাখতে হয়েছে ।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওই চিকিৎসক এবং স্বাস্থ্য আধিকারিকের শারীরিক অবস্থা সংকটজনক । শেষ খবর পাওয়া পর্যন্ত, এই দু'জনের শারীরিক অবস্থার নতুন করে অবনতি হয়নি । তবে, উন্নতিও হয়নি । দু'জনেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে । এই নিয়ে ওই বেসরকারি হাসপাতালের ICU-তে 11 জন COVID-19 আক্রান্তের চিকিৎসা চলছে ।

EM বাইপাসের ধারে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে নতুন করে একজন ক‍্যানসার আক্রান্তের শরীরে ও হাসপাতালের এক কর্মীর শরীরে COVID-19-এর সংক্রমণ ধরা পড়েছে । তবে, এই বিষয়ে ওই হাসপাতালের তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.