ETV Bharat / state

কোরোনা মহামারীর জেরে বদলাচ্ছে আইনজীবীদের পোশাক - high court

সুপ্রিমকোর্ট ও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্দেশ মতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এক নির্দেশিকায় জানিয়েছেন, আপাতত রাজ্যের সমস্ত আইনজীবী সাদা জামা/সাদা সালোয়ার কামিজ /সাদা শাড়ির সঙ্গে সাদা গলাবন্ধ পরে বসবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় ।

high court
হাইকোর্ট
author img

By

Published : May 16, 2020, 4:13 PM IST

কলকাতা, 16 মে: কোরোনা মহামারী এবার আইনজীবী থেকে কর্মী-অফিসারদের সুদীর্ঘকালের ঐতিহ্যবাহী পোশাকেও বদল ঘটাল । কয়েকদিন আগেই সুপ্রিমকোর্ট আইনজীবীদের পোশাকবিধি নিয়ে এক নির্দেশিকা দিয়েছিল । সেই বিধি মোতাবেক এবার কলকাতা হাইকোর্টের আইনজীবী ও কর্মী-অফিসারদের ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তন ঘটল ।

সুপ্রিমকোর্ট ও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্দেশমতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এক নির্দেশিকায় জানিয়েছেন, আপাতত রাজ্যের সমস্ত আইনজীবী সাদা জামা/সাদা সালোয়ার কামিজ /সাদা শাড়ির সঙ্গে সাদা গলাবন্ধ পরে বসবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় । এই পোশাকবিধি রাজ্যের সমস্ত নিম্ন আদালতের কর্মচারী, সার্কিট বেঞ্চ ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালকেও মানতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ।

রেজিস্ট্রার জেনেরালের ক্ষেত্রে শুধুমাত্র সাদা গলাবন্ধ পরার দরকার নেই বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় ।

sa
বার কাউন্সিলের নির্দেশ

বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসন কোরোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধের পন্থা হিসেবেই আইনজীবী থেকে শুরু করে আদালতের সমস্ত কর্মচারীকে পোশাকবিধি যতটা সম্ভব সরল করার পন্থা অবলম্বন করেছে । কারণ, আইনজীবীরা ঐতিহ্যবাহী যে কালো গাউন পরেন তা বর্তমান পরিস্থিতিতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অসম্ভব । এতে সংক্রমণ আরও বাড়তে পারে । সেই জন্যই এই নির্দেশ । প্রসঙ্গত, দেশের ইতিহাসে এই প্রথম আইনজীবীদের কালো গাউন না পরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।

কলকাতা, 16 মে: কোরোনা মহামারী এবার আইনজীবী থেকে কর্মী-অফিসারদের সুদীর্ঘকালের ঐতিহ্যবাহী পোশাকেও বদল ঘটাল । কয়েকদিন আগেই সুপ্রিমকোর্ট আইনজীবীদের পোশাকবিধি নিয়ে এক নির্দেশিকা দিয়েছিল । সেই বিধি মোতাবেক এবার কলকাতা হাইকোর্টের আইনজীবী ও কর্মী-অফিসারদের ঐতিহ্যবাহী পোশাকের পরিবর্তন ঘটল ।

সুপ্রিমকোর্ট ও বার কাউন্সিল অফ ইন্ডিয়ার নির্দেশমতো কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এক নির্দেশিকায় জানিয়েছেন, আপাতত রাজ্যের সমস্ত আইনজীবী সাদা জামা/সাদা সালোয়ার কামিজ /সাদা শাড়ির সঙ্গে সাদা গলাবন্ধ পরে বসবেন ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে শুনানির সময় । এই পোশাকবিধি রাজ্যের সমস্ত নিম্ন আদালতের কর্মচারী, সার্কিট বেঞ্চ ও হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরালকেও মানতে হবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ।

রেজিস্ট্রার জেনেরালের ক্ষেত্রে শুধুমাত্র সাদা গলাবন্ধ পরার দরকার নেই বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন হাইকোর্টের রেজিস্ট্রার জেনেরাল রাই চট্টোপাধ্যায় ।

sa
বার কাউন্সিলের নির্দেশ

বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রশাসন কোরোনা মহামারীর সংক্রমণ প্রতিরোধের পন্থা হিসেবেই আইনজীবী থেকে শুরু করে আদালতের সমস্ত কর্মচারীকে পোশাকবিধি যতটা সম্ভব সরল করার পন্থা অবলম্বন করেছে । কারণ, আইনজীবীরা ঐতিহ্যবাহী যে কালো গাউন পরেন তা বর্তমান পরিস্থিতিতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অসম্ভব । এতে সংক্রমণ আরও বাড়তে পারে । সেই জন্যই এই নির্দেশ । প্রসঙ্গত, দেশের ইতিহাসে এই প্রথম আইনজীবীদের কালো গাউন না পরার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.