ETV Bharat / state

রাজ্যে বাড়ছে সংক্রমণ, টিকাকরণ ছাড়াল 30 লাখের গন্ডি

রাজ্যে এখনও পর্যন্ত 31 লাখ 60 হাজার মানুষকে করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে । চলতি সপ্তাহে তিন দিন রাজ্যে 2 লাখেরও বেশি মানুষ টিকা নিয়েছেন প্রতিদিন ।

বাড়ছে সংক্রমণ, ভ্যাকসিনেশনে ৩০ লাখের গন্ডি পেরোল রাজ্য
বাড়ছে সংক্রমণ, ভ্যাকসিনেশনে ৩০ লাখের গন্ডি পেরোল রাজ্য
author img

By

Published : Mar 20, 2021, 9:38 AM IST

কলকাতা, 20 মার্চ : ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ । পাশাপাশি বাড়ছে টিকাকরণও । রাজ্যে 30 লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ।

শুক্রবার রাতে স্বাস্থ্য দফতর জানায়, রাজ্যে এখনও পর্যন্ত 31 লাখ 60 হাজার মানুষকে করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে । শুক্রবার, 19 মার্চ রাজ্যের 2 হাজার 813 সেন্টারে টিকা দেওয়া হয় । টিকা নেওয়ার জন্য মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে ।

টিকাকরণ বাড়লেও রাজ্যে সংক্রমণ বাড়ছে একইভাবে । শুক্রবার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 347 জন । বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল 323 এবং বুধবার 303 । গত মঙ্গলবার 255 জন করোনা আক্রান্ত হয়েছিলেন ।

আরও পড়ুন : বহুতলের লিফট থেকে শহরে মাথাচাড়া করোনার, আশঙ্কা ফিরহাদের

এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে আর না বাড়ে, করোনার সেকেন্ড ওয়েভ-এর সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানাচ্ছেন চিকিৎসকরা।

কলকাতা, 20 মার্চ : ফের রাজ্যে বাড়ছে করোনা সংক্রমণ । পাশাপাশি বাড়ছে টিকাকরণও । রাজ্যে 30 লাখের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর ।

শুক্রবার রাতে স্বাস্থ্য দফতর জানায়, রাজ্যে এখনও পর্যন্ত 31 লাখ 60 হাজার মানুষকে করোনা টিকা দেওয়া সম্ভব হয়েছে । শুক্রবার, 19 মার্চ রাজ্যের 2 হাজার 813 সেন্টারে টিকা দেওয়া হয় । টিকা নেওয়ার জন্য মানুষের মধ্যে উৎসাহ বাড়ছে ।

টিকাকরণ বাড়লেও রাজ্যে সংক্রমণ বাড়ছে একইভাবে । শুক্রবার স্বাস্থ্য দফতর থেকে জানানো হয়, গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 347 জন । বৃহস্পতিবার এই সংখ্যাটা ছিল 323 এবং বুধবার 303 । গত মঙ্গলবার 255 জন করোনা আক্রান্ত হয়েছিলেন ।

আরও পড়ুন : বহুতলের লিফট থেকে শহরে মাথাচাড়া করোনার, আশঙ্কা ফিরহাদের

এই পরিস্থিতিতে সংক্রমণ যাতে আর না বাড়ে, করোনার সেকেন্ড ওয়েভ-এর সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ জানাচ্ছেন চিকিৎসকরা।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.