ETV Bharat / state

লাইভ : কলকাতায় একদিনে কোরোনায় মৃত্যু 12 জনের - আনলক

Unlock
আনলক
author img

By

Published : Aug 23, 2020, 6:59 AM IST

06:39 August 23

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 3 হাজার 232 জন । মৃত্যু হয়েছে 48 জনের ।  
  • কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে 12 জনের ।  
  • রাজ্যে সুস্থতার হার বাড়ছে । এখনও পর্যন্ত কোরোনায় সুস্থ হয়েছে  1 লাখ 4 হাজার 959 জন । 

06:13 August 23

  • এবার থেকে বাড়িতে গিয়ে কোরোনার পরীক্ষা করবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের অধীন কোনও এলাকা থেকে 20 জন বাসিন্দা একত্রে ফোনে পরীক্ষার কথা জানাতে পারবেন । তবেই পৌরকর্মীরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে কোরোনা পরীক্ষা করবেন ।
  • কোরোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মালবাজারের ওদলাবাড়ি গোবিন্দ কলোনি এলাকার বাসিন্দা 90 ছুঁইছুঁই সোনেকা বৈরাগী । তাঁর পরিবারের সদস্যদের দাবি, মনের জোর এবং চিকিৎসক, নার্সদের অক্লান্ত পরিশ্রমের জন্যই সুস্থ হয়েছেন তিনি ।

06:39 August 23

রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে । কোরোনা পরিস্থিতি নিয়ে যে 10 টি রাজ্য কেন্দ্রের চিন্তা বাড়াচ্ছে তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গও । কোরোনা সংক্রমণ রুখতে অগাস্ট মাসে সাতদিন সম্পূর্ণ লকডাউনের ঘোষণা করেছে রাজ্য সরকার ৷ এই পরিস্থিতিতে আজ কেমন রাজ্যের ছবি ?

  • রাজ্যে ফের রেকর্ড সংক্রমণ । গত 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছে 3 হাজার 232 জন । মৃত্যু হয়েছে 48 জনের ।  
  • কলকাতায় একদিনে মৃত্যু হয়েছে 12 জনের ।  
  • রাজ্যে সুস্থতার হার বাড়ছে । এখনও পর্যন্ত কোরোনায় সুস্থ হয়েছে  1 লাখ 4 হাজার 959 জন । 

06:13 August 23

  • এবার থেকে বাড়িতে গিয়ে কোরোনার পরীক্ষা করবে কলকাতা পৌরনিগম । কলকাতা পৌরনিগমের অধীন কোনও এলাকা থেকে 20 জন বাসিন্দা একত্রে ফোনে পরীক্ষার কথা জানাতে পারবেন । তবেই পৌরকর্মীরা সংশ্লিষ্ট এলাকায় গিয়ে কোরোনা পরীক্ষা করবেন ।
  • কোরোনার সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মালবাজারের ওদলাবাড়ি গোবিন্দ কলোনি এলাকার বাসিন্দা 90 ছুঁইছুঁই সোনেকা বৈরাগী । তাঁর পরিবারের সদস্যদের দাবি, মনের জোর এবং চিকিৎসক, নার্সদের অক্লান্ত পরিশ্রমের জন্যই সুস্থ হয়েছেন তিনি ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.