- 35 হাজার 107 জনের নমুনা পরীক্ষা করা হয় ।
- সব মিলিয়ে এ পর্যন্ত মোট 13 লাখ 82 হাজার 198 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
- প্রতি 10 লাখে 15 হাজার 358 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.88 শতাংশ ।
লাইভ : রাজ্যে সুস্থতার হার 75.51 শতাংশ - পশ্চিমবঙ্গে কোরোনা সংক্রমণ
unlock
07:09 August 19
রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ গতকাল রাজ্যে রেকর্ড হারে দৈনিক সংক্রমণ হয়েছে । আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 হাজারের গণ্ডি ৷ এ-নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 22 হাজার 753 ।
07:08 August 19
- রাজ্যে সুস্থতার হার 75.51 শতাংশ ।
07:07 August 19
- 24 ঘণ্টায় 2 হাজার 987 জন সুস্থ হয়েছেন । এই পর্যন্ত মোট 92 হাজার 690 জন সুস্থ হয়ে উঠলেন ।
07:06 August 19
- 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 55 জনের ৷ মোট মৃতের সংখ্যা 2 হাজার 528 ।
06:38 August 19
- 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 175 জন ৷
07:09 August 19
রাজ্যে কোরোনায় আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে ৷ গতকাল রাজ্যে রেকর্ড হারে দৈনিক সংক্রমণ হয়েছে । আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 3 হাজারের গণ্ডি ৷ এ-নিয়ে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 1 লাখ 22 হাজার 753 ।
- 35 হাজার 107 জনের নমুনা পরীক্ষা করা হয় ।
- সব মিলিয়ে এ পর্যন্ত মোট 13 লাখ 82 হাজার 198 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে ।
- প্রতি 10 লাখে 15 হাজার 358 জনের পরীক্ষা হয়েছে । নমুনা পরীক্ষার পর বর্তমানে কোরোনায় আক্রান্তের হার 8.88 শতাংশ ।
07:08 August 19
- রাজ্যে সুস্থতার হার 75.51 শতাংশ ।
07:07 August 19
- 24 ঘণ্টায় 2 হাজার 987 জন সুস্থ হয়েছেন । এই পর্যন্ত মোট 92 হাজার 690 জন সুস্থ হয়ে উঠলেন ।
07:06 August 19
- 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 55 জনের ৷ মোট মৃতের সংখ্যা 2 হাজার 528 ।
06:38 August 19
- 24 ঘণ্টায় কোরোনায় আক্রান্ত হয়েছেন 3 হাজার 175 জন ৷