ETV Bharat / state

সল্টলেক সেক্টর 3, তেঘরিয়ায় বাড়ছে সংক্রমণ

বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের তেঘড়িয়াতে আরও 2 জনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ৷ সরকারিভাবে জানা গেছে, এই নিয়ে ওই ওয়ার্ডে মোট 8 জন আক্রান্ত হলেন কোরোনায় ৷

corona infection are increasing in saltlake and teghoria at bidhannagar, kolkata, north 24 paraganas
সল্টলেক সেক্টর থ্রি ও তেঘরিয়ায় বাড়ছে কোরোনা সংক্রমণ , উদ্বিঘ্ন প্রশাসন
author img

By

Published : Apr 27, 2020, 7:12 PM IST

বিধাননগর, 27 এপ্রিল : সল্টলেকের সেক্টর থ্রিয়ের এক বাসিন্দাকে কোরোনা সন্দেহভাজন হিসেবে ভরতি করা হয়েছে দক্ষিণ কলকাতার হাসপাতালে । যদিও সরকারিভাবে রিপোর্ট বিধাননগর পৌরনিগমের হাতে আসেনি । তবে, তাঁর পরিবার ও স্থানীয়দের সন্দেহ , তিনি আক্রান্ত হয়েছেন কোরোনাতে । পাশাপাশি, বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের তেঘড়িয়াতে আরও 2 জনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ৷ সরকারিভাবে জানা গেছে, এই নিয়ে ওই ওয়ার্ডে মোট 8 জন আক্রান্ত হলেন কোরোনায় ৷

বিধাননগর পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ প্রণয় রায় বলেন, দু'জন নার্সের কোরোনা পরীক্ষায় রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এছাড়াও 33 নং ওয়ার্ডের এক বাসিন্দা পেশায় নার্স ৷ তিনিও হাসপাতালে ভরতি ৷ যদিও তাঁর এখনও কোনও রিপোর্ট পৌরনিগমের হাতে আসেনি । তবে সাবধানতা হিসেবে 33 নং ওয়ার্ডে ওই নার্স যেখানে থাকতেন, সেই আবাসন ও আশপাশের এলাকাকে জীবাণুমুক্ত করা হয়েছে ।

এর আগে সল্টলেক সেক্টর থ্রি থেকে 3 জনকে কোরোনা সন্দেহে হাসপাতালে ভরতি করা হয়েছিল । এবার আরও 1 জনকে ভরতি করা হল । সবমিলিয়ে সেক্টর থ্রি নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে সল্টলেকে । একই উদ্বেগজনক পরিস্থিতি তেঘরিয়ার । ওই এলাকা থেকে এর আগে 5 জন আক্রান্তের সন্ধান মিলেছিল । এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও দু'জন ।

এছাড়াও বিধাননগর পৌর এলাকার অন্তর্গত একটি বেসরকারি হাসপাতালের আরও 1 নার্সের লালারসের নমুনায় পাওয়া গেছে কোরোনা সংক্রমণ ৷ তিনি রাজারহাটের পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তিনি কোরোনা সন্দেহভাজন হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

বিধাননগর, 27 এপ্রিল : সল্টলেকের সেক্টর থ্রিয়ের এক বাসিন্দাকে কোরোনা সন্দেহভাজন হিসেবে ভরতি করা হয়েছে দক্ষিণ কলকাতার হাসপাতালে । যদিও সরকারিভাবে রিপোর্ট বিধাননগর পৌরনিগমের হাতে আসেনি । তবে, তাঁর পরিবার ও স্থানীয়দের সন্দেহ , তিনি আক্রান্ত হয়েছেন কোরোনাতে । পাশাপাশি, বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের তেঘড়িয়াতে আরও 2 জনের কোরোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে ৷ সরকারিভাবে জানা গেছে, এই নিয়ে ওই ওয়ার্ডে মোট 8 জন আক্রান্ত হলেন কোরোনায় ৷

বিধাননগর পুরসভার স্বাস্থ্য বিভাগের মেয়র পারিষদ প্রণয় রায় বলেন, দু'জন নার্সের কোরোনা পরীক্ষায় রিপোর্ট পজ়িটিভ এসেছে ৷ এছাড়াও 33 নং ওয়ার্ডের এক বাসিন্দা পেশায় নার্স ৷ তিনিও হাসপাতালে ভরতি ৷ যদিও তাঁর এখনও কোনও রিপোর্ট পৌরনিগমের হাতে আসেনি । তবে সাবধানতা হিসেবে 33 নং ওয়ার্ডে ওই নার্স যেখানে থাকতেন, সেই আবাসন ও আশপাশের এলাকাকে জীবাণুমুক্ত করা হয়েছে ।

এর আগে সল্টলেক সেক্টর থ্রি থেকে 3 জনকে কোরোনা সন্দেহে হাসপাতালে ভরতি করা হয়েছিল । এবার আরও 1 জনকে ভরতি করা হল । সবমিলিয়ে সেক্টর থ্রি নিয়ে উদ্বেগ ক্রমশ বেড়েই চলেছে সল্টলেকে । একই উদ্বেগজনক পরিস্থিতি তেঘরিয়ার । ওই এলাকা থেকে এর আগে 5 জন আক্রান্তের সন্ধান মিলেছিল । এবার সেই তালিকায় যুক্ত হলেন আরও দু'জন ।

এছাড়াও বিধাননগর পৌর এলাকার অন্তর্গত একটি বেসরকারি হাসপাতালের আরও 1 নার্সের লালারসের নমুনায় পাওয়া গেছে কোরোনা সংক্রমণ ৷ তিনি রাজারহাটের পঞ্চায়েত এলাকার বাসিন্দা । তিনি কোরোনা সন্দেহভাজন হিসেবে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন । রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.