ETV Bharat / state

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এগিয়ে এল IMA, দেওয়া হল FFP ও PPE

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠছে কয়েকদিন ধরেই । রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশের অভিযোগ, পর্যাপ্ত PPE দেওয়া হচ্ছে না । অভাব রয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ারেরও । এই পরিস্থিতিতে তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য IMA-র ।

ছবি
ছবি
author img

By

Published : Apr 26, 2020, 10:24 AM IST

Updated : Apr 26, 2020, 11:11 AM IST

কলকাতা, 26 এপ্রিল : চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এবার এগিয়ে এল IMA (ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন) । N95 -এর চেয়েও অনেক বেশি কার্যকরী FFP (ফিল্টারিং ফেসপিস পার্টিকেল্স) মাস্ক রাজ্যের বিভিন্ন হাসপাতালে বিলি করল তারা । সঙ্গে দেওয়া হল PPE । আগামী দিনে আরও বেশি করে এই ধরনের মাস্ক এবং PPE রাজ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন IMA-র রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন ।

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠছে কয়েকদিন ধরে । রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশের অভিযোগ, পর্যাপ্ত PPE দেওয়া হচ্ছে না । অভাব রয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ারেরও । তাঁদের আরও অভিযোগ, নিম্নমানের গ্লাভস দেওয়া হচ্ছে । যাতে কার্যত ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাঁদের । যদিও এই অভিযোগ নাকচ করে নবান্ন । রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, ইতিমধ্যেই পাঠানো হয়েছে 4 লাখ 31 হাজার PPE, 2 লাখ 60 হাজার N95 মাস্ক । 18 লাখ ডিসপোজ়েবল মাস্ক ও পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক । 8 লাখ 50 হাজার গ্লাভস, 1 লাখ লিটার স্যানিটাইজ়ার, 10 হাজার থার্মাল স্ক্রিনিং গান ।

নবান্নের দাবি, রাজ্য সরকারের এই মুহূর্তে অগ্রাধিকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা । সেই লক্ষে স্বাস্থ্য দপ্তর কাজ করছে । রাজ্যের সবক'টি হাসপাতালেই পাঠানো হয়েছে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা । সরকারি অর্ডার অনুযায়ী যেভাবে জিনিসপত্র আসছে সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালগুলিতে । তবুও অভিযোগ আসতে থাকে । এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সাহায্য করছে IMA ।

এবিষয়ে IMA -র তরফে ডাক্তার শান্তনু সেন বলেন, "FFP মাস্ক অনেক বেশি কার্যকর । 99.5 শতাংশ সংক্রমণ রুখতে পারে । আজ FFP মাস্ক এবং PPE দেওয়া হয়েছে RG কর মেডিকেল কলেজ, SSKM হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত হাসপাতাল, শিশুমঙ্গল হাসপাতাল, KPC হাসপাতালে । সব মিলিয়ে 10 হাজার মাস্ক এবং PPE দেওয়া হয়েছে । আগামী দিনে আরও বেশি করে রাজ্যের সর্বত্র পৌঁছে দেওয়া হবে মাস্ক এবং PPE । কারণ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার ।"

কলকাতা, 26 এপ্রিল : চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় এবার এগিয়ে এল IMA (ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন) । N95 -এর চেয়েও অনেক বেশি কার্যকরী FFP (ফিল্টারিং ফেসপিস পার্টিকেল্স) মাস্ক রাজ্যের বিভিন্ন হাসপাতালে বিলি করল তারা । সঙ্গে দেওয়া হল PPE । আগামী দিনে আরও বেশি করে এই ধরনের মাস্ক এবং PPE রাজ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন IMA-র রাজ্য শাখার সম্পাদক শান্তনু সেন ।

চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিয়ে একাধিক অভিযোগ উঠছে কয়েকদিন ধরে । রাজ্যের বেশ কয়েকটি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের একাংশের অভিযোগ, পর্যাপ্ত PPE দেওয়া হচ্ছে না । অভাব রয়েছে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজ়ারেরও । তাঁদের আরও অভিযোগ, নিম্নমানের গ্লাভস দেওয়া হচ্ছে । যাতে কার্যত ঝুঁকির মুখে ঠেলে দেওয়া হচ্ছে তাঁদের । যদিও এই অভিযোগ নাকচ করে নবান্ন । রাজ্যের তরফে জানিয়ে দেওয়া হয়, ইতিমধ্যেই পাঠানো হয়েছে 4 লাখ 31 হাজার PPE, 2 লাখ 60 হাজার N95 মাস্ক । 18 লাখ ডিসপোজ়েবল মাস্ক ও পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক । 8 লাখ 50 হাজার গ্লাভস, 1 লাখ লিটার স্যানিটাইজ়ার, 10 হাজার থার্মাল স্ক্রিনিং গান ।

নবান্নের দাবি, রাজ্য সরকারের এই মুহূর্তে অগ্রাধিকার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা । সেই লক্ষে স্বাস্থ্য দপ্তর কাজ করছে । রাজ্যের সবক'টি হাসপাতালেই পাঠানো হয়েছে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা । সরকারি অর্ডার অনুযায়ী যেভাবে জিনিসপত্র আসছে সঙ্গে সঙ্গে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে হাসপাতালগুলিতে । তবুও অভিযোগ আসতে থাকে । এই পরিস্থিতিতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় সাহায্য করছে IMA ।

এবিষয়ে IMA -র তরফে ডাক্তার শান্তনু সেন বলেন, "FFP মাস্ক অনেক বেশি কার্যকর । 99.5 শতাংশ সংক্রমণ রুখতে পারে । আজ FFP মাস্ক এবং PPE দেওয়া হয়েছে RG কর মেডিকেল কলেজ, SSKM হাসপাতাল, কলকাতা মেডিকেল কলেজ, ন্যাশনাল মেডিকেল কলেজ, সাগর দত্ত হাসপাতাল, শিশুমঙ্গল হাসপাতাল, KPC হাসপাতালে । সব মিলিয়ে 10 হাজার মাস্ক এবং PPE দেওয়া হয়েছে । আগামী দিনে আরও বেশি করে রাজ্যের সর্বত্র পৌঁছে দেওয়া হবে মাস্ক এবং PPE । কারণ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা আমাদের কাছে অগ্রাধিকার ।"

Last Updated : Apr 26, 2020, 11:11 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.