কলকাতা, 28 এপ্রিল : রাজ্যের তরফে গতকাল জানানো হয়েছিল, যদি কেউ চান তাহলে হোম আইসোলেশনে থাকতে পারেন । এবার এই হোম আইসোলেশনে থাকা মানুষজনের স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে সমস্ত খোঁজখবর রাখবেন পৌর নিগমের স্বাস্থ্য কর্মীরা । পাশাপাশি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে কেউ অসুস্থ কি না । পরে এই সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করে তা প্রশাসনের কাছে জমা দেওয়া হবে । আজ কলকাতা পৌরনিগমের তরফে এই অভিনব পদক্ষেপের কথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম ।
মেয়র ফিরহাদ হাকিম বলেন, "কলকাতা পৌরনিগমের দায়িত্ব হল, যাঁরা বাড়িতে থাকবেন তাঁদের রিপোর্ট তৈরি করা ও তা সময়মতো স্বাস্থ্য দপ্তরে জমা দেওয়া। যদি কেউ ঠিকমতো হোম আইসোলেশনে না থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা নেই কলকাতা পৌরনিগমের কাছে। এটা পুলিশের কাজ । তবে এক্ষেত্রে যাবতীয় রিপোর্ট তৈরি করে প্রশাসনকে সাহায্য করবে পৌরনিগম ।" তিনি জানান, কোনও কোরোনায় আক্রান্ত ব্যক্তির স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে খোঁজখবর রাখবে পৌর স্বাস্থ্যকর্মীরা। কোন ধরনের উপসর্গ, কী লক্ষ্মণ সমস্ত খোঁজ রাখা হবে । এছাড়াও পৌর এলাকায় বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেওয়া হবে কেউ অসুস্থ কি না। কারও বুকে ব্যথা বা শারীরিক অন্য কোনও সমস্যা রয়েছে কি না । যদি কোরোনার উপসর্গ ধরা পড়ে, তাহলে সেবিষয়ে স্বাস্থ্য দপ্তরের কাছে জানানো হবে। স্বাস্থ্য দপ্তর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে।
পূর্ব কলকাতার একটি নির্দিষ্ট এলাকায় পরপর বেশ কয়েকটি ওয়ার্ডে কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল । এবিষয়ে মেয়র ফিরহাদ হাকিম বলেন, "ঘনবসতিপূর্ণ এলাকাগুলি ইতিমধ্যেই সিল করে দেওয়া হয়েছে। পৌর স্বাস্থ্যকর্মীরা এলাকার উপর নজর রাখছে। ওই এলাকাগুলিতে মাইক্রো প্ল্যানিং করা হয়েছে। জীবাণুমুক্ত করতে নিয়মিতভাবে স্যানিটাইজ়িং করা হচ্ছে । কিন্তু মানুষকে অনেক বেশি সচেতন হতে হবে ।"