ETV Bharat / state

সমাবর্তনের দিন ঘিরে অনিশ্চিয়তা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, কাটল না জট

Jadavpur University: শিক্ষামন্ত্রী তথা উচ্চশিক্ষা দফতরের চেয়ারম্যান ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেও কাটেনি জট। এখনও অনিশ্চয়তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান ঘিরে।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 14, 2023, 7:32 PM IST

Updated : Dec 14, 2023, 10:33 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর: শিক্ষামন্ত্রী তথা উচ্চশিক্ষা দফতরের চেয়ারম্যান ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেও কাটেনি জট। তাই অনিশ্চয়তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান । কর্মসমিতির বৈঠক এবং কোর্টের নির্দেশ না আসায় এখনও আটকে পড়ুয়াদের শংসাপত্র । 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল । যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি । শোনা গিয়েছিল, এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ইউজিসির চেয়ারম্যান । কিন্তু সেই বৈঠকের দিন নিয়েই এখনও অনিশ্চয়তা দেখা দিয়েছে । এই সমাবর্তন অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হল, পড়ুয়াদের শংসাপত্র দেওয়া । এই শংসাপত্র দিতে প্রয়োজন হয় কর্মসমিতির ও কোর্ট বৈঠকের । উচ্চশিক্ষা দফতরের অনুমতি না মেলায় কর্মসমিতির বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ অন্যদিকে রাজ্যপালের তরফ থেকেও এই ব্যাপারে কিছুই জানানো হয়নি । আচার্য তথা রাজ্যপালের তরফ থেকেও কোনও বৈঠকের অনুমতি মেলেনি । সমস্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্ম সমিতির বৈঠক হয় রাজ্য সরকারের অনুমতি ছাড়াই । আচার্যের থেকে আইনি ব্যাখা নিয়ে কর্ম সমিতির বৈঠক করেন । তবে কি এবারও সেই পথে অবলম্বন করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ? এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "আমাদের কোনও আইনি ব্যাখ্যা প্রয়োজন নেই । আমরা রাজ্য সরকারের অনুমতির জন্য অপেক্ষা করব । আমার মনে হয় জনসাধারণ এই সরকারকে নির্ধারণ করেছে তাই এই সরকারকে উপেক্ষা করার কোনও প্রয়োজন নেই । তাই আমরা অপেক্ষা করছি দু’দিক থেকেই কবে অনুমতি আসবে। কিন্তু যতক্ষণ না কোর্ট ও কর্ম সমিতির বৈঠক হচ্ছে তার আগে আমরা সমাবর্তন অনুষ্ঠান করবো না ।"

এই অনিশ্চিয়তার জেরেই আচার্য তথা রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি দিল জুটা। সেই চিঠির মাধ্যমে তাঁরা আবেদন জানিয়েছেন, এই সমাবর্তন অনুষ্ঠান যেন যথা সময়ে তাঁরা করতে পারেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, " ছাত্রছাত্রীদের আবেগ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে বৈধ ডিগ্রী ও সংসদ পত্র তারা যাতে যথাসময়ে পায়, সেজন্য আপনাদের সকলের কাছে আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।"

আরও পড়ুন:

  1. যাদবপুরের কর্মসমিতির বৈঠক ঘিরে বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ ব্রাত্যর
  2. 'উচ্চতর কর্তৃপক্ষ কে ?' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রশ্ন শিক্ষামন্ত্রীর
  3. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ঘিরে প্রশ্ন নাগরিক সমাজের

কলকাতা, 14 ডিসেম্বর: শিক্ষামন্ত্রী তথা উচ্চশিক্ষা দফতরের চেয়ারম্যান ব্রাত্য বসুর সঙ্গে বৈঠক করেও কাটেনি জট। তাই অনিশ্চয়তায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান । কর্মসমিতির বৈঠক এবং কোর্টের নির্দেশ না আসায় এখনও আটকে পড়ুয়াদের শংসাপত্র । 24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে ।

24 ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল । যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করা হয়নি । শোনা গিয়েছিল, এই সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন ইউজিসির চেয়ারম্যান । কিন্তু সেই বৈঠকের দিন নিয়েই এখনও অনিশ্চয়তা দেখা দিয়েছে । এই সমাবর্তন অনুষ্ঠানের প্রধান লক্ষ্য হল, পড়ুয়াদের শংসাপত্র দেওয়া । এই শংসাপত্র দিতে প্রয়োজন হয় কর্মসমিতির ও কোর্ট বৈঠকের । উচ্চশিক্ষা দফতরের অনুমতি না মেলায় কর্মসমিতির বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে ৷ অন্যদিকে রাজ্যপালের তরফ থেকেও এই ব্যাপারে কিছুই জানানো হয়নি । আচার্য তথা রাজ্যপালের তরফ থেকেও কোনও বৈঠকের অনুমতি মেলেনি । সমস্যায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান ৷

প্রসঙ্গত, কিছুদিন আগে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্ম সমিতির বৈঠক হয় রাজ্য সরকারের অনুমতি ছাড়াই । আচার্যের থেকে আইনি ব্যাখা নিয়ে কর্ম সমিতির বৈঠক করেন । তবে কি এবারও সেই পথে অবলম্বন করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ? এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ বলেন, "আমাদের কোনও আইনি ব্যাখ্যা প্রয়োজন নেই । আমরা রাজ্য সরকারের অনুমতির জন্য অপেক্ষা করব । আমার মনে হয় জনসাধারণ এই সরকারকে নির্ধারণ করেছে তাই এই সরকারকে উপেক্ষা করার কোনও প্রয়োজন নেই । তাই আমরা অপেক্ষা করছি দু’দিক থেকেই কবে অনুমতি আসবে। কিন্তু যতক্ষণ না কোর্ট ও কর্ম সমিতির বৈঠক হচ্ছে তার আগে আমরা সমাবর্তন অনুষ্ঠান করবো না ।"

এই অনিশ্চিয়তার জেরেই আচার্য তথা রাজ্যপাল ও শিক্ষামন্ত্রীকে খোলা চিঠি দিল জুটা। সেই চিঠির মাধ্যমে তাঁরা আবেদন জানিয়েছেন, এই সমাবর্তন অনুষ্ঠান যেন যথা সময়ে তাঁরা করতে পারেন। চিঠিতে উল্লেখ করা হয়েছে, " ছাত্রছাত্রীদের আবেগ ও ভবিষ্যতের কথা বিবেচনা করে বৈধ ডিগ্রী ও সংসদ পত্র তারা যাতে যথাসময়ে পায়, সেজন্য আপনাদের সকলের কাছে আমরা শিক্ষক সমাজের পক্ষ থেকে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।"

আরও পড়ুন:

  1. যাদবপুরের কর্মসমিতির বৈঠক ঘিরে বিতর্ক, সুপ্রিম কোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগ ব্রাত্যর
  2. 'উচ্চতর কর্তৃপক্ষ কে ?' যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে প্রশ্ন শিক্ষামন্ত্রীর
  3. যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ঘিরে প্রশ্ন নাগরিক সমাজের
Last Updated : Dec 14, 2023, 10:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.