ETV Bharat / state

Madhyamik Exam 2023: ফের বিতর্কে মাধ্যমিক ! অঙ্ক পরীক্ষায় মিলল না গ্রাফ-পেপার, বিভ্রান্তি কাটাতে বিবৃতি পর্ষদের - মধ্যশিক্ষা পর্ষদ

মাধ্যমিকের অঙ্কে গ্রাফ সংক্রান্ত প্রশ্ন এলেও মিলল না গ্রাফ-পেপার । ধোঁয়াশা কাটাতে মাঠে নামল মধ্যশিক্ষা পর্ষদ (Controversy regarding Mathematics Question in Madhyamik Exam) ।

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Mar 2, 2023, 8:40 PM IST

কলকাতা, 2 মার্চ: ইংরেজির পর এবার অঙ্ক । ফের বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) । ইংরেজি পরীক্ষার দিন টুইটারে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র । সুকান্ত মজুমদারের অভিযোগে নড়েচড়ে বসেছিল পর্ষদ । জানিয়ে দেওয়া হয়েছিল, তদন্ত করে দেখা হবে । এবার ফের বিতর্ক দেখা দিল অঙ্ক পরীক্ষার দিন । আর দু'দিন বাকি পরীক্ষা শেষ হতে । তার আগে বৃহস্পতিবার ছিল অঙ্ক পরীক্ষা । ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রশ্নপত্রে গ্রাফ সংক্রান্ত প্রশ্ন এসেছিল । কিন্তু গ্রাফ পেপার দেওয়া হয়নি (Controversy in Madhyamik Exam 2023) ।

মূলত মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরই গ্রাফ সংক্রান্ত প্রশ্ন থাকে । ফলে প্রতি বছরই উত্তরপত্রের সঙ্গে গ্রাফ পেপার দেওয়া হয় । তবে এবার তা আর দেওয়া হয়নি । অন্যদিকে, এবছর অঙ্ক পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থীদের মনে প্রথম থেকেই ভয় তৈরি হয়েছিল । কারণ, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার আগে সাধারণত একদিন ছুটি দেওয়া হয় । ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় পরীক্ষার্থীরা । এই বছর সাগরদিঘির উপ-নির্বাচন থাকার জন্য 28 ফেব্রুয়ারির বদলে 1 মার্চ তারিখে হয় ইতিহাস পরীক্ষা । তার ঠিক পরদিনই অঙ্ক পরীক্ষা । ফলে পরপর দু'টি বিষয়ের পরীক্ষা থাকায় চাপে ছিল পরীক্ষার্থীরা । তার উপর গ্রাফ-পেপার না-মেলায় ঘাবড়ে যায় অধিকাংশ পরীক্ষার্থী (Controversy regarding Mathematics Question in Madhyamik Exam) ।

তবে এই বিতর্কের কোনও কারণ নেই বলেই জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । এদিন মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা দেওয়া হয় । যেখানে বলা হয়েছে, 15 নম্বরের 2 নম্বর প্রশ্নের উত্তরে গ্রাফ-পেপার দেওয়া হয়নি । বিগত কিছু বছর ধরেই তা দেওয়া হচ্ছে না । ওই সমীকরণের সমাধান করতে হলে উত্তরপত্রে গ্রাফ এঁকে দিতে হবে । এর জন্য আলাদাভাবে গ্রাফের কাগজ দেওয়ার দরকার নেই ।

আরও পড়ুন: সুকান্তর টুইটে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস নিয়ে জল্পনা, অন্তর্ঘাত বললেন পর্ষদ প্রধান

কলকাতা, 2 মার্চ: ইংরেজির পর এবার অঙ্ক । ফের বিতর্কে মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board Of Secondary Education) । ইংরেজি পরীক্ষার দিন টুইটারে ছড়িয়ে পড়েছিল প্রশ্নপত্র । সুকান্ত মজুমদারের অভিযোগে নড়েচড়ে বসেছিল পর্ষদ । জানিয়ে দেওয়া হয়েছিল, তদন্ত করে দেখা হবে । এবার ফের বিতর্ক দেখা দিল অঙ্ক পরীক্ষার দিন । আর দু'দিন বাকি পরীক্ষা শেষ হতে । তার আগে বৃহস্পতিবার ছিল অঙ্ক পরীক্ষা । ছাত্র-ছাত্রীদের অভিযোগ, প্রশ্নপত্রে গ্রাফ সংক্রান্ত প্রশ্ন এসেছিল । কিন্তু গ্রাফ পেপার দেওয়া হয়নি (Controversy in Madhyamik Exam 2023) ।

মূলত মাধ্যমিক পরীক্ষায় প্রতি বছরই গ্রাফ সংক্রান্ত প্রশ্ন থাকে । ফলে প্রতি বছরই উত্তরপত্রের সঙ্গে গ্রাফ পেপার দেওয়া হয় । তবে এবার তা আর দেওয়া হয়নি । অন্যদিকে, এবছর অঙ্ক পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থীদের মনে প্রথম থেকেই ভয় তৈরি হয়েছিল । কারণ, মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার আগে সাধারণত একদিন ছুটি দেওয়া হয় । ফলে শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়ার সুযোগ পায় পরীক্ষার্থীরা । এই বছর সাগরদিঘির উপ-নির্বাচন থাকার জন্য 28 ফেব্রুয়ারির বদলে 1 মার্চ তারিখে হয় ইতিহাস পরীক্ষা । তার ঠিক পরদিনই অঙ্ক পরীক্ষা । ফলে পরপর দু'টি বিষয়ের পরীক্ষা থাকায় চাপে ছিল পরীক্ষার্থীরা । তার উপর গ্রাফ-পেপার না-মেলায় ঘাবড়ে যায় অধিকাংশ পরীক্ষার্থী (Controversy regarding Mathematics Question in Madhyamik Exam) ।

তবে এই বিতর্কের কোনও কারণ নেই বলেই জানিয়ে দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । এদিন মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই বিষয়ে একটি নির্দেশিকা দেওয়া হয় । যেখানে বলা হয়েছে, 15 নম্বরের 2 নম্বর প্রশ্নের উত্তরে গ্রাফ-পেপার দেওয়া হয়নি । বিগত কিছু বছর ধরেই তা দেওয়া হচ্ছে না । ওই সমীকরণের সমাধান করতে হলে উত্তরপত্রে গ্রাফ এঁকে দিতে হবে । এর জন্য আলাদাভাবে গ্রাফের কাগজ দেওয়ার দরকার নেই ।

আরও পড়ুন: সুকান্তর টুইটে মাধ্যমিকের ইংরেজি প্রশ্ন ফাঁস নিয়ে জল্পনা, অন্তর্ঘাত বললেন পর্ষদ প্রধান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.