ETV Bharat / state

Meenakshi Mukherjee: সিপিএমও কি শেষমেশ ব্যক্তি পুজোর পথে ? 'ক্যাপ্টেন মীনাক্ষী'র সভা ঘিরে প্রশ্ন - controversy over rally of meenakshi mukherjee

ছাত্র নেতা আনিশ খান হত্যা, বেকারের চাকরি-সহ একাধিক দাবিতে আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় 'ইনসাফ সভা' ডেকেছে ডিওয়াইএফআই ও এসএফআই (DYFI-SFI) । এই সভার সমর্থনে ইতিমধ্যে রাজ্য জুড়ে মিছিল ও পথসভা হয়েছে । সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চলছে ।

Controversy over post in name of Meenakshi Mukherjee before DYFI SFI rally
Meenakshi Mukherjee: নীতি নির্ভর পার্টি বামেদের 'ইনসাফ সভা'র ক্যাপ্টেন মীনাক্ষী ! প্রশ্ন সিপিআইএমে
author img

By

Published : Sep 18, 2022, 9:31 AM IST

কলকাতা, 18 সেপ্টেম্বর: নীতি নির্ভর পার্টি । নীতির সঙ্গে লড়াই । সিপিআইএম যতই এসব বুলি আওড়াক না কেন, কাজে কিন্তু অন্য রকম দেখা যাচ্ছে । আর তাতেই পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মুখ বা নেতা/নেত্রী তৈরির চেষ্টা হচ্ছে বলেও মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

ছাত্র নেতা আনিশ খান হত্যা, বেকারের চাকরি-সহ একাধিক দাবিতে আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় 'ইনসাফ সভা' ডেকেছে ডিওয়াইএইআই ও এসএফআই (DYFI-SFI) । এই সভার সমর্থনে ইতিমধ্যে রাজ্য জুড়ে হাফ সেঞ্চুরি মিছিল ও পথসভা হয়েছে । সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চলছে । আর সেখানেই লেখা এই সভাটি 'ডেকেছেন ক্যাপ্টেন মীনাক্ষী' (Controversy over post in socila media) । এনিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । কারণ, বাম পন্থায় সর্বদা নীতিই শেষ কথা বলে। নীতির সঙ্গেই লড়াই তাদের । তাহলে কেন কাউকে 'মুখ' করে জন সমর্থন কুড়তে চাইছে সিপিআইএম? উত্তরে কিন্তু ভিন্ন কথায় বলছেন সিপিএম নেতারা ।

Controversy over post in name of Meenakshi Mukherjee before DYFI SFI rally
#ডেকেছেন ক্যাপ্টেন মীনাক্ষী' পোস্ট

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "সংগঠিতভাবে আমাদের সংগঠনে এ ধরনের কাজ করে না । কিন্তু সাধারণভাবে ছাত্র-যুবরা যদি ভরসা পায়, তাছাড়া যে কোন টিমে কাউকে না কাউকে সামনে রাখে ৷ সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের সম্পাদককেই সামনে সারিতে রাখবে । তাই সম্পাদক ডেকেছেন বললে যদি বেঠিক না হয় তাহলে ক্যাপ্টেন ডেকেছেন বললে বেঠিক হবে কেন? ক্যাপ্টেন মীনাক্ষী না বলেও ক্যাপ্টেন ধ্রুব, ক্যাপ্টেন সৃজন কিংবা ক্যাপ্টেন প্রতিকুর বলতেই পারে ।"

কিন্তু এক্ষেত্রে ব্যক্তির পুজোর প্রসঙ্গ উঠে আসছে ! এ প্রসঙ্গে সুজন বলেন, "ক্যাপ্টেন মীনাক্ষী বললেই ব্যক্তি পুজো করা হচ্ছে, এমনটা ভুল । ঠিক নয় এটা । আজকালকার ছাত্র যুবদের নিজস্ব কিছু পরিভাষা আছে । আমাদের পরিভাষায় পদটি সেক্রেটারি বা সম্পাদকের । কিন্তু ছাত্রযুবদের কাছে সেটাই ক্যাপ্টেন । পরিণত হলে ওরা বুঝবে আমাদের কাছে সেক্রেটারি মানে একজন না । বেশ কয়েকজনকে নিয়ে সেক্রেটারি । কিন্তু তার মধ্যে সেক্রেটারি একজনই ।"

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে লড়াই করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় । বাম তরুণদের মধ্যে তখন থেকেই জনসমর্থন পেয়েছেন মীনাক্ষী । বর্তমানে তিনি যখন যেখানেই রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ধরা পড়ছে । লাল তরুণ ব্রিগেডের মধ্যে অন্যতম নেত্রী হিসেবে বার বার চর্চায় উঠে এসেছেন তিনি ।

আরও পড়ুন: বাম ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার

আগামী 20 তারিখের সভায় মীনাক্ষীকেই আবারও সামনের সারিতে বা প্রথম স্থানে রাখার চেষ্টা চলছে যুব নেতৃত্বের তরফে। যদিও মীনাক্ষী বলেন, "আমাদের পার্টিতে ব্যক্তির কোনও স্থান নেই । নীতির সঙ্গেই আমাদের লড়াই ।"

কলকাতা, 18 সেপ্টেম্বর: নীতি নির্ভর পার্টি । নীতির সঙ্গে লড়াই । সিপিআইএম যতই এসব বুলি আওড়াক না কেন, কাজে কিন্তু অন্য রকম দেখা যাচ্ছে । আর তাতেই পঞ্চায়েত নির্বাচনের আগে ফের মুখ বা নেতা/নেত্রী তৈরির চেষ্টা হচ্ছে বলেও মনে করছে রাজনৈতিক পর্যবেক্ষকরা ।

ছাত্র নেতা আনিশ খান হত্যা, বেকারের চাকরি-সহ একাধিক দাবিতে আগামী 20 সেপ্টেম্বর ধর্মতলায় 'ইনসাফ সভা' ডেকেছে ডিওয়াইএইআই ও এসএফআই (DYFI-SFI) । এই সভার সমর্থনে ইতিমধ্যে রাজ্য জুড়ে হাফ সেঞ্চুরি মিছিল ও পথসভা হয়েছে । সোশ্যাল মিডিয়া জুড়ে প্রচার চলছে । আর সেখানেই লেখা এই সভাটি 'ডেকেছেন ক্যাপ্টেন মীনাক্ষী' (Controversy over post in socila media) । এনিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে । কারণ, বাম পন্থায় সর্বদা নীতিই শেষ কথা বলে। নীতির সঙ্গেই লড়াই তাদের । তাহলে কেন কাউকে 'মুখ' করে জন সমর্থন কুড়তে চাইছে সিপিআইএম? উত্তরে কিন্তু ভিন্ন কথায় বলছেন সিপিএম নেতারা ।

Controversy over post in name of Meenakshi Mukherjee before DYFI SFI rally
#ডেকেছেন ক্যাপ্টেন মীনাক্ষী' পোস্ট

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "সংগঠিতভাবে আমাদের সংগঠনে এ ধরনের কাজ করে না । কিন্তু সাধারণভাবে ছাত্র-যুবরা যদি ভরসা পায়, তাছাড়া যে কোন টিমে কাউকে না কাউকে সামনে রাখে ৷ সেক্ষেত্রে তারা সিদ্ধান্ত নিয়েছে তাদের সম্পাদককেই সামনে সারিতে রাখবে । তাই সম্পাদক ডেকেছেন বললে যদি বেঠিক না হয় তাহলে ক্যাপ্টেন ডেকেছেন বললে বেঠিক হবে কেন? ক্যাপ্টেন মীনাক্ষী না বলেও ক্যাপ্টেন ধ্রুব, ক্যাপ্টেন সৃজন কিংবা ক্যাপ্টেন প্রতিকুর বলতেই পারে ।"

কিন্তু এক্ষেত্রে ব্যক্তির পুজোর প্রসঙ্গ উঠে আসছে ! এ প্রসঙ্গে সুজন বলেন, "ক্যাপ্টেন মীনাক্ষী বললেই ব্যক্তি পুজো করা হচ্ছে, এমনটা ভুল । ঠিক নয় এটা । আজকালকার ছাত্র যুবদের নিজস্ব কিছু পরিভাষা আছে । আমাদের পরিভাষায় পদটি সেক্রেটারি বা সম্পাদকের । কিন্তু ছাত্রযুবদের কাছে সেটাই ক্যাপ্টেন । পরিণত হলে ওরা বুঝবে আমাদের কাছে সেক্রেটারি মানে একজন না । বেশ কয়েকজনকে নিয়ে সেক্রেটারি । কিন্তু তার মধ্যে সেক্রেটারি একজনই ।"

সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর বক্তব্য

একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে লড়াই করেছিলেন মীনাক্ষী মুখোপাধ্যায় । বাম তরুণদের মধ্যে তখন থেকেই জনসমর্থন পেয়েছেন মীনাক্ষী । বর্তমানে তিনি যখন যেখানেই রাজনৈতিক কর্মসূচিতে যাচ্ছেন সেখানেই সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ধরা পড়ছে । লাল তরুণ ব্রিগেডের মধ্যে অন্যতম নেত্রী হিসেবে বার বার চর্চায় উঠে এসেছেন তিনি ।

আরও পড়ুন: বাম ছাত্র-যুবদের বিক্ষোভ মিছিল ঘিরে ধর্মতলায় ধুন্ধুমার

আগামী 20 তারিখের সভায় মীনাক্ষীকেই আবারও সামনের সারিতে বা প্রথম স্থানে রাখার চেষ্টা চলছে যুব নেতৃত্বের তরফে। যদিও মীনাক্ষী বলেন, "আমাদের পার্টিতে ব্যক্তির কোনও স্থান নেই । নীতির সঙ্গেই আমাদের লড়াই ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.