ETV Bharat / state

কোরোনা আবহে মেডিকেলে দুর্গাপুজো, শুরু বিতর্ক

চলতি বছরের মে থেকে কলকাতা মেডিকেল কলেজকে COVID হাসপাতাল করা হয়েছে ৷ হাসপাতালে এই প্রথম দুর্গাপুজোর আয়োজন করেছে এখানকার জুনিয়র ডাক্তারদের একাংশ । এই পুজোয় মেডিকেলের অনেক চিকিৎসক, নার্স এবং কর্মী অংশগ্রহণ করবেন বলে মনে করা হচ্ছে ।

মেডিকেলে দুর্গাপুজো
মেডিকেলে দুর্গাপুজো
author img

By

Published : Oct 12, 2020, 9:38 PM IST

কলকাতা, 12 অক্টোবর : পুজোর সময় যাতে মণ্ডপে মণ্ডপে জনসমাগম না হয়, তার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন । আর, এই পরিস্থিতির মধ্যেই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ দুর্গাপুজোর আয়োজন করেছে । বর্তমানে এটি রাজ্যের অন্যতম একটি COVID হাসপাতাল ।

মেডিকেলের চিকিৎসক, নার্স ও কর্মীরা COVID-19 রোগীদের চিকিৎসার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন । অনেকেই বাড়ি যাননি বহুদিন ৷ পুজোর কয়েকটা দিন উৎসবে মেতে থাকলে সকলের মন ভালো থাকবে । তাই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা । পুজোতে পথ শিশুদের জামাকাপড় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে । এই পুজোর জন্য বাজেট ধরা হয়েছে পাঁচ লাখ টাকা ।

মেডিকেলের দুর্গাপুজো নিয়ে শুরু বিতর্ক

এই পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক । সরকারি চিকিৎসকদের একটি সংগঠন, সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজ্বল বিশ্বাস বলেন, "আমাদের সংগঠনের তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি, পুজোর জমায়েত নিয়ন্ত্রণ করার জন্য ৷ এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক, আমাদের রাজ্যে জনসমাগম নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হচ্ছে না উলটে সরকারের তরফে টাকা দিয়ে উৎসাহ দেওয়া হচ্ছে ৷ তাই মেডিকেল কলেজে পুজো আয়োজন হলে অনান্যরাও উৎসাহ পাবে ৷’’

মেডিকেল সার্ভিস সেন্টার-এর কলকাতা জেলা কমিটির সম্পাদক, চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "খুব অবাক হচ্ছি, দুঃখিতও হয়েছি যে কলকাতা মেডিকেল কলেজের মতো জায়গায় কোনও পুজো বা উৎসবের ঐতিহ্য নেই ৷ সেখানে এই COVID-19-এর পরিস্থিতির মধ্যে চিকিৎসকরা ও মেডিকেল স্টুডেন্টরা দুর্গাপুজো করছেন । এর ফলে চিকিৎসক, মেডিকেল ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীষণভাবে COVID-19-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে ৷ ’’

জয়েন্ট প্ল‍্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের এক চিকিৎসক পুণ্যব্রত গুণ বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম যাতে এবার পুজো মণ্ডপগুলিতে জনসমাগম না হয় । যাতে এ বার মণ্ডপগুলোতে শারীরিক দূরত্বের বিধি মেনে চলা হয় ৷ এই অবস্থায় কলকাতা মেডিকেল কলেজের ডাক্তাররা পুজো করছেন, এটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ৷’’ তবে পুজো বাতিল যে অসম্ভব, তাও মেনে নিয়েছেন পুণ্যব্রত গুণ ।

কলকাতা, 12 অক্টোবর : পুজোর সময় যাতে মণ্ডপে মণ্ডপে জনসমাগম না হয়, তার জন্য ইতিমধ্যেই আবেদন জানিয়েছে চিকিৎসকদের বিভিন্ন সংগঠন । আর, এই পরিস্থিতির মধ্যেই কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ দুর্গাপুজোর আয়োজন করেছে । বর্তমানে এটি রাজ্যের অন্যতম একটি COVID হাসপাতাল ।

মেডিকেলের চিকিৎসক, নার্স ও কর্মীরা COVID-19 রোগীদের চিকিৎসার জন্য অক্লান্ত পরিশ্রম করছেন । অনেকেই বাড়ি যাননি বহুদিন ৷ পুজোর কয়েকটা দিন উৎসবে মেতে থাকলে সকলের মন ভালো থাকবে । তাই এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে উদ্যোক্তারা । পুজোতে পথ শিশুদের জামাকাপড় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে । এই পুজোর জন্য বাজেট ধরা হয়েছে পাঁচ লাখ টাকা ।

মেডিকেলের দুর্গাপুজো নিয়ে শুরু বিতর্ক

এই পুজোকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক । সরকারি চিকিৎসকদের একটি সংগঠন, সার্ভিস ডক্টরস ফোরাম-এর সাধারণ সম্পাদক, চিকিৎসক সজ্বল বিশ্বাস বলেন, "আমাদের সংগঠনের তরফে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবেদন করেছি, পুজোর জমায়েত নিয়ন্ত্রণ করার জন্য ৷ এটা অত্যন্ত একটা দুর্ভাগ্যজনক, আমাদের রাজ্যে জনসমাগম নিয়ন্ত্রণ করার ব্যবস্থা করা হচ্ছে না উলটে সরকারের তরফে টাকা দিয়ে উৎসাহ দেওয়া হচ্ছে ৷ তাই মেডিকেল কলেজে পুজো আয়োজন হলে অনান্যরাও উৎসাহ পাবে ৷’’

মেডিকেল সার্ভিস সেন্টার-এর কলকাতা জেলা কমিটির সম্পাদক, চিকিৎসক বিপ্লব চন্দ্র বলেন, "খুব অবাক হচ্ছি, দুঃখিতও হয়েছি যে কলকাতা মেডিকেল কলেজের মতো জায়গায় কোনও পুজো বা উৎসবের ঐতিহ্য নেই ৷ সেখানে এই COVID-19-এর পরিস্থিতির মধ্যে চিকিৎসকরা ও মেডিকেল স্টুডেন্টরা দুর্গাপুজো করছেন । এর ফলে চিকিৎসক, মেডিকেল ছাত্র-ছাত্রীদের মধ্যে ভীষণভাবে COVID-19-এ আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে ৷ ’’

জয়েন্ট প্ল‍্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গলের এক চিকিৎসক পুণ্যব্রত গুণ বলেন, "আমরা মুখ্যমন্ত্রীকে আবেদন করেছিলাম যাতে এবার পুজো মণ্ডপগুলিতে জনসমাগম না হয় । যাতে এ বার মণ্ডপগুলোতে শারীরিক দূরত্বের বিধি মেনে চলা হয় ৷ এই অবস্থায় কলকাতা মেডিকেল কলেজের ডাক্তাররা পুজো করছেন, এটা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে ৷’’ তবে পুজো বাতিল যে অসম্ভব, তাও মেনে নিয়েছেন পুণ্যব্রত গুণ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.