ETV Bharat / state

ফোন নম্বর লিক ? বাবুলের হোয়াটসঅ্যাপে মমতার সমর্থনে মেসেজ

জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ লিখে বাবুলকে মেসেজ করছে তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা ।

ফাইল ফোটো
author img

By

Published : Jun 4, 2019, 10:28 AM IST

Updated : Jun 4, 2019, 10:45 AM IST

কলকাতা, 4 জুন : জয় শ্রী রাম ধ্বনি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চলতে থাকা বিতর্ক এবার ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায় । সোমবার রাতে বাবুল সুপ্রিয়র একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে । সেই পোস্টে বাবুল অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের তরফে তাঁর পার্সোনাল ফোন নম্বর লিক করে দেওয়া হয়েছে । পাশাপাশি তৃণমূল সমর্থকদের বলা হয়েছে তাঁকে 'মমতা ব্যানার্জি জিন্দাবাদ' লিখে মেসেজ পাঠাতে ।

এরপর থেকেই হোয়াটসঅ্যাপে "মমতা ব্যানার্জি জিন্দাবাদ" লেখা প্রচুর মেসেজ পেতে থাকেন বাবুল । গতকাল বাবুল তাঁর হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট তুলে ফেসবুকে পোস্ট করেন । ওই স্ক্রিনশটে লেখা "জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ" । ফোন নম্বর লিক হওয়ার পর এই ধরনের প্রচুর মেসেজ বাবুলের ফোনে আসছে ।

facebook
বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট

ফেসবুকে এই স্ক্রিনশটটির পাশে বাবুল লেখেন, "তৃণমূল আমার ব্যক্তিগত নম্বর বিভিন্ন সোশাল সাইটে ছড়িয়ে দিয়েছে । তৃণমূল সমর্থকদের বলা হয়েছে আমাকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে মেসেজ পাঠাতে । ঠিক আছে । তবে, তাই হোক । আমরা তৈরি ।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় থেকেই জয় শ্রী রাম ধ্বনি নিয়ে শুরু হয়েছে বিতর্ক । নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "BJP রামকে নির্বাচনী এজেন্ট হিসেবে ব্যবহার করছে । " এরপর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে BJP 18 টা সিট পাওয়ার পর থেকেই জয় শ্রী রাম ধ্বনি নিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি । ইতিমধ্যে চন্দ্রকোণা , জগদ্দল ও নৈহাটিতে মমতার গাড়ির সামনে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া হয়েছে । যা শুনে মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী ।

কলকাতা, 4 জুন : জয় শ্রী রাম ধ্বনি নিয়ে তৃণমূল ও BJP-র মধ্যে চলতে থাকা বিতর্ক এবার ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায় । সোমবার রাতে বাবুল সুপ্রিয়র একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইতিমধ্যেই শোরগোল পড়েছে । সেই পোস্টে বাবুল অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেসের তরফে তাঁর পার্সোনাল ফোন নম্বর লিক করে দেওয়া হয়েছে । পাশাপাশি তৃণমূল সমর্থকদের বলা হয়েছে তাঁকে 'মমতা ব্যানার্জি জিন্দাবাদ' লিখে মেসেজ পাঠাতে ।

এরপর থেকেই হোয়াটসঅ্যাপে "মমতা ব্যানার্জি জিন্দাবাদ" লেখা প্রচুর মেসেজ পেতে থাকেন বাবুল । গতকাল বাবুল তাঁর হোয়াটসঅ্যাপ মেসেজের স্ক্রিনশট তুলে ফেসবুকে পোস্ট করেন । ওই স্ক্রিনশটে লেখা "জয় হিন্দ, জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ" । ফোন নম্বর লিক হওয়ার পর এই ধরনের প্রচুর মেসেজ বাবুলের ফোনে আসছে ।

facebook
বাবুল সুপ্রিয়র ফেসবুক পোস্ট

ফেসবুকে এই স্ক্রিনশটটির পাশে বাবুল লেখেন, "তৃণমূল আমার ব্যক্তিগত নম্বর বিভিন্ন সোশাল সাইটে ছড়িয়ে দিয়েছে । তৃণমূল সমর্থকদের বলা হয়েছে আমাকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলে মেসেজ পাঠাতে । ঠিক আছে । তবে, তাই হোক । আমরা তৈরি ।"

উল্লেখ্য, লোকসভা নির্বাচনের সময় থেকেই জয় শ্রী রাম ধ্বনি নিয়ে শুরু হয়েছে বিতর্ক । নির্বাচনী প্রচারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, "BJP রামকে নির্বাচনী এজেন্ট হিসেবে ব্যবহার করছে । " এরপর লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে BJP 18 টা সিট পাওয়ার পর থেকেই জয় শ্রী রাম ধ্বনি নিয়ে ফের উত্তপ্ত হয়ে ওঠে রাজ্য রাজনীতি । ইতিমধ্যে চন্দ্রকোণা , জগদ্দল ও নৈহাটিতে মমতার গাড়ির সামনে জয় শ্রী রাম ধ্বনি দেওয়া হয়েছে । যা শুনে মেজাজ হারিয়েছেন মুখ্যমন্ত্রী ।

Mumbai, Jun 04 (ANI): A speeding car ran over a pedestrian near Mahalaxmi railway station in Mumbai on Monday night. A taxi was also damaged in the accident. Police has registered a case against the driver for reckless driving. The driver of the car has been arrested.
Last Updated : Jun 4, 2019, 10:45 AM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.