কলকাতা,২৫ নভেম্বর : আগামী মঙ্গল ও বুধবার বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে । সংবিধান দিবস উপলক্ষে দু'দিনের এই অধিবেশন অনুষ্ঠিত হবে । অধিবেশনে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়, প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন,লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি ।
সংবিধান দিবস পালন উপলক্ষে আজ বিধানসভায় সর্বদলীয় বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বাম এবং কংগ্রেসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "অধিবেশন চলবে দু' দিন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের উপর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই সংবিধান দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে ।"
আগামীকাল বিকেল তিনটেয় বিধানসভায় সংবিধানের ওপর বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় দলের নেতারা । যদিও রাজভবনে রাজ্যপাল আলাদা করে সংবিধান দিবসের অনুষ্ঠান করবেন বলে জানা গেছে । সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এখনও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছায়নি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অধ্যক্ষ জানিয়েছেন, রাজভবনের সংবিধান দিবস অনুষ্ঠানের কোনও আমন্ত্রণপত্র এখনও তাঁর দপ্তরে এসে পৌঁছায়নি।
অন্যদিকে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বিষয়টিকে BJP-র সঙ্গে রাজ্য সরকারের গোপন আঁতাত বলে অভিযোগ করেন । তিনি বলেন,"BJP-র সঙ্গে গোপন আঁতাত হওয়ায় কেন্দ্রের পাশাপাশি এ রাজ্যেও সংবিধান দিবস পালিত হচ্ছে । দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই গোপন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার যে, তারাও সংবিধান দিবস পালন করবে। BJP-র জুতো তৃণমূলের পায়ে, তৃণমূলের জুতো BJP-র পায়ে। কে কার জুতোয় পা গলাবে সেই চেষ্টাই করছে BJP এবং তৃণমূল। "