ETV Bharat / state

সংবিধান দিবস নিয়ে সর্বদলীয় বৈঠক অধ্যক্ষের - রাজ্যপাল জগদীপ ধনকড়

সংবিধান দিবস পালন উপলক্ষে আজ বিধানসভায় সর্বদলীয় বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বাম এবং কংগ্রেসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বিধানসভায় সর্বদলীয় বৈঠক
author img

By

Published : Nov 25, 2019, 8:24 PM IST

Updated : Nov 25, 2019, 11:21 PM IST

কলকাতা,২৫ নভেম্বর : আগামী মঙ্গল ও বুধবার বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে । সংবিধান দিবস উপলক্ষে দু'দিনের এই অধিবেশন অনুষ্ঠিত হবে । অধিবেশনে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়, প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন,লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি ।

সংবিধান দিবস পালন উপলক্ষে আজ বিধানসভায় সর্বদলীয় বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বাম এবং কংগ্রেসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "অধিবেশন চলবে দু' দিন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের উপর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই সংবিধান দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে ।"

আগামীকাল বিকেল তিনটেয় বিধানসভায় সংবিধানের ওপর বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় দলের নেতারা । যদিও রাজভবনে রাজ্যপাল আলাদা করে সংবিধান দিবসের অনুষ্ঠান করবেন বলে জানা গেছে । সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এখনও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছায়নি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অধ্যক্ষ জানিয়েছেন, রাজভবনের সংবিধান দিবস অনুষ্ঠানের কোনও আমন্ত্রণপত্র এখনও তাঁর দপ্তরে এসে পৌঁছায়নি।

অন্যদিকে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বিষয়টিকে BJP-র সঙ্গে রাজ্য সরকারের গোপন আঁতাত বলে অভিযোগ করেন । তিনি বলেন,"BJP-র সঙ্গে গোপন আঁতাত হওয়ায় কেন্দ্রের পাশাপাশি এ রাজ্যেও সংবিধান দিবস পালিত হচ্ছে । দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই গোপন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার যে, তারাও সংবিধান দিবস পালন করবে। BJP-র জুতো তৃণমূলের পায়ে, তৃণমূলের জুতো BJP-র পায়ে। কে কার জুতোয় পা গলাবে সেই চেষ্টাই করছে BJP এবং তৃণমূল। "

কলকাতা,২৫ নভেম্বর : আগামী মঙ্গল ও বুধবার বিধানসভায় বিশেষ অধিবেশন বসতে চলেছে । সংবিধান দিবস উপলক্ষে দু'দিনের এই অধিবেশন অনুষ্ঠিত হবে । অধিবেশনে উপস্থিত থাকবেন রাজ্যপাল জগদীপ ধনকড়, প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন,লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি ।

সংবিধান দিবস পালন উপলক্ষে আজ বিধানসভায় সর্বদলীয় বৈঠক করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । বাম এবং কংগ্রেসের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি বলেন, "অধিবেশন চলবে দু' দিন। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের উপর আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ । তাই সংবিধান দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়েছে ।"

আগামীকাল বিকেল তিনটেয় বিধানসভায় সংবিধানের ওপর বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকড় ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পরিষদীয় দলের নেতারা । যদিও রাজভবনে রাজ্যপাল আলাদা করে সংবিধান দিবসের অনুষ্ঠান করবেন বলে জানা গেছে । সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এখনও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছায়নি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অধ্যক্ষ জানিয়েছেন, রাজভবনের সংবিধান দিবস অনুষ্ঠানের কোনও আমন্ত্রণপত্র এখনও তাঁর দপ্তরে এসে পৌঁছায়নি।

অন্যদিকে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী বিষয়টিকে BJP-র সঙ্গে রাজ্য সরকারের গোপন আঁতাত বলে অভিযোগ করেন । তিনি বলেন,"BJP-র সঙ্গে গোপন আঁতাত হওয়ায় কেন্দ্রের পাশাপাশি এ রাজ্যেও সংবিধান দিবস পালিত হচ্ছে । দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই গোপন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার যে, তারাও সংবিধান দিবস পালন করবে। BJP-র জুতো তৃণমূলের পায়ে, তৃণমূলের জুতো BJP-র পায়ে। কে কার জুতোয় পা গলাবে সেই চেষ্টাই করছে BJP এবং তৃণমূল। "

Intro:আগামীকাল এবং পরশু বিধানসভায় বিশেষ অধিবেশন বসছে। সংবিধান দিবস উপলক্ষে দু'দিনের অধিবেশনে বর্তমান রাজ্যপাল জগদীপ ধনকার সহ প্রাক্তন রাজ্যপাল এম কে নারায়ণন, লোকসভার প্রাক্তন অধ্যক্ষ মীরা কুমার, প্রাক্তন রাজ্যপাল শ্যামল সেন, দেশের মুখ্য নির্বাচন কমিশনার এস ওয়াই কুরেশি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট থেকে শুরু করে রাজ্যের এডভোকেট জেনারেল উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।


Body:অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সংবিধান দিবস পালন করা উপলক্ষে আজ বিধানসভায় সর্বদলীয় বৈঠক করেন। বাম এবং কংগ্রেসের প্রতিনিধিরা আজকের বৈঠকে উপস্থিত ছিলেন। আসন্ন অধিবেশন দশ দিনের মত চলবে বলে জানিয়েছেন অধ্যক্ষ। দেশের বর্তমান প্রেক্ষাপটে সংবিধানের উপর আলোচনা আরো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী সংবিধান দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন। আগামীকাল বিকেল তিনটের সময় বিধানসভায় সংবিধানের ওপর বক্তব্য রাখবেন রাজ্যপাল জগদীপ ধনকার। পরিষদীয় দলের নেতারা সংবিধানের ওপর বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়।
যদিও রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকর পৃথক একটি সংবিধান দিবসের অনুষ্ঠান করবেন। সেই অনুষ্ঠানের আমন্ত্রণপত্র এখনো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পৌঁছয় নি। যা নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজভবনের সংবিধান দিবস অনুষ্ঠানের কোন আমন্ত্রণপত্র এখনো তার দপ্তরে এসে পৌঁছয় নি।
বাম পরিশোধিত নেতা সুজন চক্রবর্তী অভিযোগ করেছেন, বিজেপির সঙ্গে গোপন আঁতাত হওয়ায় কেন্দ্রের পাশাপাশি এ রাজ্যেও সংবিধান দিবস পালিত হচ্ছে। দিল্লিতে গিয়ে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই গোপন সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার তারাও সংবিধান দিবস পালন করবে। "বিজেপির জুতো তৃণমূলের পায়ে, তৃণমূলের জুতো বিজেপির পায়ে" বলেও মন্তব্য করেন তিনি। কে কার জুতোয় পা গলাবেন সেই চেষ্টাই করছে বিজেপি এবং তৃণমূল। অভিযোগ সুজন চক্রবর্তীর।


Conclusion:সংবিধান দিবসের অনুষ্ঠানের জন্য সেজে উঠছে রাজ্য বিধানসভা। সাজানো হচ্ছে সংবিধান প্রণেতা আম্বেদকরের মর্মর মূর্তি।
Last Updated : Nov 25, 2019, 11:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.