কলকাতা, 05 ডিসেম্বর: পুরুলিয়ার ঝালদা পৌরসভায় প্রশাসক বসানো নিয়ে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে দু’বার চিঠি করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তারপরও পরিস্থিতির বদল ঘটেনি। সোমবার অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশের কংগ্রেস কর্মী-সমর্থকরা রাজভবন অভিযান করেন। সেই অভিযান ঘিরে কার্যত ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। জোর করে প্রায় 30জন কর্মী সমর্থককে আটক করে পুলিশ। ধৃতদের লালবাজার সেন্ট্রাল লকআপে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে (congress workers were Detained for agitation at Raj Bhavan) ৷
কংগ্রেস নেতাদের অভিযোগ, ঝালদা পৌরসভায় রাজ্য সরকার পরিকল্পনামাফিক প্রশাসক বসিয়েছে । কোনওভাবেই পৌরবিধি ও আইন মানা হয়নি। আইনকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে নির্বাচিত জনপ্রতিনিধির পরিবর্তে প্রশাসক নিয়োগ করা হয়েছে । রাজ্য সরকারই গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রতিনিধিরা ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করেছে । এই অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে রাজ্যপাল নিশ্চুপ। তাই রাজভবন অভিযান বলেই জানিয়েছেন বিক্ষোভরত কংগ্রেস কর্মী-সমর্থকরা।
আরও পড়ুন: কংগ্রেসের রাজভবন অভিযানে ধুন্ধুমার
ঝালদা পৌরসভার নির্বাচন এবং তার ফলাফল ঘোষণার পর থেকেই কাউন্সিলর, দলীয় নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ এলাকার কংগ্রেস কর্মী ও নেতাদের । কাউন্সিলর তপন কান্দুর হত্যার পর থেকেই এলাকায় থমথমে পরিবেশ সৃষ্টি হয় ৷ শাসকদল ও কংগ্রেস কর্মীদের মধ্যে ঝালদা পৌরসভার ক্ষমতা দখলের লড়াই শুরু হয় ৷ তবে সোমবার হাইকোর্ট রায় দেয় আগামী একমাস ঝালদা পৌরসভার সমস্ত দায়িত্ব সামলাবে পুরুলিয়ার জেলাশাসক ৷