ETV Bharat / state

Congress Attacks Mamata: অধীরকে আক্রমণের পালটা, মমতাকে নিয়ে লেখা দীপক ঘোষের বই বিলোবে কংগ্রেস - অধীরকে আক্রমণ মমতার

বৃহস্পতিবার সাগরদিঘি বিধানসভার উপ-নির্বাচনের ফল নিয়ে বলতে গিয়ে অধীর চৌধুরীকে ব্যক্তি আক্রমণ করেন মুখ্যমন্ত্রী ৷ এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা আক্রমণের পথে হাঁটল কংগ্রেস (book written on Mamata Banerjee) ৷

ETV Bharat
ফাইল ছবি
author img

By

Published : Mar 3, 2023, 10:23 PM IST

Updated : Mar 3, 2023, 10:52 PM IST

কলকাতা, 3 মার্চ: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অভিযোগ তুলে এবার পালটা কৌশল নিল কংগ্রেস ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন তৃণমূল বিধায়ক অধীর চৌধুরীর বই বিলনোর সিদ্ধান্ত নিল কংগ্রেস (Congress attacks Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার সাগরদিঘি বিধানসভার উপ-নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ এখানে 3 বারের জেতা আসন কংগ্রেসের কাছে হারাতে হয়েছে তৃণমূলকে ৷ প্রায় 23 হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস ৷

এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷ কংগ্রেসের অভিযোগ, যেভাবে অধীর চৌধুরীর মেয়ে ও গাড়ি চালকের মৃত্যুর প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় টেনে এনেছেন তা অধীর চৌধুরীকে ব্যক্তি আক্রমণের সমান ৷ বৃহস্পতিবার মমতা বলেন, "অধীর চৌধুরী আজ অনেক কথা বলছেন । আমি যদি তাঁর মেয়ের আত্মহত্যার ঘটনা টেনে আনি ? তাঁর ড্রাইভার কীভাবে মারা গেল যদি জিজ্ঞাসা করি, কোনও উত্তর দিতে পারবেন তিনি ? আমাকে মুখ খোলাবেন না । আমি অনেক কিছু জানি । আমি মুখ খুললে কিন্তু অনেক কিছুই সামনে আসবে ।"

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরীর হয়ে ব্যাট ধরেন তিনি । জানান, সাগরদিঘির হারের পর মুখ্যমন্ত্রী যা বলেছেন তা মেনে নেওয়া যায় না । মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের এবার চিনে যাওয়া উচিত । একইসঙ্গে তিনি জানান, কংগ্রেস অবশ্যই এই ধরনের কুরুচিকর আক্রমণকে সমর্থন করে না । তাই এই ধরনের কুরুচিকর আক্রমণের পথেও হাঁটবে না ৷ কংগ্রেস শিষ্টাচার মেনেই রাজনীতি করে, ভবিষ্যতেও তাই করবে । মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে কংগ্রেসও তা করবে না (book written by Dipak Ghosh)৷

এরপর কৌস্তভ বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন তা ন্যাক্কারজনক । এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা মানুষের সামনে তুলে ধরতে দীপক ঘোষের লেখা বইটি পড়তে অনুরোধ করব সকলকে । এটা পড়লেই তৃণমূল সুপ্রিমোর আসল চেহারা প্রকাশ্যে এসে যাবে ।"এই বইটি পড়তে যারা ইচ্ছুক তাদের জন্য দুটি ফোন নম্বরও প্রকাশ করেছেন এই আইনজীবী কংগ্রেস নেতা । নম্বর দুটি যথাক্রমে 7449687731 ও 9875465683 (book on Mamata Banerjee) ৷

আরও পড়ুন: পৃথক রাজ্যের ইস্যুতে দিল্লিতে বিজেপির মুখোমুখি বিমল গুরুং, অনন্ত মহারাজ

কৌস্তভ বাগচির বক্তব্য, যাঁরা এই বইটির সফট কপি পেতে ইচ্ছুক তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই বইটি পাঠিয়ে দেওয়া হবে । যদিও এদিন কংগ্রেসের এই উদ্যোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । আগামিদিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এভাবে দীপক ঘোষের বই ছড়িয়ে দেওয়া নিয়ে নতুন করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয় কি না এখন সেটাই দেখার ।

কলকাতা, 3 মার্চ: প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে ব্যক্তিগত আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এই অভিযোগ তুলে এবার পালটা কৌশল নিল কংগ্রেস ৷ মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা প্রাক্তন তৃণমূল বিধায়ক অধীর চৌধুরীর বই বিলনোর সিদ্ধান্ত নিল কংগ্রেস (Congress attacks Mamata Banerjee) ৷ বৃহস্পতিবার সাগরদিঘি বিধানসভার উপ-নির্বাচনের ফল ঘোষণা হয় ৷ এখানে 3 বারের জেতা আসন কংগ্রেসের কাছে হারাতে হয়েছে তৃণমূলকে ৷ প্রায় 23 হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী বাইরন বিশ্বাস ৷

এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সভাপতিকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী ৷ কংগ্রেসের অভিযোগ, যেভাবে অধীর চৌধুরীর মেয়ে ও গাড়ি চালকের মৃত্যুর প্রসঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় টেনে এনেছেন তা অধীর চৌধুরীকে ব্যক্তি আক্রমণের সমান ৷ বৃহস্পতিবার মমতা বলেন, "অধীর চৌধুরী আজ অনেক কথা বলছেন । আমি যদি তাঁর মেয়ের আত্মহত্যার ঘটনা টেনে আনি ? তাঁর ড্রাইভার কীভাবে মারা গেল যদি জিজ্ঞাসা করি, কোনও উত্তর দিতে পারবেন তিনি ? আমাকে মুখ খোলাবেন না । আমি অনেক কিছু জানি । আমি মুখ খুললে কিন্তু অনেক কিছুই সামনে আসবে ।"

শুক্রবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই মন্তব্যের কড়া সমালোচনা করেন কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচি ৷ এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর চৌধুরীর হয়ে ব্যাট ধরেন তিনি । জানান, সাগরদিঘির হারের পর মুখ্যমন্ত্রী যা বলেছেন তা মেনে নেওয়া যায় না । মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষের এবার চিনে যাওয়া উচিত । একইসঙ্গে তিনি জানান, কংগ্রেস অবশ্যই এই ধরনের কুরুচিকর আক্রমণকে সমর্থন করে না । তাই এই ধরনের কুরুচিকর আক্রমণের পথেও হাঁটবে না ৷ কংগ্রেস শিষ্টাচার মেনেই রাজনীতি করে, ভবিষ্যতেও তাই করবে । মুখ্যমন্ত্রী ব্যক্তিগত আক্রমণ করেছেন বলে কংগ্রেসও তা করবে না (book written by Dipak Ghosh)৷

এরপর কৌস্তভ বলেন,"মমতা বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীকে যেভাবে ব্যক্তিগত আক্রমণ করেছেন তা ন্যাক্কারজনক । এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল চেহারা মানুষের সামনে তুলে ধরতে দীপক ঘোষের লেখা বইটি পড়তে অনুরোধ করব সকলকে । এটা পড়লেই তৃণমূল সুপ্রিমোর আসল চেহারা প্রকাশ্যে এসে যাবে ।"এই বইটি পড়তে যারা ইচ্ছুক তাদের জন্য দুটি ফোন নম্বরও প্রকাশ করেছেন এই আইনজীবী কংগ্রেস নেতা । নম্বর দুটি যথাক্রমে 7449687731 ও 9875465683 (book on Mamata Banerjee) ৷

আরও পড়ুন: পৃথক রাজ্যের ইস্যুতে দিল্লিতে বিজেপির মুখোমুখি বিমল গুরুং, অনন্ত মহারাজ

কৌস্তভ বাগচির বক্তব্য, যাঁরা এই বইটির সফট কপি পেতে ইচ্ছুক তারা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলেই বইটি পাঠিয়ে দেওয়া হবে । যদিও এদিন কংগ্রেসের এই উদ্যোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । আগামিদিনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এভাবে দীপক ঘোষের বই ছড়িয়ে দেওয়া নিয়ে নতুন করে রাজ্য রাজনীতি উত্তপ্ত হয় কি না এখন সেটাই দেখার ।

Last Updated : Mar 3, 2023, 10:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.