ETV Bharat / state

শহিদ সম্মান দিবস পালন প্রদেশ কংগ্রেসের - প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র

20 জন শহিদ জওয়ানের শ্রদ্ধা জানাতে কলকাতার গান্ধি মূর্তির পাদদেশে শহিদ সম্মান দিবস পালন করলেন প্রদেশ কংগ্রেসের নেতাকর্মীরা । তাঁদের অভিযোগ," সরকারের ব্যর্থতায় চিনের সেনার হাতে 20 জন জওয়ান খুন হওয়ার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন চিন আমাদের ভূখণ্ড দখল করেনি । চিনকে বাঁচাতে নরেন্দ্র মোদির এই প্রচেষ্টা কেন ?"

sahid samman diwas
শহীদ সম্মান দিবস পালন প্রদেশ কংগ্রেসের
author img

By

Published : Jun 27, 2020, 3:33 AM IST

কলকাতা, 27 জুন : চিন সীমান্তে 20 জন জওয়ানের বলিদান স্মরণ করে ও তাদের শ্রদ্ধা নিবেদন করে সারাদেশে কংগ্রেসের নেতাকর্মীরা শহিদ সম্মান দিবস পালন করলেন। কলকাতাতেও গান্ধি মূর্তির পাদদেশে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শহিদ সম্মান দিবস পালন করা হল । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ছাড়াও শহিদ সম্মান দিবসে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ প্রদেশ নেতৃত্ব । প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গতকালের এই শহিদ দিবসে উপস্থিত থাকলেও, রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আবদুল মান্নান উপস্থিত ছিলেন না ৷

পরে, সোমেন মিত্র বলেন,"মোদি সরকারের ব্যর্থতায় চিনের সেনার হাতে 20 জন জওয়ান খুন হওয়ার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন চিন আমাদের ভূখণ্ড দখল করেনি । সে খবর চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্রের প্রথম পাতায় স্থান পায় । আমাদের প্রশ্ন, চিনকে বাঁচাতে নরেন্দ্র মোদির এই প্রচেষ্টা কেন ?

মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন,"যেখানে স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ভারতের অংশে চিনের সেনা বাঙ্কার বানাচ্ছে, তখন দেশের সেনা বাহিনীর মনোবল ভাঙার এই জঘন্য কাজের নাম কি নব্য জাতীয়তাবাদ? মোদি সরকারের আমলে পুলওয়ামা থেকে গালওয়ানে এত জওয়ান শহিদ হচ্ছে কেন?" প্রশ্ন সোমেনের ।

কলকাতা, 27 জুন : চিন সীমান্তে 20 জন জওয়ানের বলিদান স্মরণ করে ও তাদের শ্রদ্ধা নিবেদন করে সারাদেশে কংগ্রেসের নেতাকর্মীরা শহিদ সম্মান দিবস পালন করলেন। কলকাতাতেও গান্ধি মূর্তির পাদদেশে প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে শহিদ সম্মান দিবস পালন করা হল । প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ছাড়াও শহিদ সম্মান দিবসে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য সহ প্রদেশ নেতৃত্ব । প্রদেশ কংগ্রেস নেতৃত্ব গতকালের এই শহিদ দিবসে উপস্থিত থাকলেও, রাজ্যের বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা আবদুল মান্নান উপস্থিত ছিলেন না ৷

পরে, সোমেন মিত্র বলেন,"মোদি সরকারের ব্যর্থতায় চিনের সেনার হাতে 20 জন জওয়ান খুন হওয়ার পরেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন চিন আমাদের ভূখণ্ড দখল করেনি । সে খবর চিনের কমিউনিস্ট পার্টির মুখপত্রের প্রথম পাতায় স্থান পায় । আমাদের প্রশ্ন, চিনকে বাঁচাতে নরেন্দ্র মোদির এই প্রচেষ্টা কেন ?

মোদি সরকারকে আক্রমণ করে তিনি বলেন,"যেখানে স্যাটেলাইট ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, ভারতের অংশে চিনের সেনা বাঙ্কার বানাচ্ছে, তখন দেশের সেনা বাহিনীর মনোবল ভাঙার এই জঘন্য কাজের নাম কি নব্য জাতীয়তাবাদ? মোদি সরকারের আমলে পুলওয়ামা থেকে গালওয়ানে এত জওয়ান শহিদ হচ্ছে কেন?" প্রশ্ন সোমেনের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.