কলকাতা, 24 মে: সিরাজ উদ-দৌলা দ্বারা নির্মাণ নিজামত ইমামবাড়া সংস্কারের দাবিতে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি পাঠালেন অধীররঞ্জন চৌধুরী । অবিলম্বে মুর্শিদাবাদের ঐতিহাসিক ঐতিহ্যকে বজায় রাখতে বুধবার কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী জি কিষেণ রেড্ডিকে চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি । এই চিঠির প্রতিলিপি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল সিভি আনন্দ বোসকেও পাঠানো হয়েছে । শুধু ভগ্নস্বাস্থ্যের কথা নয়, এই ঐতিহ্যবাহীস্থানে দেশ-বিদেশের বিভিন্ন প্রান্তের মানুষ দেখতে আসেন, সেই বিষয়টিও চিঠিতে উল্লেখ করেছেন অধীররঞ্জন চৌধুরী ।
পাঠানো চিঠিতে অধীর ঐতিহাসিক নিজামত ইমামবাড়ার জরাজীর্ণ ও বিপর্যস্ত অবস্থার নিয়ে কেন্দ্রীয়মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন । অবিলম্বে সংস্কারের প্রয়োজনীয়তার প্রতি উদার হওয়ার আহ্বান জানিয়েছেন । পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার নিজামত ইমামবাড়া আকারে সবচেয়ে বড় কাঠামো হিসাবে ব্যাপকভাবে পরিচিত । প্রধানত তার স্থাপত্যের উৎকর্ষতা ও মন্ত্রমুগ্ধকর স্থানীয় আকর্ষণের কারণে সারা বিশ্ব থেকে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে । ইমামবাড়ার প্রায় পাশ দিয়ে ভাগীরথী নদী বয়ে চলেছে বলেও উল্লেখ করেছেন অধীর ।
পুরনো নিজামত ইমামবাড়াটি নিজামত দুর্গ এলাকায় নবাব সিরাজ উদ-দৌলা নির্মাণ করেছিলেন । নবাব নিজেই ইট ও মর্টার দিয়ে ভবনের ভিত্তি স্থাপন করেছিলেন । অতএব, এই ইমামবাড়ার সুউচ্চ স্তম্ভের মধ্যে অনেক ইতিহাস লুকিয়ে আছে । যা প্রতিমুহূর্তে জানান দিচ্ছে । তৎকালীন বাংলা, বিহার ও উড়িষ্যার ট্র্যাজিক তরুণ নবাবের স্মৃতি হাজার হাজার মানুষের অন্তরের চোখ জুড়ে জ্বলজ্বল করে । এই ইমামবাড়াটি যেখানে নির্মিত হয়েছিল, সেখানে 6 ফুট গভীরে খনন করা হয়েছিল । সেই সময়ে মক্কা থেকে আনা মাটি দিয়ে পুনরায় ভরাট করা হয়েছিল । যাতে মুসলিম সম্প্রদায়ের দরিদ্র সদস্যরা হজের অভিজ্ঞতা অর্জন করতে পারে ।
মূল নির্মাণটি 1846 সালে একটি বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায় । 1847 সালে প্রখ্যাত স্থপতি সাদেক আলি খানের দক্ষ তত্ত্বাবধানে ও নির্দেশনায় নবাব মনসুর আলি খানের নির্দেশে পুনর্নির্মিত হয় । বর্তমানে উক্ত ভবনটি ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে । যথাযথ ব্যবস্থা না নিলে অবিলম্বে 'সৌন্দর্যের একটি জিনিস' যা 'চিরকালের জন্য আনন্দ' বিস্মৃতির অতলে হারিয়ে যাবে । এইরকম পরিস্থিতিতে অধীররঞ্জন চৌধুরী কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের কাছে এই ইমামবাড়া সংস্কারের আরজি জানিয়েছেন ।
আরও পড়ুন: হাজারদুয়ারি চত্বরে ঢুকতে লাগবে প্রবেশমূল্য, নতুন নিয়মে উঠছে প্রশ্ন