কলকাতা, ২ মার্চ : প্রদেশ কংগ্রেস নেতা রাকেশ সিংকে গ্রেপ্তার করল লালবাজার গুন্ডাদমন শাখা। গতরাত ১২টা নাগাদ আলিপুর চিড়িয়াখানার কাছে তাঁর বাড়ির গলির সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করেন গোয়েন্দা কর্তারা। সঙ্গে ছিল ওয়াটগঞ্জ থানার পুলিশ। আজ তাঁকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হবে। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, রাকেশকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হবে আদালতের সামনে।
কলকাতার বন্দর এলাকায় দাপুটে নেতা হিসেবে পরিচিত রাকেশ। প্রতিদ্বন্দ্বিতা করেন গত বিধানসভা নির্বাচনে। পুলিশ সূত্রে খবর, তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে। নানা অভিযোগে এর আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছেন তিনি। যদিও এলাকায় তাঁর জনপ্রিয়তা প্রশ্নাতীত। লালবাজার সূত্রে খবর, এবার এক মাল্টিপ্লেক্সে ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। জানা গেছে, দা অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার ছবিকে কেন্দ্র করে বিতর্কের সময় শহরের এক শপিংমলের মাল্টিপ্লেক্সে দলবল নিয়ে চড়াও হন তিনি। অভিযোগ, হলের পরদা পর্যন্ত ছিঁড়ে দেওয়া হয়। সেই অভিযোগে গতরাতে গ্রেপ্তার করা হয় তাঁকে।
বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন রাকেশ সিং। মূলত, লোকসভা ভোটের স্ট্র্যাটেজি ঠিক করতেই সেই বৈঠক করা হয়। বৈঠক শেষে গতরাতে কলকাতা এয়ারপোর্টে নামতেই তাঁর পিছু নেন গুন্ডাদমন শাখার কর্তারা। সেখান থেকে আলিপুরের চিড়িয়াখানার কাছে তাঁর বাড়ির গলির সামনে আসতেই তাঁকে ঘিরে ফেলে পুলিশ। সেখানেই গ্রেপ্তার করা হয় তাঁকে। রাকেশের পরিবারের অভিযোগ, গ্রেপ্তারের সময় কোনো ওয়ারেন্ট দেখাতে পারেনি পুলিশ। যদিও লালবাজারের তরফে পুরো বিষয়টি নিয়ে সরকারিভাবে কিছু বলা হয়নি।